08-10-2020, 12:59 AM
(06-10-2020, 09:46 PM)Mr Fantastic Wrote: এইরে ! এরকম একটা কিছু আশঙ্কা করেছিলাম। তবে নীলাদ্রির কিছু দোষও ছিল। ওই পরিস্থিতিতে ওর উচিত ছিল অম্বালিকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, ওর পাশে দাঁড়ানো। আমি হলে তো তাই করতাম, আমার প্রেমিকার পরিবার কোনো বিপদে পড়লে আমি সবসময় নিজের সাধ্য মতো পাশে থাকি। অম্বালিকারও ঠিক হয়নি এতটা রূঢ় হওয়ার। অন্তত নীলাদ্রি কি বলতে চাইছিলো সেটা না শুনেই চলে গেল। সম্পর্কের ক্ষেত্রে বিস্বাসটা বড়ো কথা, অম্বা আর নীলাদ্রি প্রেমিক-প্রেমিকা হলেও ওদের মধ্যে সেই লেভেলের বোঝাপড়া বা পারস্পরিক বিশ্বাস ছিল না। মানছি অম্বালিকা এখন জটিল পরিস্থিতি আর টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাও....
ওহ গুরু এই'ত শুরু, এবারে মনে হচ্ছে বন্ধুরা কাটা ছেঁড়া করতে নেমে গেছে কোমরে গামছা বেঁধে, খুব খুশি হয়েছি ভাই, বেশ কয়েকজনার উত্তর পড়লাম, যেভাবে তোমরা এই গল্পের মধ্যে ঢুকে গেছ সেটা দেখে সত্যি খব খুশি আমি !!!!!!!