08-10-2020, 12:51 AM
(06-10-2020, 03:30 PM)Baban Wrote: আবারো একটা দারুন আপডেট. মানুষের ভেতরের আসল রূপটা ঠিক কেমন হয় সেটাই ফুটে উঠেছে এই পর্বে. অম্বালিকা আজ মা হিসেবে নিজেকে যেভাবে পাল্টে ফেলেছে সেটা অসাধারণ. তার জগতে তার নিজের আগেও ওই ছোট্ট নিষ্পাপ শিশুটাকে স্থান দিয়েছে সে. কিন্তু অতিরিক্ত আকর্ষণ ও অতিরিক্ত চিন্তা কোথাও একটু হলেও মনে ভুল ভাবনা নিয়ে আসে. যে প্রাণের নীলাদ্রিকে মেয়েটা এত ভালোবাসতো.... আজ তাকে নিয়েই ভুলভাল চিন্তা মাথায় আসছে.
দিদি থেকে আজ সে মা হয়ে উঠেছে তাই অবশ্যই তার কাছে ছেলে আগে তারপরে সব. তাই আবার মেয়েটা যে ভুল সেটাও মানতে ইচ্ছে করছেনা.
থিঙ্ক থিঙ্ক ভাবো ভাবো এরপরে কি হবে সেটাই ত মজা রে ভাই ... ভালো লাগছে এবারে সেই সাথে গতকাল আম্বালিকাও আমার কানে কানে এসে বলে গেল "ওদের ভাবতে দাও, একটু মজা দেখো" তবে সেই সাথে নীলাদ্রি কেঁদে আমাকে বলল, "তুমি শালা এইভাবে মজা দেখলে আমি কিন্তু কেলাবো" তাই ওদের কথা শুনেই আমার ভালো লাগলো যে তোমরা গল্পের গভীরে ঢুকে গেছ !!!!!!!