06-10-2020, 09:36 PM
(06-10-2020, 08:38 PM)Jupiter10 Wrote: আদর্শ যৌন সাহিত্য কিন্তু এরকমই হওয়া উচিৎ। বিভিন্ন বর্ণনার মাধ্যমে সবকিছুকে ফুটিয়ে তোলা। আপনার লেখনি সত্যিই অসাধারন। বিশেষ করে আমাদের মতো নতুন লেখক দের আপনার কাছে থেকে শেখার প্রয়জন আছে। আপনার গল্প একবার পড়তে বসলে উঠতে পারা যায়না যাকে বলে unputdownable.
আমি ভেবে পায়না এই রকম গল্পের ভিউ এতো কম কেন? যেখানে গল্পে ভালো লাগার মতো অনেক কিছু আছে। কয়েকদিন আগে আপনি গল্পের নাম পালটে দিয়েছিলেন যেটা আমার কাছে খটকা লেগে ছিল। যাইহোক আপনি পরে তা ঠিক করে নিয়েছেন।
আপনি লিখে যান আমি পাশে আছি। আমার বিশ্বাস আপনার এই গল্পটা যৌন সাহিত্তে অমর হয়ে রয়ে যাবে। বুঝতে পারিনা অনেক ফালতু গল্পকে প্রশ্রয় কিন্তু এইরকম একটা গল্পকে উৎসাহ দেওয়া হয়না কেন...।
আপনার কাছে থেকে আরও অনেক অনেক ভালো গল্পের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। শুভকামনা।
জুপিটার ১০ আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
এই ভাবে প্রশংসিত হয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে।
এই থ্রেডের ভিউ কম হবার কারণ আমি জানি না। তবে আমার মনে হয় বিষয়বস্তু একটু বাস্তবধর্মী বলে এখানকার পাঠকদের পছন্দ হচ্ছে না। এখানে বেশিরভাগ পাঠক অবাস্তব অজাচারের গল্প পড়তে আসেন। তবে সিরিয়াস কিছু পাঠকও যে আসেন ইনবক্সে তার প্রমাণ আমি পেয়েছি। আপনিও একজন সিরিয়াস পাঠক। আপনারা সঙ্গে থাকলেই আমি খুশি।
ভালো থাকবেন। শুভেচ্ছা।
Shy but Sexy