06-10-2020, 08:38 PM
(05-10-2020, 03:07 PM)যোনিগন্ধা Wrote:ধন্যবাদ আপনাকে।
যে কারণে আপনার ভালো লাগছে, হয়তো সেই কারণেই অনেকের ভালো লাগছে না। আমার ধারণা ছিল আমার এই উপন্যাস এই সাইটে আলোড়ন সৃষ্টি করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। হয়তো অবাস্তব যৌন দৃশ্যের বর্ণনা নাই বলে।আপনি প্রথম থেকেই পাশে আছেন। নিয়মিত উৎসাহ দিয়েছেন বলে আমি কৃতজ্ঞ।আরো কয়েকটা পর্ব আছে। পাশে থাকবেন।আমি নিজেই আমার তৈরি চরিত্র গুলোর মায়ায় পড়ে গেছি। উপন্যাসটি শেষ হলে আমার কষ্ট হবে। জানি না সব লেখকের এরকম অনুভুতি হয় কিনা।
আদর্শ যৌন সাহিত্য কিন্তু এরকমই হওয়া উচিৎ। বিভিন্ন বর্ণনার মাধ্যমে সবকিছুকে ফুটিয়ে তোলা। আপনার লেখনি সত্যিই অসাধারন। বিশেষ করে আমাদের মতো নতুন লেখক দের আপনার কাছে থেকে শেখার প্রয়জন আছে। আপনার গল্প একবার পড়তে বসলে উঠতে পারা যায়না যাকে বলে unputdownable.
আমি ভেবে পায়না এই রকম গল্পের ভিউ এতো কম কেন? যেখানে গল্পে ভালো লাগার মতো অনেক কিছু আছে। কয়েকদিন আগে আপনি গল্পের নাম পালটে দিয়েছিলেন যেটা আমার কাছে খটকা লেগে ছিল। যাইহোক আপনি পরে তা ঠিক করে নিয়েছেন।
আপনি লিখে যান আমি পাশে আছি। আমার বিশ্বাস আপনার এই গল্পটা যৌন সাহিত্তে অমর হয়ে রয়ে যাবে। বুঝতে পারিনা অনেক ফালতু গল্পকে প্রশ্রয় কিন্তু এইরকম একটা গল্পকে উৎসাহ দেওয়া হয়না কেন...।
আপনার কাছে থেকে আরও অনেক অনেক ভালো গল্পের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। শুভকামনা।