06-10-2020, 02:50 PM
ভাই আমার মনে হচ্ছে আম্বালিকা নিজের জায়গায় ঠিক আছে। কারণ সে রিশুকে নিয়ে থাকতে চায়৷ তবে মনে হয় একজায়গায় আম্বালিকা ভুল করেছে সে তার ভালবাসার উপর বিশ্বাস রাখতে পারে নাই তাই এখানে সে ভুল করেছে আর নীলাদ্রি কি করে তা দেখার জন্য অপেক্ষায় রইলাম আর আম্বালিকা শিশুকে নিয়ে কোথায় যায় দেখি এবং কি করে সেটাও দেখার বিষয় তবে আম্বালিকার এখানে নীলাদ্রির উপর অবিশ্বাস করা ঠিক হয়নি এবং সেই সাথে পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম আশা করি এবার এরকম একটা দুর্দান্ত পর্ব পাওয়া যাবে।