06-10-2020, 01:55 PM
(06-10-2020, 01:50 PM)ddey333 Wrote: সত্যি বলছি দারুন লাগছে , পিনুদা আসার পরে ফোরাম এর আবহাওয়াটা একদম ডগমগ করে উঠেছে #
সব পুরোনো মহারথীদের আবার নিয়মিত পদার্পন ও শুরু হয়ে গেছে !!
আর এই যে পিনুদা সবার কমেন্ট এর আলাদা করে উপভোগ্য জবাব দিচ্ছেন , তার কোনো তুলনা নেই !!!!!
বিশেষ করে আমার মতো অপদার্থ , যার নিজে থেকে দু লাইন ও লেখার ক্ষমতা নেই ,তাদের জন্য এটা নিশ্চয় একটা খুব বড় পাওনা !!!!!!!!
ভাইটাকে অপদার্থ কি করে বলি, খোটা সিক্কা হলেও ভাই'ত তাই ত মাঝে মাঝে কাঁদে, নিজের মনের কথা জানিয়ে অভিমান করে আবার খুশি হলে সেটাও না জানিয়ে থাকতে পারে না। আমি ত ভাই আগে থেকেই বলেছি, আমার থ্রেডে শুধু গল্প পড়ে চলে গেলে চলবে না, গল্পের সাথে সাথে গপ্প মারাও খুব প্রয়োজন !!!!!!!!