05-10-2020, 02:33 PM
(05-10-2020, 01:54 PM)ddey333 Wrote: বাব্বা , কতদিন পরে দেখা দিলেন দাদা !!!
কোথায় লুকিয়ে ছিলেন এতদিন ?
ফেবু তেও আজকাল আর দেখা যায় না আপনাকে !!
ছি ছি, লুকোতে যাবো কেন ভাইটু... ব্যাপারটা লুকানোর মত কিছু নয়... আসলে এই ২০২০ আমাদের যা বাঁশ দিয়ে দিল, সেটা সামলাতে সামলাতে হয়রান হয়ে যেতে হচ্ছে, এই আর কি... আগে ছিল জীবনটা এক রকম ভাবে ছকা, কিন্তু লকডাউন উত্তর সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে, তাই এখন আর আগের মত সময় করে নিয়মিত ফেসবুক বা এই সাইটে আসা হয়ে ওঠে না, আর যদিও বা কখন সখনও আসি, কিন্তু নতুন করে গল্প লেখার আর সময় বের করতে পারি না... জানি এখন অনেক নবীন লেখকেরা খুব ভালো গল্প এখানে উপহার দিয়ে চলেছে, কিন্তু সেই সময় বের করে পড়বো, তাও আর হয়ে ওঠে না... পিনুরাম না মেসেজ করলে জানতেও পারতাম না যে ও আবার এখানে গল্প দিতে শুরু করেছে, তাই ওর মেসেজ পেয়ে আর থাকতে পারি নি...
আশা করি তোমরা সকলে ভালো আছো... আমিও তোমাদের সত্যিই খুব মিস্ করি...
ভালো থেকো, সাবধানে থেকো...