05-10-2020, 01:54 PM
(05-10-2020, 12:55 PM)bourses Wrote: যাক তাহলে আমাদের কথা মনে পড়ল তোমার অবশেষে, এটাই সবচেয়ে ভালো খবর এই মুহুর্তে… আবার আমরা আমাদের সবচেয়ে কাছের আর ভালোবাসার লেখকের গল্প পড়তে পারবো… এর থেকে বোধহয় ভালো কিছু আর হয় না…বাব্বা , কতদিন পরে দেখা দিলেন দাদা !!!
IPLএর আবহাওয়ায় Test এর গোড়াপত্তন বোধহয় তোমার পক্ষেই সম্ভব গুরু… একদম অনবদ্য ভাবে নিজস্ব স্বাভাবিক ঢংএ ধীত্রে ধীরে গল্পের গোড়া পত্তন করে চলেছ… একটা একটা করে ইঁট গাঁথা হচ্ছে গল্পকে বিশাল অট্টালিকায় রূপান্তরিত করার অভিপ্রায়ে… অনেকদিন পর সত্যিই এই সাইটটা আবার প্রাণ ফিরে পাবে… আমরা আবার সত্যিইকারের ভালো গল্পের আস্বাদন করতে পারবো…
তবে ‘চোরাবালির’ আফসোসটা এখনও রয়ে গেলো বস্… ওটা এখনও মিস্ করি ভিষন ভাবে… জানি গল্পের খেই একবার হারিয়ে গেলে সেটাকে পুনোরুদ্ধার করা বেশ কষ্টসাধ্য, তাও, দেখো, যদি ভবিষ্যতে সম্ভব হয় সেটা করার…
এখনই আর কিছু বলব না এই গল্প নিয়ে… কিছুটা লেখ, তারপর ফের আসবো… ততদিন আমার আন্তরিক শুভ কামনা রইল তোমার এই পরিশ্রমের জন্য…
কোথায় লুকিয়ে ছিলেন এতদিন ?
ফেবু তেও আজকাল আর দেখা যায় না আপনাকে !!