03-10-2020, 12:53 PM
(03-10-2020, 06:29 AM)Jholokbd1999 Wrote:
মুনদার লিখাটা কয়েকবছর ধরেই পরে ছিলো অজানায়। একটি ব্লগে মাত্র অল্প আপডেট পেয়েছিলাম প্রথম, সেখানে থেকে xossip এর সন্ধান পেয়ে পুরোটা পড়ার আশায় বুক বেঁধে যাই, শেষ অব্দি সেখনেও অসমাপ্তরেখেই হারিয়ে গেছেন তিন।। বারবার ভাবতাম ফিরে আসবে, কিন্তু আসেন নি, এরপর এতবছর পর আপনি শুরু করলেন,,, গল্পের প্লট ভালই এগুচ্ছে,,, তবে কোন হিন্টস যেমন লেখক রাখেনি আপনিও রাখছেন না,, যেটা একটা উত্তেজক গল্প হিসেবেই বিবেচ্চ হবে।
আর লিখার ধরণ নিয়ে যদি বলি অনেকাংশেই মুনদার সাথে মেলে তবে লিখার মাঝে মাঝে দু'এক জায়গায় তাল হারিয়ে নিজের ছন্দে ফিরে গেছেন। তবে গল্প খারাপ লাগেনি।
শেষে বলতে চাই, কিছু ব্যকরণবা বানানে সতর্ক থাকুন, বাকি সব ১০০/১০০।
লিখাটা যেহেতু শুরু করেছেন,, থামবেন না। এই গল্পের পুরোনো পাঠক হিসেবে বলছি, অন্য যারা আমার মতো আছেন, কারোই খারাপ লাগছেনা আশা করি। চালিয়ে যান, শুভকামনাক
ধন্যবাদ দাদা! আপনাদের ভালো লাগানোর চেষ্টা করবো।ব্যাকরণে ভুল থাকতে পারে। আর বানান সেটা কিছুটা নিজের সমস্যা আছে। আর কিছুটা আমার মোবাইলের keyboard এর বাংলা ফন্টের ! তার খেয় হারাবার ব্যাপারটা আমার হচ্ছে কিনা বুঝতে পারছিনা। তবুও তেমন হলে। আমাকে ধরিয়ে দিবেন দয়া করে। তাছাড়া ,বার বার মনে হচ্ছে গল্পটা ঠিক মত হচ্ছে কিনা সেটার একটা সন্দেহ্য মনে লাগছে। কারণ গল্পটাতে আমার কোন কিছুই পূর্ব কল্পিত না।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!