01-10-2020, 10:47 PM
চতুর্বিংশ পর্ব (#01)
ডিসেম্বরের শুরুতেই দেবায়ন আর মিস্টার সেন হোটেলের কাজে বেড়িয়ে গেছে। ফিরতে দেরি, শুধু বিন্সার নয়, আরো কয়েক জায়গা যাবার কথা, ডালহৌসি, সোলাং ভ্যালি। এই হোটেল ব্যাবসার কথা অফিসের কেউ জানে না, অনুপমা কাউকে জানায়নি ওদের হোটেল ব্যাবসার কথা। অনুপমা, বাকিদের শুধু বলেছে যে দেবায়ন ওর বাবার সাথে কাজে গেছে ফিরতে একমাস দেরি। ইতিমধ্যে ইন্দ্রনীল ফ্রাংকফুর্ট থেকে ফোন করেছিল, যে কিছুদিনের মধ্যে কোলকাতা পৌঁছে যাবে। অনুপমা চেয়েছিল দেবায়ন থাকতে থাকতে যাতে ইন্দ্রনীল আসে, কিন্তু ইন্দ্রনীল যে সময়ে এসে পৌঁছাবে তখন দেবায়ন কোলকাতায় থাকবে না। দেবায়ন বিজনেস টুরে চলে যাবার পরে রোজকার মতন, দেবায়নের বাড়ি যাওয়া একটা রুটিন হয়ে যায় অনুপমার। মামনির সাথে দেখা করা, মামনির সাথে গল্প করে রাতে খাবার পরে বাড়ি ফিরে আসে। রোজ বিকেলে ওর টেবিলে বসে থাকে আর ভাবে কবে আসবে। মাঝে মাঝে ওর বিছানায় শুয়ে, ওর জামা কাপড় গুলো হাতে নিয়ে দেখে, পড়ার টেবিল গোছানো থাকা সত্তেও একবার নিজের হাতে গোছানো চাই ওর। টুরে যাবার কয়েক দিন আগের রাতের প্রেমের খেলার কথা মনে করতেই, গা সিরসির করে ওঠে, কান লাল হয়ে যায় উত্তেজনায়, বুকের রক্ত চঞ্চল হয়ে যায়, তলপেটে শিরশিরানি শুরু হয়ে যায়। আলমারি থেকে দেবায়নের একটা জামা বের করে নাকের ওপরে চেপে ধরে ওর ঘ্রাণ শোঁকে, মনে হয় যেন কত কাছে আছে। সেই রাতে এক উন্মাদ ষাঁড় আর মত্ত সর্পিণীর মতন সারাটা রাত ধরে দুইজনে ভালোবাসার খেলায় মগ্ন ছিল। ভোরের আলো ফোটার আগে, চুপিচুপি নিজের ঘরে চলে গিয়েছিল অনুপমা।
দেবশ্রী মেয়েটার অবস্থা দেখে হাসে আর জিজ্ঞেস করে, “এত মন কেমন করছে তাহলে একা ছারলি কেন? সঙ্গে গেলেই পারতিস।”
অনুপমা ঘাড় ঘুরিয়ে দেখে যে ওর মামনি ওর দিকে তাকিয়ে হাসছে। মামনিকে দেখে লজ্জা পেয়ে যায় জামাটা লুকিয়ে ফেলে, অনুপমা বলে, “চেনইতোতোমার ছেলেকে। ইচ্ছে থাকলেও কি যাওয়া যায়? এদিকে আমার অফিস ওদিকে বাবার সাথে হোটেলের কাজ। ওর সাথে গেলেওতোসাথে আর থাকতে পারতাম কই। বাবার সাথেই হয়ত সারাদিন ব্যাস্ত থাকবে। এখানে থাকলে তাও না হয়……”
কথা গুলো বলতে বলতে লজ্জায় গাল লাল হয়ে যায় অনুপমার। ছিঃ এই সব কি মামনির সামনে বলে চলেছে।
দেবশ্রী জিজ্ঞেস করে, “তোরা কবে বিয়ে করছিস?”
অনুপমা হেসে মামনিকে জড়িয়ে ধরে বলে, “তোমার ছেলেকে জিজ্ঞেস করলেই বলে একটু দেরি আছে। বলে যে আগে কোম্পানি একটু দাঁড়িয়ে যাক, তারপরে তোমার জন্য একটা গাড়ি কিনতে চায়, তুমি বাড়িতে বসে থাকবে তোমার চারদিকে দশ খানা চাকর থাকবে তবে তোমার ছেলে বিয়ে করবে।”
দেবশ্রী, কোম্পানির কথা জানে আর জানে ওর চাকরির ব্যাপার আর গাড়ি চাকরের কথা আর জানে এই জড়িয়ে ধরে থাকা এক ফোঁটা গোলাপের মনের অবস্থা। নিজের পেটের ছেলে তাঁর জন্য যত চিন্তা করে তার চেয়ে বেশি ওর হবু বৌমা চিন্তা করে। ছেলেটা আজকাল বাড়িতে থাকলেও কাজে ডুবে থাকে। ছেলেকে কাজে ডুবে থাকতে দেখে অন্য রকম ভালো লাগে দেবশ্রীর।
দেবশ্রী জিজ্ঞেস করে, “তোর শরীর কেমন আছে রে?”
অনুপমা আদুরে গলায় বলে, “কি হবে একদিনে? আচ্ছা মামনি এই উইকেন্ডে শপিংয়ে যাবে। তুমি কিন্তু মুসৌরিতে বলেছিলে যে আমি চাকরি করলে তোমাকে যা ইচ্ছে তাই উপহার দিতে পারি।”
দেবশ্রী অনুপমার গালে হাত দিয়ে আদর করে বলে, “আচ্ছা যাবো। কোথায় যেতে চাস বল?”
গত পুজোতে অনুপমা ওর মামনিকে একটা দামী শাড়ি দিয়েছিল। শাড়ি, গয়না মামনির পছন্দের নয়। কিনে দিতে গেলেই বলে শাড়ি অনেক আছে আর গয়না কেনা শুধু অনুপমার জন্য হবে। অনুপমাকে ভাবতে দেখে দেবশ্রী জিজ্ঞেস করে, “ভাবনায় পড়ে গেলি নাকি?”
অনুপমা হেসে ফেলে, “হ্যাঁ মামনি, খুব ভাবনায় পড়ে গেলাম।”
দেবশ্রী অনুপমার মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, “তুই এই যে বলেছিস কিনে দিবি, সেটাই অনেক বড় পাওনা আমার। এবারে ছাড়, রান্না সারতে দে। বাড়ি ফিরতে দেরি হলে আবার পারমিতা নালিশ জানাবে যে মেয়েটাকে বিয়ের আগেই হাতিয়ে নিয়েছি।”
দেবশ্রীর কথা শুনে হেসে ফেলে দুইজনে।
অনুপমা রান্না ঘরের স্লাবের ওপরে পা তুলে বসে মামনির রান্না দেখে। আজকে পারশে মাছ ভাজা আর সোনা মুগের ডাল রান্না করেছে। নিজে যদিও রান্না জানেনা কিন্তু মামনির হাতের রান্না খেয়ে এক অন্য আনন্দ পায়। বাচ্চা মেয়ের মতন একটা একটা করে বাদাম খেতে খেতে দেবশ্রীর মাছ ভাজা দেখে। নিজের খুব ইচ্ছে করে এই রকম করে একদিন রান্না করবে।
অনুপমা আদুরে কণ্ঠে দেবশ্রীকে অনুরোধ করে, “মামনি, আমাকে রান্না করতে শিখিয়ে দেবে?”
দেবশ্রী একটু অবাক হয়ে অনুপমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, “কেন রে? হাত পুড়াতে যাবি কেন? অফিসের কাজ আবার বাড়ির রান্না বান্না এই সব তুই সামলাতে পারবি না। আমি যতদিন বাঁচি ততদিন তোর রান্না ঘরে ঢুকে কি হবে? তারপরে না হয় রান্নার জন্য লোক রেখে নিস। অফিস সেরে বাড়ি ফিরে কি আর রান্না করতে মন চাইবে?”
অনুপমা আব্দার করে মাথা ঝাঁকিয়ে বলে, “না মামনি, অফিসতোতুমিও করো, তাই বলে কি রান্না করা ছেড়ে দিয়েছ?”
দেবশ্রী মৃদু হেসে বলে, “আমার কথা আলাদা, জানিস তো……”
হ্যাঁ, সব জানে অনুপমা, কি ভাবে ওর মামনি, দেবায়ন কে বুকে করে মানুষ করেছে, সব জানে। দেবশ্রীর চোখের দিকে তাকিয়ে বলে, “যদি তুমি অফিস করার পরে রান্না করতে পারো, তাহলে আমিও পারবো।”
দেবশ্রী হেসে উত্তর দেয়, “আচ্ছা আমার পাগলি মেয়ে, যা ফ্রিজ থেকে একটা শসা আর টমেটো নিয়ে আয়।”
অনুপমা ফ্রিজ থেকে শসা আর টমেটো নিয়ে এসে স্যালাড কাটতে শুরু করে দেয়। এমন সময়ে পারমিতার ফোন আসে অনুপমার কাছে। পারমিতা ফোনে জানায় যে ইন্দ্রনীল বাড়ি পৌঁছে গেছে। অনুপমা সেই খবর পেয়ে একটু অবাক হয়ে যায়। পারমিতা বলে তাড়াতাড়ি যেন বাড়ি ফেরে, সেই সাথে জানায় যে ইন্দ্রনীল রাতে থাকবে। রাতে থাকার ব্যাপারটা অনুপমার বিশেষ ভালো লাগে না। ইচ্ছে করেই মামনির সাথে গল্প গুজবে মেতে ওঠে অনুপমা।
রাতের খাওয়ার সময়ে দেবশ্রী, অনুপমাকে পায়েলের কথা জিজ্ঞেস করে, “কেমন আছে রে পায়েল? ঠিক মতন কলেজ যাচ্ছে?”
অনুপমা উত্তর দেয়, “হ্যাঁ যাচ্ছে।”
দেবশ্রী বলে, “ওই পাখীর মতন প্রাণের ওপরে অনেক ধকল গেছে। পায়েলকে অনেক দিন দেখিনি, পারলে একদিন নিয়ে আসিস তো বাড়িতে।”
অনুপমা ম্লান হেসে বলে, “শুধু কলেজ আর বাড়ি ছাড়া এক পা কোথাও বের হতে চায় না। তাও তোমার বাড়ি যাবার নাম শুনে যদি বের হয় তাহলে নিশ্চয় নিয়ে আসবো।”
দেবশ্রী জিজ্ঞেস করে, “তোর সাথে কি আজকে দেবুর কথা হয়েছে?”
অনুপমা অবাক হয়ে জিজ্ঞেস করে, “না এখন হয়নি? কেন বলো তো?”
দেবশ্রী হেসে উত্তর দেয়, “না মানে এমনি। তুই যেমন ভাবে রোজ দিন ওর পড়ার টেবিলে বসে থাকিস তাই জিজ্ঞেস করছিলাম।”
লজ্জায় কান লাল হয়ে যায় অনুপমার, মাথা নিচু করে খাবার প্লেটের ওপরে ঘাড় গুঁজে মাথা নাড়িয়ে উত্তর দেয়, “রাতে ফোন করবে হয়তো।”
দেবশ্রী হেসে ফেলে অনুপমার লজ্জা দেখে। বড়লোকের মেয়ে হলেও, বড়দের সামনে লজ্জা বোধ আছে মেয়েটার, সেই দেখে আরও বেশি ভালো লাগে মেয়েটাকে। ছেলের চেয়ে যেন ওর হবু বৌমা ওর কাছের লোক। রাতের খাবার সেরে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। দেবশ্রী বারবার বলে দেয় যেন বাড়ি পৌঁছে একটা ফোন করে। যদিও নিজেদের গাড়ি, ড্রাইভার সব আছে তাও আজকাল রাতের কথা কে জানে।
বাড়িতে ঢুকে দেখে যে পারমিতা ওর জন্য বসে আছে। ইন্দ্রনীলের থাকার ব্যাবস্থা গেস্ট রুমে করা হয়েছে। প্রায় সাত বছর পরে ইন্দ্রনীলের সাথে দেখা। প্রথম দেখেই মনে হয়, বিদেশ ছেড়ে এই ছেলেটা কেন এসেছে এখানে। তাও ঠোঁটে হাসি টেনে ছেলেটার দিকে দেখে। জার্মানিতেই জন্ম আর বড় হওয়া তাই ইন্দ্রনীল বেশ ফর্সা আর ওর আদব কায়দা একদম ভিন্ন। কোলকাতার ঠাণ্ডা যেন ওর কাছে শরত কাল। একটা বারমুডা আর গেঞ্জি পরে সোফায় বসে ওর জন্য অপেক্ষা করছিল। দেবায়নের মতন সুঠাম আর লম্বা না হলেও বেশ পোক্ত ছেলে আর দেবায়নের চেয়ে গায়ের রঙ অনেক ফর্সা। অনুপমা একবার আপাদমস্তক নিরীক্ষণ করে, ছেলেদের গায়ের রঙ এত ফর্সা হলে মানায় না, কামানো গাল দুটো লালচে, মনে মনে ভাবে এ আবার কি, মেয়েদের মতন রুজ অথবা ব্লাশার মেখেছে নাকি?
অনুপমাকে দেখে হাত বাড়িয়ে অভিবাদন জানায় ইন্দ্রনীল, ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বলে, “অনেক দিন পরে দেখা হল তোমার সাথে।”
অনুপমা হাত মিলিয়ে বলে, “হ্যাঁ অনেকদিন পরে। কিন্তু তোমারতোআগামী কাল সকালে আসার কথা ছিল?”
ইন্দ্রনীল বলে, “হ্যাঁ, একদিন দিল্লীতে স্টে ছিল আমার। সেটা আর করলাম না তাই সোজা এখানে চলে এলাম।”
অনুপমা বলে, “তা এখানে কোথায় উঠেছো?”
ইন্দ্রনীল বলে, “গত বার বাবা এসে টালিগঞ্জে একটা ফ্লাট কিনে ছিল, বর্তমানে সেখানেই থাকবো।”
অনুপমা বলে, “বাড়ির সবাই ভালো? আঙ্কেল, আন্টি আর গার্গীদি?”
ইন্দ্রনীল বলে, “বাড়ির সবাই ভালো আছে। দিদি সুইডেনে চলে গেছে।”
অনুপমা হেসে জিজ্ঞেস করে, “তুমি হঠাৎ জার্মানি ছেড়ে এখানে এলে চাকরি করতে? নিজের ইচ্ছায় না আঙ্কেলের ইচ্ছায়?”
ইন্দ্রনীল হেসে ফেলে, “বাবা মায়ের ইচ্ছে শেষ বয়সে দেশে ফিরে আসার। আমার সেই রকম বিশেষ ইচ্ছে নেই। বুঝতেই পারছ, ছোটো বেলা থেকে ফ্রাংকফারটে বড় হয়েছি, আমি কি করে এখানে থাকব? তখন সোমেশ আঙ্কেল বলল যে তোমার অফিসে নাকি একজন ইন্টারন্যাশানাল মার্কেটিংয়ের জন্য পোস্ট খালি আছে। সেটা হলে সবার কথা রাখা হয়।”
অনুপমা বলে, “হ্যাঁ বাবাও ঠিক সেই কথাই বলছিল।”
ইন্দ্রনীল, “আন্টির কাছে শুনলাম যে আঙ্কেল আর তোমার ফিয়ান্সে বিজনেস টুরে গেছে।”
অনুপমা লাজুক হেসে বলে, “হ্যাঁ, ওদের ফিরতে দেরি।”
ইন্দ্রনীল বলে, “কি নাম তোমার ফিয়ান্সের?”
অনুপমা বলে, “মিস্টার দেবায়ন বসাক।”
ইন্দ্রনীল মজা করে বুক ধরে বলল, “ইসসস একটুর জন্য হাত ছাড়া হয়ে গেলে তুমি।”
অনুপমা হেসে ফেলে, “হয়ত সাত বছর আগে প্রোপস করলে একটা চান্স পেতে। এখন গুড়ে বালি”
গুড়ে বালি কথাটা ঠিক বুঝতে পারলো না ইন্দ্রনীল, না বুঝেই হেসে বলে, “আর বোলো না, তখন ক্লডিয়ার পেছনে পাগল ছিলাম।”
অনুপমা হেসে জিজ্ঞেস করে, “ক্লডিয়ার কি হলো তাহলে?”
ইন্দ্রনীল হাসিতে ফেটে পড়ে, “ক্লডিয়ার আর কি হবে, বহাল তবিয়েতে আছে এরিকের সাথে।”
অনুপমা বলে, “আচ্ছা, তার পরে তোমার কটা গার্ল ফ্রেন্ড হল?”
ইন্দ্রনীল, “না না, এখন একটাই আছে। মনিক দেলাকরিক্স, জার্নালিস্ম নিয়ে লন্ডনে পড়ছে।”
অনুপমা নিজের ঘরে যাবার জন্য পা বাড়ায়, “চল অনেক রাত হয়ে গেছে। কাল সকালে তাহলে অফিসে দেখা হবে।”
ইন্দ্রনীল জিজ্ঞেস করে, “এই একটু কথা ছিল তোমার সাথে?”
অনুপমা জিজ্ঞেস করে, “কি কথা?”
ইন্দ্রনীল বলে, “মানে অফিসের কথা, কাজের কথা এই আর কি।”
অনুপমা একটু হেসে বলে, “অফিসের কথা কাল অফিসে হবে। এখন শুতে যাও। কাল সকালে ব্রেকফাস্টের পরে অফিসে চলে যেও আমার যেতে একটু দেরি হয়। আমি পায়েল কে কলেজে পৌঁছে তবে অফিসে যাই। বাড়িতে দু দুটো গাড়ি, যেকোনো একটা গাড়ি নিয়ে অফিসে চলে যেও। আমি দীপঙ্করদা কে আগে থেকে বলে রেখেছি তোমার ব্যাপারে। আমি এলে বাকি কথা বলবো।”
ইন্দ্রনীল কিছু না বলে গেস্টরুমে ঢুকে গেল। উপরে উঠতে উঠতে পারমিতা মেয়েকে জিজ্ঞেস করে, “কি ব্যাপার তোর মুড খারাপ নাকি? এত বছর পরে ওর সাথে দেখা একটু কথা বলা নেই গল্প করা নেই।”
অনুপমা ম্লান হেসে বলে, “তুমি শুতে যাও মা। কার সাথে কি ভাবে কথা বলতে হয় কাকে কতটা চড়াতে হয় আমার জানা আছে।”
পারমিতা এই কয়দিনে বুঝে গেছে যে মেয়ে আর সেই ছোটো মেয়েটি নেই, সে এখন পরিণত পরিপক্ক হয়ে উঠেছে, রোজ অনেক লোকের সাথে মেশে, অনেকের সাথে কথা বলে। অনুপমা রুমে ঢুকে দেখে যে পায়েল আর অঙ্কন ওর পড়ার টেবিলে পাশাপাশি বসে কিছু ছবি দেখছে।