01-10-2020, 01:32 PM
৩৮ পর্ব
হা বলুন এবার কি বলতে চান,কমলেশ মুখার্জী কথাটা বললো মহিলাটিকে।
কমলেশ মুখার্জীর কথায় মহিলাটিও নড়ে চড়ে বসে নিজেকে প্রস্তুত করে নিলো,তারপর শুরু করলো দেখুন মুখার্জী বাবু আমি আপনার সম্পকে সব জেনে শুনেই এখানে এসেছি।আপনার দলটা যেমনই হোক আপনি মানুষ হিসাবে অতান্ত ভালো প্রকৃতির রাজনীতি করতে যতোটুকু মিথ্যা বলতে হয়,এর বেশি আপনি বলেন না। ডাক্তারী পাশ করলেও আপনি প্রথম জীবনে পেশায় ছিলেন একজন শিক্ষক,তাও আবার ইতিহাস পড়াতেন, মানে সাইন্সের ছাএ ইতিহাসের শিক্ষক। এবং একই সাথে আপনি বড় কোন হসপিটাল বা ক্লিনিক এ চাকুরী না নিয়ে নিজ্বস চেম্বার খোলেন,এবং সেখানে গরীব রোগীদের আপনি ফ্রীতে চিকিৎসা দিতেন। তারপর একসময় রাজনীতে নামেন আপনার ধারনা এতে মানব সেবার পথ আরো প্রসূত হবে। কিন্তু হলো উল্টো,দলে যোগ দিলেন ঠিকই কিন্তু আপনার ভাল মানুষী দিয়ে তো আর দল চলবেনা। তাই একসময় আপনি কোন ঠাঁসা হয়ে যান দলের ভিতর, কিন্তু আপনি হাল ছাড়েননি ,একসময় সব কিছুর সাথে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে শুরু করেন,আর আজ আপনি এ রাজ্যর বিরোধীদলের থেকে মূখ্যমন্ত্রী হবার অন্যতম দাবীদার। কি মুখার্জী বাবু ভুল বলছি নাকি!!??
কমলেশ মুখার্জীর মুখে কোন কথা আসেনা,অবাক হয়ে শুধু শুনতে ছিলো মহিলার কথা,কে এই মহিলা যে তার সব কিছু খোঁজ খবর করে এসেছে। আর কেন এসেছে।
মহিলাটি আবার বললো কি ব্যাপার কিছু ভুল বললাম নাকি?? না আপনি ঠিকই বলছেন ,কিন্তু,,!
মুখার্জী বাবু আর বলতে পারলেন না কারণ তখন মহিলাটি হাত উঁচু করে তাকে থামতে বললেন। কিন্তু টা পরে বলেন মুখার্জী বাবু আগে আমাকে শেষ করতে দিন। হয়ত আপনার কিন্তুর উত্তর ও পেয়ে যাবেন। দেখুন মুখার্জী বাবু আমি কোন মাফিয়া বা রাজনৈতিক দলের সদস্য না। আমার এখানে আসার পিছনে অব্যশই আমার একটা লাভ জনক উদ্দেশ্য আছে। কিন্তু তাই বলে আমি অসৎ কাজ করতে পারবো না বা চাই না। দেখুন দলের লোকজন আপনাকে যা ভাবে ভাবুক কিন্তু আমি জানি আপনি মানুষটা ভিতরে একই আছেন। দেশ সেবার ব্রতী নিয়ে বিয়েটাও করেননি। বিগত দু টাম আপনার নেতৃত্বে দল ভোট করেছে কিন্তু জিততে পারেননি। এবার ও যদি অমন হয় তো দলের এই জায়গাটাতে থাকা তে আপনার পক্ষে সম্ভব না সেটা আপনিও ভালো করে জানেন। কিন্তু আপনার কিছু করার নেই বাঙ্গালী জাতী সারা বছর ভালোর সাথে থাকতে চাইলেও ভোটের আগে দু টাকার বিড়ি আর এক কাপ চা ফ্রী পেলে ভোটটা খারাপদের দলে দিতেও পিছপা হয়না। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি আপনি এবার মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু ছোট একটা খারাপ কাজ করতে হবে।
এতোক্ষণ পর কমলেশ মুখার্জী বলে উঠলেন কি কাজ ? উত্তেজনায় উনি কাঁপছেন ।
মহিলাটি শান্ত ভাবে বললেন,,,খুন !!
ওয়াট!! মুখার্জী বাবু চেয়ার ছেড়ে উঠে বসলেন। আপনি আমাকে খুন করতে বলছেন??
মহিলাটি আবারও শান্ত ভাবে বললো কুল মুখার্জী বাবু কুল!! সেটা নাও করা লাগতে পারে আমি শুধু হতে পারের কথা বলছি। কিংবা একটু ছলনা করাতেই সব হয়ে যাবে।
এই যে আপনি বললেন কোন অসৎ কাজ করবেন না??
মহিলাটি এবার মৃদ হেঁসে বললো শুনুন মুখার্জী বাবু ভগবান শ্রী কৃষ্ণ কুরুক্ষেএের যুদ্ধের সময় অর্জুনে যখন গীতা জ্ঞান প্রদান করেন তখন উনি একটা কথাও বলেছিলেন। জানেন কি সেটা কি ?
দু পাশে মাথা নাঁড়ালো মুখার্জী বাবু।
তবে শুনুন উনি অজুন কে প্রয়োজনে ছলনা বা মিথ্যার আশ্রয়ও নিতে বলেন,অর্জুন রাজী না হলে তখন উনি বলেন। একটা মিথ্যা বা ছলনার দ্বারা যদি সমস্ত জগৎ সংসারের কল্যাণ হয়,তাহলে তখন সেই ছলনা সয়ং ধর্ম হয়ে যায়।
আর আমি জানি মুখার্জী বাবু আপনি ক্ষমতায় গেলে রাজ্যর উন্নতি হবেই কারণ আপনার ভিতর সেই ইচ্ছা শক্তিটা আছে।তার জন্য একটা খুন বা ছলনা এ এমন কি কঠিন ব্যাপার।
মুখার্জী বাবু মহিলার কথা শুনে তাজ্জব বনে গেল তার এতো বছরের ক্যারিয়ারে তিনি নিজেও এভাবে ভাবেন কি। আর মহিলা তো ভুল কিছু বলছেনা। ভালোর জন্য অব্যশই একটু খারাপের প্রয়োজন আছে। আরো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন,তো এর জন্য আপনার কি চাই??
মহিলার চোখ দুটো এবার রক্তজবার মত লাল হয়ে গেল, প্রতাব হাজার, মন্ত্রী মহাদয়ের খাস লোক!!
প্রতাপ হাজরা!! তাকে দিয়ে আপনি কি করবেন ?
সেটা আপনার না জানলেও চলবে। শুধু বলুন আপনি রাজি কিনা আমার প্রস্তাবে ?? মহিলাটি বললো।
হা আমি রাজি কিন্তু কিভাবে কি করবেন ? মুখার্জী বাবু বললেন। সেটা আমি সময় মতো আপনাকে জানাবো,আমি দু দিন পর আবার আসবো। এখন চলি আমি বলেই মহিলাটি চলে যেতে উদ্যত হতেই ,কমলেশ মুখার্জী বললো কিন্তু আপনার নামটা? মহিলাটি আবারও মৃদ হেসে নরম সুরে বললো সেটা না হয় দু দিন পরেই জানবেন। বলে মহিলাটি বেড়িয়ে গেল। কমলেশ মুখার্জী বসে বসে শুধু ভেবে চলেছে যা ঘটতে চলেছে সেকি সত্যি নাকি শুধু শুধু ঢপের কৃতন করে গেলো! কিন্তু মহিলাটি দেখে তেমনটা মনে হলো না।
হা বলুন এবার কি বলতে চান,কমলেশ মুখার্জী কথাটা বললো মহিলাটিকে।
কমলেশ মুখার্জীর কথায় মহিলাটিও নড়ে চড়ে বসে নিজেকে প্রস্তুত করে নিলো,তারপর শুরু করলো দেখুন মুখার্জী বাবু আমি আপনার সম্পকে সব জেনে শুনেই এখানে এসেছি।আপনার দলটা যেমনই হোক আপনি মানুষ হিসাবে অতান্ত ভালো প্রকৃতির রাজনীতি করতে যতোটুকু মিথ্যা বলতে হয়,এর বেশি আপনি বলেন না। ডাক্তারী পাশ করলেও আপনি প্রথম জীবনে পেশায় ছিলেন একজন শিক্ষক,তাও আবার ইতিহাস পড়াতেন, মানে সাইন্সের ছাএ ইতিহাসের শিক্ষক। এবং একই সাথে আপনি বড় কোন হসপিটাল বা ক্লিনিক এ চাকুরী না নিয়ে নিজ্বস চেম্বার খোলেন,এবং সেখানে গরীব রোগীদের আপনি ফ্রীতে চিকিৎসা দিতেন। তারপর একসময় রাজনীতে নামেন আপনার ধারনা এতে মানব সেবার পথ আরো প্রসূত হবে। কিন্তু হলো উল্টো,দলে যোগ দিলেন ঠিকই কিন্তু আপনার ভাল মানুষী দিয়ে তো আর দল চলবেনা। তাই একসময় আপনি কোন ঠাঁসা হয়ে যান দলের ভিতর, কিন্তু আপনি হাল ছাড়েননি ,একসময় সব কিছুর সাথে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে শুরু করেন,আর আজ আপনি এ রাজ্যর বিরোধীদলের থেকে মূখ্যমন্ত্রী হবার অন্যতম দাবীদার। কি মুখার্জী বাবু ভুল বলছি নাকি!!??
কমলেশ মুখার্জীর মুখে কোন কথা আসেনা,অবাক হয়ে শুধু শুনতে ছিলো মহিলার কথা,কে এই মহিলা যে তার সব কিছু খোঁজ খবর করে এসেছে। আর কেন এসেছে।
মহিলাটি আবার বললো কি ব্যাপার কিছু ভুল বললাম নাকি?? না আপনি ঠিকই বলছেন ,কিন্তু,,!
মুখার্জী বাবু আর বলতে পারলেন না কারণ তখন মহিলাটি হাত উঁচু করে তাকে থামতে বললেন। কিন্তু টা পরে বলেন মুখার্জী বাবু আগে আমাকে শেষ করতে দিন। হয়ত আপনার কিন্তুর উত্তর ও পেয়ে যাবেন। দেখুন মুখার্জী বাবু আমি কোন মাফিয়া বা রাজনৈতিক দলের সদস্য না। আমার এখানে আসার পিছনে অব্যশই আমার একটা লাভ জনক উদ্দেশ্য আছে। কিন্তু তাই বলে আমি অসৎ কাজ করতে পারবো না বা চাই না। দেখুন দলের লোকজন আপনাকে যা ভাবে ভাবুক কিন্তু আমি জানি আপনি মানুষটা ভিতরে একই আছেন। দেশ সেবার ব্রতী নিয়ে বিয়েটাও করেননি। বিগত দু টাম আপনার নেতৃত্বে দল ভোট করেছে কিন্তু জিততে পারেননি। এবার ও যদি অমন হয় তো দলের এই জায়গাটাতে থাকা তে আপনার পক্ষে সম্ভব না সেটা আপনিও ভালো করে জানেন। কিন্তু আপনার কিছু করার নেই বাঙ্গালী জাতী সারা বছর ভালোর সাথে থাকতে চাইলেও ভোটের আগে দু টাকার বিড়ি আর এক কাপ চা ফ্রী পেলে ভোটটা খারাপদের দলে দিতেও পিছপা হয়না। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি আপনি এবার মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু ছোট একটা খারাপ কাজ করতে হবে।
এতোক্ষণ পর কমলেশ মুখার্জী বলে উঠলেন কি কাজ ? উত্তেজনায় উনি কাঁপছেন ।
মহিলাটি শান্ত ভাবে বললেন,,,খুন !!
ওয়াট!! মুখার্জী বাবু চেয়ার ছেড়ে উঠে বসলেন। আপনি আমাকে খুন করতে বলছেন??
মহিলাটি আবারও শান্ত ভাবে বললো কুল মুখার্জী বাবু কুল!! সেটা নাও করা লাগতে পারে আমি শুধু হতে পারের কথা বলছি। কিংবা একটু ছলনা করাতেই সব হয়ে যাবে।
এই যে আপনি বললেন কোন অসৎ কাজ করবেন না??
মহিলাটি এবার মৃদ হেঁসে বললো শুনুন মুখার্জী বাবু ভগবান শ্রী কৃষ্ণ কুরুক্ষেএের যুদ্ধের সময় অর্জুনে যখন গীতা জ্ঞান প্রদান করেন তখন উনি একটা কথাও বলেছিলেন। জানেন কি সেটা কি ?
দু পাশে মাথা নাঁড়ালো মুখার্জী বাবু।
তবে শুনুন উনি অজুন কে প্রয়োজনে ছলনা বা মিথ্যার আশ্রয়ও নিতে বলেন,অর্জুন রাজী না হলে তখন উনি বলেন। একটা মিথ্যা বা ছলনার দ্বারা যদি সমস্ত জগৎ সংসারের কল্যাণ হয়,তাহলে তখন সেই ছলনা সয়ং ধর্ম হয়ে যায়।
আর আমি জানি মুখার্জী বাবু আপনি ক্ষমতায় গেলে রাজ্যর উন্নতি হবেই কারণ আপনার ভিতর সেই ইচ্ছা শক্তিটা আছে।তার জন্য একটা খুন বা ছলনা এ এমন কি কঠিন ব্যাপার।
মুখার্জী বাবু মহিলার কথা শুনে তাজ্জব বনে গেল তার এতো বছরের ক্যারিয়ারে তিনি নিজেও এভাবে ভাবেন কি। আর মহিলা তো ভুল কিছু বলছেনা। ভালোর জন্য অব্যশই একটু খারাপের প্রয়োজন আছে। আরো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন,তো এর জন্য আপনার কি চাই??
মহিলার চোখ দুটো এবার রক্তজবার মত লাল হয়ে গেল, প্রতাব হাজার, মন্ত্রী মহাদয়ের খাস লোক!!
প্রতাপ হাজরা!! তাকে দিয়ে আপনি কি করবেন ?
সেটা আপনার না জানলেও চলবে। শুধু বলুন আপনি রাজি কিনা আমার প্রস্তাবে ?? মহিলাটি বললো।
হা আমি রাজি কিন্তু কিভাবে কি করবেন ? মুখার্জী বাবু বললেন। সেটা আমি সময় মতো আপনাকে জানাবো,আমি দু দিন পর আবার আসবো। এখন চলি আমি বলেই মহিলাটি চলে যেতে উদ্যত হতেই ,কমলেশ মুখার্জী বললো কিন্তু আপনার নামটা? মহিলাটি আবারও মৃদ হেসে নরম সুরে বললো সেটা না হয় দু দিন পরেই জানবেন। বলে মহিলাটি বেড়িয়ে গেল। কমলেশ মুখার্জী বসে বসে শুধু ভেবে চলেছে যা ঘটতে চলেছে সেকি সত্যি নাকি শুধু শুধু ঢপের কৃতন করে গেলো! কিন্তু মহিলাটি দেখে তেমনটা মনে হলো না।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!