12-03-2019, 01:06 AM
উফ্ দাদা! আপনি সত্যিই একটা জিনিস! পুরো সপ্তাহের অপেক্ষার পর যা দিলেন না! তবে আরও ছটফটে লাগছে সামনে যা দিবেন সেটা অনুমান করে। দাদা সজীবের সাথে আসল রসায়ন যে এ গল্পে মনোয়ারা তা বুঝতে পারলেও ঝুমা মালটাকে আপনি এখানে যেই কেমিস্ট্রি দিচ্ছেন, তাতে ওর প্রতি আগ্রহটা সবার একটু আলাদাই জাগছে! তবে মনোয়ারা-সজীব-ডলি এই ত্রয়ীতে যে একটা ভাল কিছু আসতে চলেছে তা বেশ বুঝতে পারছি! তবুও মনে হচ্ছে নাঈমা নাবিলাও খুব একটা দূরে নয়, কী বলেন? আর রূবা-সজীব-জবার সিকোয়েন্সটাও যে খুব নিকটবর্তী তা তো আমাদের ক্ষুদ্র দিব্যদৃষ্টিতে দেখতেই পাচ্ছি! তবে মনে হচ্ছে রবিন মামার সাথে আমাদের (মানে সজীবের) একটা ভায়োলেন্স ঘটতে চলেছে অচিরেই!!