30-09-2020, 03:48 PM
(29-09-2020, 04:46 PM)pinuram Wrote: চলবে গুরু চলবে, এই ত চাই। প্রেমে ঝগড়া হবে মারামারি হবে তবেই না প্রেম বাড়বে। তবে কি জানো, ভালোবাসা হচ্ছে ঘুড়ির মতন, ঘুড়ি উড়বে উন্মুক্ত আকাশে, পাক খাবে হাওয়ার সাথে লাট খাবে অন্য ঘুড়ির সাথে কিন্তু লাটাইয়ের সুতোর টানে ঘুড়িকে ফিরে আসতে হয় সেই লাটাইয়ের টানে। মাঞ্জা ঠিক থাকলেই হল তাহলে অন্য ঘুড়ির সাথে লাট খেলেও ভো কাট্টা হয়ে যাওয়ার ভয় নেই। তাই বলি ভাই, মাঞ্জা কর শক্ত !!!!!!
তোমার কথা মনে রাখবো বস ! কাল রাতেই তো, শোওয়ার আগে জানলা বন্ধ করলো কারণ জানলার বাইরে কাছেই একটা বড়ো মতো গাছ আছে, সেটার দিকে তাকালে নাকি অন্ধকারে ওর ভুতের ভয় লাগে ! আমি ইয়ার্কি করে বললাম, ভালো তো, জানলা খোলা রাখি যদি এক আধটা পেত্নী ঢোকে ঘরে

ব্যস অমনি রেগে গেল, বলে তোমার সাথে কথা নেই, এখন মায়াবী পেত্নীদের পছন্দ তোমার তাই না? আমি অবস্থা সামাল দিতে বললাম, তোমার মতো মিষ্টি পরী থাকতে খামোকা পেত্নী চাই কেন? বলে, তোমার তো পরীও চাই আবার পেত্নীও চাই। আজ সকালেও মুখ গোমড়া করে ছিল, থমথমে পরিবেশ। সারা ঘর হেসে খেলে নেচে বেরিয়ে মাতিয়ে রাখতো কিন্তু আজ পুরো চুপচাপ অস্বস্তিকর নীরবতা। তারপর ওর প্ৰিয় চাউমিন বানিয়ে ওর কাছে নিয়ে গিয়ে ক্ষমা টমা চেয়ে প্রেমের কথা বলে অবশেষে রাগ ভাঙ্গালাম ! কোনো মেয়ের সঙ্গে যদি একটু হেসে কথা বলি বা আদিরসাত্মক ইয়ার্কি করি তো ব্যস, অমনি অভিমান হয়ে যাবে ওর - এতটাই পসেজিভ !