Thread Rating:
  • 28 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
পাপ কাম ভালবাসা
Big Grin 
দ্বাবিংশ পর্ব (#02)

মিস্টার সেন মাথা ঠাণ্ডা করে বলেন, “মিতা, তুমি কুড়ি বছর টাকার বিছানায় শুয়ে এসেছ। প্রত্যেক মাসে তোমার, মেয়ের আর ছেলের শপিংয়ে কত টাকা যায়, তার হিসাব রেখেছ কোনদিন? ষাট থেকে সত্তর হাজার, কি কর? কোনদিন তোমার কিটি পার্টি থাকে তোমার বান্ধবীদের নিয়ে, অনুর বায়না থাকে, অঙ্কনের বায়না থাকে। তুমি আর অনু, একটা ড্রেস কতদিন পর? বড়জোর তিন থেকে চারবার, তারপরে তোমাদের ফ্যাসান বদলে যায়। এত বছর ধরে এই সব করে এসেছ, একদিনে বদলে নিতে পারবে নিজেদের অভ্যেস? কিছুদিন ভালো লাগবে তারপরে নাভিশ্বাস উঠবে তোমাদের। এই বছরে লন্ডন যাওয়া হয়নি বলে তোমার মুখ গোমড়া।”
পারমিতা চোয়াল শক্ত করে বলে, “আমার বাবা অনেক বড়োলোক ছিলেন, আমিও খুব সুখেই মানুষ হয়েছিলাম। তুমি যখন বিয়ে কর, তখন আমাকে নিয়ে জম্মুতে কেমন রেখেছিলে? মনে আছে সেই কথা। দুটো রুমের ছোটো একটা বাড়ি, গাড়ি ছিল না আমাদের, তাও তোমার সাথে আমি ছিলাম। এই কোম্পানি বিক্রি করে সেই টাকা দিয়ে অন্য কিছু করলে হয়। তুমি বলেছিলে যে দেবায়ন আর অনুকে সফটওয়্যার কোম্পানি খুলে দেবে। সেই টাকা নাকি তোমার কাছে আগে থেকেই আছে। তুমি বড় মিথ্যুক, তুমি প্রতারক।”
কেঁদে ফেলে পারমিতা, “সত্যি বলতে দেবায়ন যেদিন আমাকে বলল সব ঠিক করে দেবে সেদিন ভরসা হয়েছিল ওর কথা শুনে।”
দেবায়নের দিকে তাকিয়ে বলে, “তুমি টাকার লোভে সব কিছু বেচে দিয়েছ? তুমি সোমেশের সাথে মিশে গেছ? অনু জানেনা নিশ্চয় এই সব ব্যাপার।”
দেবায়ন আর মিস্টার সেন দুইজনে মুক হয়ে পারমিতার কথা শুনে যায়। পারমিতা চোখের জল মুছে বলে, “কি চাও তোমরা? সোমেশ আমাকে যে পথে নামিয়েছে, সেই পথে আমার মেয়ে হাঁটবে না। তুমি সোমেশের সাথে বিজনেস করতে পারো দেবায়ন। অনুকে আমি সব জানিয়ে দেব সেই সাথে আমি দেবশ্রীদি কে সব কথা বলে দেব।”
দেবায়ন দোটানায় পরে যায়, একদিকে মিস্টার সেন একদিকে পারমিতা। মিস্টার সেনের কথার খেলাপ করলে সফটওয়্যার কোম্পানির স্বপ্ন ভেঙ্গে চুরমার, পারমিতার কথার খেলাপ করলে মাকে অনুপমাকে ওর বিরুদ্ধে করে দেবে। যদি পারমিতা একবার মাকে সবকথা বলে দেয় তাহলে ওর মা দুঃখে শোকে ঘৃণায় বিতৃষ্ণায় মারা যাবে। কথাটা ভাবতেই দেবায়নের শরীর ঠাণ্ডা হয়ে যায়। ওর জীবনের একমাত্র স্থম্ভ ওর মা যদি ওর পাশে না থাকে তাহলে ওর মৃত্যু বরণ করে নেওয়া ভালো। মিস্টার সেন আর পারমিতা দুইজনকেই ঠাণ্ডা করতে হবে নাহলে বড় বিপদ।
দেবায়ন মাথা ঠাণ্ডা করে, পারমিতাকে বলে, “আমি কথা দিচ্ছি, তোমার কিছু হবে না। তোমাকে আর অনুকে আমি এই সব থেকে আড়াল করে রাখব। এতদিন তোমাকে যা কিছু পোহাতে হয়েছে সেই থেকে তুমি মুক্ত, কাকিমা। অনুকে কোনদিন আমি সেই পথে নিয়ে যাবো না, যেখানে চলতে চলতে নিজের চোখে আমাকে ছোটো হয়ে যেতে হয়। তুমি কাকুকে তোমার স্বত্বা লিখে দাও, আমি আর কাকু যা করার করব। তোমার আর অনুর গায়ে এর আঁচ পর্যন্ত আসবে না।”
পারমিতা জল ভরা চোখে দেবায়নকে জিজ্ঞেস করে, “তুমি অনুকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে পারো? তোমার কাকুকে একবিন্দু আর বিশ্বাস হয় না আমার। ভেবেছিলাম হয়ত সব ছেড়ে দেবে। মিস্টার সোমেশ সেন কুকুরের লেজ, কখন বদলাতে পারে না।”
দেবায়ন বুক ভরে শ্বাস নিয়ে বলে, “হ্যাঁ। নিজের উপরে আমার সেই বিশ্বাস আছে। তুমি অনুকে ডাকো, তোমাদের সামনে কথা হয়ে যাবে।”
পারমিতা চোখের জল মুছে বলে, “তুমি বলে বিশ্বাস করলাম, তবে এই শেষবারের মতন। মনে রেখ, আমি যে পথে গেছি যদি আমার মেয়েকে সেই পথে টেনেছ তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না।”
মিস্টার সেন ক্ষুদ্ধ হয়ে বলেন, “দেখো মিতা, আমি তোমাকে বলেছিলাম সব ছেড়ে দেব। কিন্তু চাকরির টাকায় তোমার এই বিদেশ ভ্রমন, তোমাদের এই প্রতিমাসের শপিং। আজকে এর পার্টিতে দশ হাজারের উপহার দেওয়া, কাল পিসি চন্দ্রে গিয়ে সোনার আর হীরের গয়না কেনা, সেই সব কি করবে? অত সহজ নয় এতদিনের অভ্যাস বদলান। আমি আর দেবায়ন যখন বলেছি যে সব কিছু থেকে তোমাকে, অনুকে দুরে সরিয়ে রাখব তাতে তোমার আপত্তি কোথায়? আগের অবস্থা অন্য রকমের ছিল, এখন সেই অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। তোমাকে কিছু করতে হবে না। শুধু তুমি আমাকে এই কোম্পানির স্বত্বা লিখে দাও।”
পারমিতা কিছুক্ষণ চুপ থেকে বলে, “এবারে কি চাও তুমি? আমি গোয়া যাবো পরমিতের সাথে কথা বলতে? পরমিতের সাথে তুমি ইতিমধ্যে কথাবার্তা সেরে ফেলছ, আবার আমার কি দরকার?”
মিস্টার সেন, “তুমি এখন পর্যন্ত সি.এম.ডি, তোমার সাক্ষর চাই ওর ট্রান্সফার কাগজে। আর তুমি জানো পরের সপ্তাহে আমাকে ফ্রাংকফারট যেতে হবে। তাই তোমার গোয়া যাওয়া খুব দরকার।”
পারমিতা বলে, “মনে রেখ এই শেষ। তবে আমি একা যাবো না, দেবায়ন আমার সাথে গোয়া যাবে।”
মিস্টার সেন, “আমি আগে থেকে জানতাম। ওই আমার ম্যান ফ্রাইডে। আমি দেবশ্রীদি কে আগে থেকে বলে রেখেছি সেই ব্যাপারে। চিন্তা নেই, দেবায়ন যাবে তোমার সাথে গোয়া।”
দেবায়ন কিছু বলতে যাবার আগেই মিস্টার সেন ম্লান হেসে বলে, “আমি খুব দুঃখিত দেবায়ন। মানে গত রাতে তোমার কাকিমার সাথে এই সব নিয়ে এত বসচা হয় যে তারপরে আমার আর মাথায় ছিল না এই বিষয়ে তোমার সাথে কথা বলার। প্লিস মানা করো না। আমি গেলেই মিস্টার হেরজোগের ইনভেস্টমেন্টের টাকা এসে যাবে। তারপরের পরিকল্পনা পরে করব, তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাক তারপরে।”
কথা শেষ হয়ে যাবার পরে পারমিতা সোফা থেকে উঠে বলে, “যত তাড়াতাড়ি পারো গোয়া যাবার ব্যাবস্থা কর। যা করার আমি কিন্তু কিছু করব না। তুমি দেবায়নকে বুঝিয়ে দেবে কি করতে হবে। ও যেখানে বলবে সেখানে আমি সাইন করে ওর হাতে ফাইল দিয়ে দেব। যদি তাতে পরমিত ওর ভাগ ছাড়তে চায় ভালো। না চাইলে উপায় তোমরা দুইজনে ভাববে। আমার কাছে একদম আসবে না।”
পারমিতা চলে যায় নিজের ঘরে। মিস্টার সেন আর দেবায়ন পরস্পরের মুখের দিয়ে তাকিয়ে চুপচাপ হুইস্কির গ্লাসে চুমুক দেয়। পারমিতা চলে যাবার পরে মিস্টার সেন মাথা নেড়ে হেসে বলেন, “উফফফ বড় ঝড়, বুঝলে দেবায়ন। ক্লায়েন্টের চেয়ে বেশি শক্ত হল বাড়ির লোকেদের বুঝানো। তুমি কি ভাবছ?”
দেবায়ন, “মিস্টার পরমিত ধিলনের সাথে কি কথা হয়ে গেছে?”
মিস্টার সেন, “হ্যাঁ পরমিতের সাথে কথা হয়ে গেছে। পরমিতের সম্বন্ধে একটু জানিয়ে দেই তোমাকে। কুড়ি বছর আগে দাদাকে পঞ্চাস লাখ টাকা দিয়েছিল পরমিত। সেই সময়ে কুড়ি শতাংশ কিনে নেয়। পরে সময় মতন আরো টাকা দিয়েছে। সব কিছুর হিসেব নিকেশ আছে আমার কাছে, কবে কত টাকা ও আমাকে দিয়েছে আর ওর সময়ে সময়ে কত টাকা পেয়েছে। কোম্পানির বর্তমান মুল্য অনুযায়ী যা ওর হয় তার চেয়ে বেশি পেয়ে যাবে। পরমিত পাঞ্জাবী, ঘাঘু ব্যাবসাদার, তবে কুকুর প্রকৃতির লোক, টাকা খুব ভালো চেনে। ও ছেড়ে দিতে রাজি, চল্লিশের জায়গায় ওকে যদি পঁয়তাল্লিশ দেওয়া হয় তাহলে ও ছেড়ে সাইন করবে কাগজে। পাঁচ কোটির জন্য আমি পারমিতাকে আর জড়াতে চাই না। পরমিত তোমাকে কথায় ভুলিয়ে কিন্তু জানতে চাইবে এই শেয়ার কিনে আমরা কি করব। তুমি ওকে বিশেষ কিছু বলতে যাবে না আমাদের এই সব পরিকল্পনার ব্যাপারে। তুমি বিচক্ষণ মনে হয় না আমাকে আর কিছু তোমাকে শিখিয়ে দিতে হবে। তুমি শুধু একটু পারমিতাকে দেখো, ব্যাস।”
দেবায়ন জিজ্ঞেস করে, “কিন্তু আপনি যে কাকিমাকে কিছু জানাননি সেটা ভেবে বড় খারাপ লাগছে। আপনার অন্তত কাকিমাকে জানানো উচিত ছিল।”
মিস্টার সেন হেসে বলেন, “মেয়েরা একটু বেশি সংবেদনশীল হয়, দেবায়ন। তোমাকে সেদিন বলেছিলাম মিতা আর অনু, দুইজনে গরু। ওদের ঘাস দাও অতেই ওরা খুশি। তুমি বাঘ, তোমাকে জানতে হবে কখন তুমি হরিণ শিকার করবে, কখন তুমি গরু শিকার করবে আর কখন তুমি কুকুর কে তাড়া করবে।”
দেবায়ন বাঁকা হেসে বলে, “তাহলে নিবেদিতা ম্যামের কি হচ্ছে?”
মিস্টার সেন, “ও তা আমি ঠিক ভেবে নেব, চিন্তা করো না। তুমি সোমবারে গোয়া যাবার প্রস্তুতি নাও। আমি ডোনা সিলভিয়া রিসোর্টে রুম বুক করে দেব তোমাদের জন্য।”
মিস্টার সেন উঠে পড়েন। দেবায়ন বেশ কিছুক্ষণ চুপচাপ বসার ঘরে বসে থাকে। কথায় আলোচনায় রাত বারোটা বেজে গেছে। এবারে শুয়ে পরা উচিত। উপরে নিশ্চয় পারমিতা এখন ঘুমায় নি, অনুপমার রুমে এই রাতে যাওয়া ঠিক হবে না। গেস্টরুমে ঢুকে জামা প্যান্ট বদলে অনুপমাকে একটা কল করে দেবায়ন। বেশ কিছুক্ষণ পরে অনুপমা নেমে আসে ওর ঘরে। বিছানায় চুপচাপ বসে দেবায়ন, অনুপমার দিকে এক ভাবে তাকিয়ে থাকে। ওর চোখের চাহনি দেখে অনুপমা বুঝে যায় যে বেশ প্যাঁচে জড়িয়ে পড়েছে ওর সাথী।
অনুপমা দেবায়নের সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে আদর করে বলে, “ঘুমাবে না?”
দেবায়ন জিজ্ঞেস করে, “তুমি কিছু জানতে চাইলে না যে আমাদের আলোচনার ব্যাপারে।”
অনুপমা, “সব কিছু তোমার অপরে। তুমি যা জানাতে চাইবে সেটা জানব, আর তাতেই বিশ্বাস করব আমি।”
দেবায়ন এক এক করে সব কথা জানায় অনুপমাকে। অনুপমা ওর পাশে বসে ওর হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, “আমার মনে হয় এখন পুতুলের মতন ব্যাবহার করে যাও। সময় হলে কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে।”
ঠিক সেই সময়ে পারমিতা ঘরের দরজায় টোকা দেয়। দেবায়ন আর অনুপমা দুইজনে দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এত রাতে ওর দরজায়, কি ব্যাপার।
মাকে এত রাতে দেবায়নের ধরে দেখে অনুপমা জিজ্ঞেস করে, “কি ব্যাপার? আবার কি হল?”
পারমিতা বলে, “হ্যান্ডসামের সাথে একটু কথা ছিল আমার।”
অনুপমা দুষ্টুমি ভরা হাসি দিয়ে মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, “খুব ব্যাক্তিগত কথাবার্তা, না আমি থাকতে পারি।”
পারমিতার মানসিক অবস্থা মেয়ের সাথে মজা করার মতন ছিলনা, ছলছল চোখে ওদের বলে, “না সেরকম কিছু না।”
মায়ের ছলছল চোখ দেখে অনুপমা বলে, “তুমি কি ভাবছ আমি কিছু জানি না? আমি সব জানি। পুচ্চু আমার কাছে কোনদিন কিছু লুকায় না। প্রথম দিন থেকে এই সব নিয়ে যা যা ঘটে গেছে তার পুঙ্খানুপুঙ্খ ঘটনা আমার জানা। সুতরাং একটু আগে তোমাদের মধ্যে যা কথাবার্তা হয়েছে সেটা আমি সব জানি। তুমি কি চাও সেটা এবারে বল।”
মেয়ের মুখে এই কথা শুনে পারমিতা ম্লান হেসে বলে, “তুই ভালো থাকলেই হল।”
দেবায়নকে বলে, “তুমি জানো পরমিত কি চায়, কেন আমাকে গোয়া যেতে হবে সেটা আশা করি খুলে বলতে হবে না তোমাকে। আগে যা ঘটেছে সেটা আবার হবে, এই ভাবেই ওর কাছ থেকে বারেবার টাকা এসেছে। এবারে ওকে টাকা দেওয়ার পালা, সেখানেও আমাকে থাকতে হবে। তোমার কথা শুনে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, সেই কথা তুমি শেষ পর্যন্ত রাখলে না দেবায়ন।”
অনুপমা ওর মাকে জিজ্ঞেস করে, “কি বলতে চাইছ তুমি?”
পারমিতা দেবায়নকে বলে, “তুমি অনুকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, সোমেশ আমাকে যে পথে নিয়ে এসেছে সেই পথে তুমি অনুকে আনবে না।”
অনুপমা হাঁ করে একবার মায়ের মুখের দিকে তাকায় একবার দেবায়নের। দেবায়ন অনুপমার মাথায় হাত রেখে বলে, “আমাকে এত অবিশ্বাস তোমার? এই নাও তোমার মেয়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি। অনুর স্থান সবসময়ে আমার বুকের গভীরে। প্রতিপত্তির লোভে, টাকার লোভে অনুকে কারুর কাছে মাথা নোয়াতে দেব না আমি।”
অনুপমা জিজ্ঞেস করে, “কি হয়েছে? হটাত এই কথা এল কেন?”
পারমিতা মেয়েকে বলে, “জানতে ইচ্ছে করছিল তোর দেবায়ন কি বলে।”
অনুপমা মাকে আসস্থ করে বলে, “মা, আমি পুচ্চুকে ওর চেয়ে বেশি চিনি তাই ওর ওপরে আমার অগাধ বিশ্বাস আছে। তুমি গোয়া যাচ্ছও নিশ্চিন্ত হয়ে যাও। পুচ্চু যখন কথা দিয়েছে যে তোমাকে এই সব থেকে দুরে রাখবে তাহলে কিছু একটা উপায় বের করে নেবে আমার পুচ্চু।”
দেবায়ন কিছুক্ষণ ভেবে বলে, “তুমি অনন্যাকে ফোনে বল আগামী সোমবারে গোয়া যেতে।”
পারমিতা আর অনুপমা দুইজনেই দেবায়নের দিকে তাকায়। দেবায়ন বলে, “যেটুকু কাকুর মুখ থেকে শুনেছি সেই থেকে মনে হয়েছে পরমিতের বিছানা গরমের জন্য একটা সুন্দরী মেয়ে পেলেই হল। অনন্যা সেটা ভালো ভাবে পারবে। আর অনন্যার এখন টাকার দরকার, আগামী দুই তিন মাস ওর কাছে কোন এসাইন্মেন্ট নেই। ওকে বলে দাও, এক রাত গোয়া থাকতে পরমিতের সাথে। পরমিত পঁয়তাল্লিশের জায়গায় চল্লিশে সাইন করে দিতে রাজি হয়ে যাবে।”
পারমিতা বাঁকা হাসি দিয়ে বলে, “পাক্কা বিজনেস ম্যান হয়ে গেছে, হ্যান্ডসাম। সোমেশের সাথে থাকতে থাকতে মানুষ চিনতে পেরে গেছ তুমি। কাকে কি ভাবে বশ করতে হয় জেনে গেছ।”
রাতের কথা রাতে শেষ। এত সব প্যাঁচানো আলচনার পরে বাড়ির কারুর মানসিক অবস্থা ঠিক ছিল না। অনুপমা আর পারমিতা, রুম চলে যায়। অনেক রাত পর্যন্ত সিগারেট খেয়ে কাটিয়ে দেয় দেবায়ন। প্রথম দিনে এই সফটওয়্যার কোম্পানির ব্যাপারে না বলে দিলে হয়ত ভালোই হত। সেই সাথে মাথায় ঘোরে, অনুপমার এতদিনের অভ্যেস। এই যে বিদেশ ভ্রমন, এত শপিং করা, জামাকাপড় কেনা, বন্ধু বান্ধবীদের নিয়ে রেস্তোরাঁতে যাওয়া, কোন রাতে আন্ডারগ্রাউন্ড নাহলে তন্ত্র তে যাওয়া। এইসব যোগাতে দেবায়নকে হিমসিম খেতে হত। নিজের কোম্পানি দাঁড়িয়ে গেলে মিস্টার সেনের কবল থেকে বেরিয়ে আসবে দেবায়ন, নিজের একটা কোম্পানি খুলবে আর মিস্টার সেনের গ্রুপ ছেড়ে দেবে।
 
Like Reply


Messages In This Thread
RE: পাপ কাম ভালবাসা - by Mr Fantastic - 30-09-2020, 12:27 AM



Users browsing this thread: 7 Guest(s)