29-09-2020, 04:56 PM
(29-09-2020, 03:08 PM)Mr Fantastic Wrote: King of romance পিনুদা আমার প্রেমকাহিনী শুনতে চাইছে, কি সৌভাগ্য !উফফ দারুন দারুন !!![]()
কলেজে সেকেন্ড ইয়ারে একটা মেয়ের প্রতি অনুরক্ত হয়েছিলাম, সেও আমাকে আগ্রহ দেখিয়েছিল। ভাবলাম এটাই হয়তো প্রেম, উড়তে লাগলাম। দিব্বি প্রেম চলতে লাগল। বছর ঘুরতেই সত্যিটা জানতে পারলাম। মেয়েটা আসলে বহুগামিনী, একসাথে 3 জন ছেলেকে নিয়ে খেলছে। ভালোবাসার উপর থেকে বিশ্বাস চলে গেল। প্রেম জিনিসটাকেই ঘৃণা করতে লাগলাম। রগচটা হয়ে গেলাম, কথায় কথায় সবার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়তাম। মদ-সিগারেট এসবে আসক্তি বেড়ে গেল।
এসবের বছর তিনেক পর এক দুর্গাপূজোয় কলেজের কিছু বন্ধুরা ঠিক করল রিইউনিয়ন করবে, চাকরির জন্য সবাই এদিক ওদিক ছড়িয়ে থাকি তাই আর কি। সেখানে একটা মেয়েও গিয়েছিল, আমাদের কয়েকজন বন্ধুর মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে। সেখানেই আলাপ। প্রথম দেখায় আমার তরফ থেকে কোনো আলাদা অনুভূতি হয়নি, কারণ আমি প্রেমে তখন একেবারেই অবিস্বাসী। কিন্তু সে ওই প্রথম সাক্ষাতেই আমার প্রতি টান অনুভব করেছিল। বন্ধুদের কাছ থেকে আমার ব্যাপারে জানলো। আমার কাছাকাছি আসার চেষ্টা করল। কথায় কথায় কিভাবে জানি না আমরা পরস্পরকে ভালোবেসে ফেললাম। আমার প্রেম-বিমুখ মনটাকে ও মায়ার জাদুদন্ডের ছোঁয়া লাগিয়ে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলল। ওরও একটা অতীত ছিল। ও দু'বার প্রেমে ঠকেছে, একইভাবে আমার মতো। আমাকে বারবার জিজ্ঞেস করে আমি ওর মনটাকে ভেঙে দেবো না তো? হৃদয় ভেঙে দিলে ও নাকি আর সেই ক্ষত সারিয়ে উঠতে পারবে না। বোঝো কান্ড, আমার কতো জন্মের সৌভাগ্য যে এমন এক মিষ্টি সুন্দরী সঙ্গিনী পেয়েছি, সেই আমিই নাকি ওকে আঘাত দেবো !
ভালোবাসার শরীরী প্রকাশ পেতেও দেরি হয়নি, আমরা দুজনেই খুব কামুক কিনা ! এখন মাস ছয়েক হল আমরা লিভ ইন করছি আমার ফ্ল্যাটে। পারিবারিক কিছু কারণে বাবার সাথে আমার বনিবনা হয় না তাই উত্তর কলকাতার নিজেদের বাড়ি ছেড়ে আলাদা ফ্ল্যাটে থাকি। তবে ও খুব অভিমানিনী। রাগ ভাঙ্গানো খুব চাপের, বাপরে। রেগে গেলে ওর ঝগড়া করা কথা শুনতে ভালোই লাগে, হেসে ফেলি আর ও আরও রেগে যায়। আর খালি সন্দেহ বা আশঙ্কা করে কোনো অতিসুন্দরী ডাইনি বুঝি আমাকে ওর থেকে কেড়ে নেবে ! ওর হাত ধরে বারবার বলি, পৃথিবী উল্টে গেলেও তোমাকে আমি ছাড়বো না, ও আমাকে জড়িয়ে ধরে বলে, তোমাকেও আমি কোনো মূল্যেই হারাতে চাই না।

