29-09-2020, 11:15 AM
ডাক্তারবাবু লাফিয়ে উঠলেন, "আরে মশাই এ তো যাকে বলে অত্যাশ্চার্য- অভূতপূর্ব ঘটনা! পৃথিবীতে আর কারও এমন আছে কিনা জানিনা। আচ্ছা, কখনও কোনও ডাক্তারের কাছে জাননি আপনি? কেউ বলেনি আপনাকে?"
.
অবাক হয়ে হারাধন বলল, "না যাইনি মানে দরকার হয়নি। কিন্তু কী বলবে?"
.
ডাক্তারবাবু বিস্ফারিত চোখে চেঁচিয়ে উঠলেন, "আপনি জানেন না? সত্যি বলছেন আপনি জানেন না?"
.
হারাধন কাঁচুমাচু হয়ে বলল, "আপনি কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে যদি একটু খোলসা করেন। আমার খুব টেনশন হচ্ছে।"
.
-- "আরে টেনশন কী মশাই! এ খুব আনন্দের। গিনেসে আপনার নাম ওঠার কথা।"
.
-- "গিনেসে? কিন্তু কেন?"
.
-- "কারণ কারণ.."
.
-- "ডাক্তারবাবু এত সময় নেবেন না প্লিজ। তাড়াতাড়ি বলুন।
.
-- "জানেন মশাই, আপনার শরীরে দুটো হার্ট আছে। একটা বাঁ দিকে আর একটা ডান দিকে। অনেকের বাঁ দিকের বদলে ডান দিকে থাকে জানি। কিন্তু আপনার দুটো হার্ট।"
.
হারাধনের মনে হল ভূমিকম্প হচ্ছে। এসব কী বলছেন ডাক্তারবাবু? দুটো হার্ট? বলল, "আমার তাহলে কী হবে ডাক্তারবাবু?"
.
-- "কী হবে মানে? আনন্দ করুন। লাফান। নাচুন। আরে মশাই দুটো হার্ট মানে আপনি ভাবতে পারছেন? একটা অ্যাটাক হলে বা ফেল করলেও কোনও চিন্তা নেই। আর একটা চলবে। দাঁড়ান দাঁড়ান সাংবাদিকদের খবরটা দিই।"
.
হারাধনের ভেতরে ওলট-পালট হচ্ছে। কিছুক্ষণ চুপ করে বসে রইল সে। একটা বড় রহস্যের সমাধান হচ্ছে।
সে ডাক্তারবাবুর হাত ধরে বলল, "এ কথা কাউকে জানাবেন না প্লিজ। ডাক্তারবাবু আপনাকে একটা কথা জিগ্যেস করব?"
.
--"করুন করুন।"
.
-- "আচ্ছা ডাক্তারবাবু একটা হার্ট, অপারেশন করে বাদ দেওয়া যাবে না?"
.
--"পাগল হয়েছেন? ভাগ্য করে দুটো হার্ট পেয়েছেন। মানে বেশি আয়ু, বাদ দিয়ে দেবেন?"
.
-- "হ্যাঁ ডাক্তারবাবু। আমার একটা হার্ট বাদ দেওয়ার ব্যবস্থা করুন। প্লিজ।"
.
-- "কিন্তু আপনি বাদ দিতে চাইছেন কেন? দুটো হার্ট থাকার সুবিধাটা ভাবুন।"
.
-- "ডাক্তারবাবু আমি আমার বউকে খুব ভালবাসি।"
.
-- "সে তো ভাল কথা মশাই। তা তার সঙ্গে.."
.
ডাক্তারবাবুকে কথা শেষ করতে না দিয়েই হারাধন বলল, "বউকে এত ভালবাসি তাও অন্য মেয়ে দেখলেই মনটা কেমন ছোঁকছোঁক করে। শুদ্দু প্রেমে পড়ে যাই। কী লজ্জার কথা বলুন ডাক্তারবাবু। আমার মতো একজন বিবাহিত, বউপ্রেমীর এমন হওয়ার কথা নয়। নিজেকে কেমন 'লুচ্চা' 'লুচ্চা' লাগত! আমি আজ বুঝেছি সব ওই দুটো হার্টের জন্য। একটা হার্ট বউকে দিয়েছি কিন্তু আর একটা হার্ট কাউকে দিইনি তো তাই অমন হয়। ওই কাউকে না-দেওয়া হৃদয়টাই ছোঁকছোঁক করে সর্বক্ষণ। না না ডাক্তারবাবু, আমার দরকার নেই দুটো হার্টের, আপনি অপারেশান করে বাদ দিয়ে দিন প্লিজ।"
.
ডাক্তারবাবু হতাশ হয়ে বললেন, "আপনি চাইলে তাই হবে। আমারই ইচ্ছে হচ্ছে ওটা আমার বুকের ডানদিকে বসিয়ে নিতে কিন্তু আপনি যা বললেন তাতে আর রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে অপারেশন হয়ে যাবে।"
.
কয়েকদিন পরেই হারাধনের একটা হার্ট বাদ দিয়ে দেওয়া হল।
অপারেশনের পর দুদিন ঘোরেই কাটল হারাধনের। বউ আছে তার সঙ্গে কেবিনে।
আরও তিনদিন পরে ডাক্তারবাবু একদিন রাউন্ডে এসে সুন্দরী নার্সকে দেখিয়ে এক চোখ টিপে হারাধনকে বললেন, "কী হারাধনবাবু এখন সব একদম ভাল তো? আগে যা হত আর এখন তা হচ্ছে না নিশ্চই?"
.
সুন্দরী নার্সের দিকে একবার তাকাল হারাধন, চোখাচোখি হতে চোখ নামিয়ে নিল। বউ নেই এখন, কিছুক্ষন আগেই ঘরে গেছে।
গোমড়া মুখ করে বলল, "কোথায় আর ভাল হলো। যে হার্টটা বউকে দিয়েছিলাম সেটাই বোধহয় বাদ দিয়ে দিয়েছেন। বউ থেকে কোনও ইন্টারেস্টই পাচ্ছি না। কিন্তু এঁদের দেখলে মন বেশী আনচান করছে। ... নাহ্ আমি নিশ্চিত ভুল হার্টটাই বাদ গেছে...."
.
অবাক হয়ে হারাধন বলল, "না যাইনি মানে দরকার হয়নি। কিন্তু কী বলবে?"
.
ডাক্তারবাবু বিস্ফারিত চোখে চেঁচিয়ে উঠলেন, "আপনি জানেন না? সত্যি বলছেন আপনি জানেন না?"
.
হারাধন কাঁচুমাচু হয়ে বলল, "আপনি কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে যদি একটু খোলসা করেন। আমার খুব টেনশন হচ্ছে।"
.
-- "আরে টেনশন কী মশাই! এ খুব আনন্দের। গিনেসে আপনার নাম ওঠার কথা।"
.
-- "গিনেসে? কিন্তু কেন?"
.
-- "কারণ কারণ.."
.
-- "ডাক্তারবাবু এত সময় নেবেন না প্লিজ। তাড়াতাড়ি বলুন।
.
-- "জানেন মশাই, আপনার শরীরে দুটো হার্ট আছে। একটা বাঁ দিকে আর একটা ডান দিকে। অনেকের বাঁ দিকের বদলে ডান দিকে থাকে জানি। কিন্তু আপনার দুটো হার্ট।"
.
হারাধনের মনে হল ভূমিকম্প হচ্ছে। এসব কী বলছেন ডাক্তারবাবু? দুটো হার্ট? বলল, "আমার তাহলে কী হবে ডাক্তারবাবু?"
.
-- "কী হবে মানে? আনন্দ করুন। লাফান। নাচুন। আরে মশাই দুটো হার্ট মানে আপনি ভাবতে পারছেন? একটা অ্যাটাক হলে বা ফেল করলেও কোনও চিন্তা নেই। আর একটা চলবে। দাঁড়ান দাঁড়ান সাংবাদিকদের খবরটা দিই।"
.
হারাধনের ভেতরে ওলট-পালট হচ্ছে। কিছুক্ষণ চুপ করে বসে রইল সে। একটা বড় রহস্যের সমাধান হচ্ছে।
সে ডাক্তারবাবুর হাত ধরে বলল, "এ কথা কাউকে জানাবেন না প্লিজ। ডাক্তারবাবু আপনাকে একটা কথা জিগ্যেস করব?"
.
--"করুন করুন।"
.
-- "আচ্ছা ডাক্তারবাবু একটা হার্ট, অপারেশন করে বাদ দেওয়া যাবে না?"
.
--"পাগল হয়েছেন? ভাগ্য করে দুটো হার্ট পেয়েছেন। মানে বেশি আয়ু, বাদ দিয়ে দেবেন?"
.
-- "হ্যাঁ ডাক্তারবাবু। আমার একটা হার্ট বাদ দেওয়ার ব্যবস্থা করুন। প্লিজ।"
.
-- "কিন্তু আপনি বাদ দিতে চাইছেন কেন? দুটো হার্ট থাকার সুবিধাটা ভাবুন।"
.
-- "ডাক্তারবাবু আমি আমার বউকে খুব ভালবাসি।"
.
-- "সে তো ভাল কথা মশাই। তা তার সঙ্গে.."
.
ডাক্তারবাবুকে কথা শেষ করতে না দিয়েই হারাধন বলল, "বউকে এত ভালবাসি তাও অন্য মেয়ে দেখলেই মনটা কেমন ছোঁকছোঁক করে। শুদ্দু প্রেমে পড়ে যাই। কী লজ্জার কথা বলুন ডাক্তারবাবু। আমার মতো একজন বিবাহিত, বউপ্রেমীর এমন হওয়ার কথা নয়। নিজেকে কেমন 'লুচ্চা' 'লুচ্চা' লাগত! আমি আজ বুঝেছি সব ওই দুটো হার্টের জন্য। একটা হার্ট বউকে দিয়েছি কিন্তু আর একটা হার্ট কাউকে দিইনি তো তাই অমন হয়। ওই কাউকে না-দেওয়া হৃদয়টাই ছোঁকছোঁক করে সর্বক্ষণ। না না ডাক্তারবাবু, আমার দরকার নেই দুটো হার্টের, আপনি অপারেশান করে বাদ দিয়ে দিন প্লিজ।"
.
ডাক্তারবাবু হতাশ হয়ে বললেন, "আপনি চাইলে তাই হবে। আমারই ইচ্ছে হচ্ছে ওটা আমার বুকের ডানদিকে বসিয়ে নিতে কিন্তু আপনি যা বললেন তাতে আর রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে অপারেশন হয়ে যাবে।"
.
কয়েকদিন পরেই হারাধনের একটা হার্ট বাদ দিয়ে দেওয়া হল।
অপারেশনের পর দুদিন ঘোরেই কাটল হারাধনের। বউ আছে তার সঙ্গে কেবিনে।
আরও তিনদিন পরে ডাক্তারবাবু একদিন রাউন্ডে এসে সুন্দরী নার্সকে দেখিয়ে এক চোখ টিপে হারাধনকে বললেন, "কী হারাধনবাবু এখন সব একদম ভাল তো? আগে যা হত আর এখন তা হচ্ছে না নিশ্চই?"
.
সুন্দরী নার্সের দিকে একবার তাকাল হারাধন, চোখাচোখি হতে চোখ নামিয়ে নিল। বউ নেই এখন, কিছুক্ষন আগেই ঘরে গেছে।
গোমড়া মুখ করে বলল, "কোথায় আর ভাল হলো। যে হার্টটা বউকে দিয়েছিলাম সেটাই বোধহয় বাদ দিয়ে দিয়েছেন। বউ থেকে কোনও ইন্টারেস্টই পাচ্ছি না। কিন্তু এঁদের দেখলে মন বেশী আনচান করছে। ... নাহ্ আমি নিশ্চিত ভুল হার্টটাই বাদ গেছে...."