28-09-2020, 10:20 PM
ঋতুপর্ণা ভেবে কূলকিনারা পায় না যে ছেলেটা হটাত করে ওকে “সোনা” বলে কেন ডাকল। এতদিন বাড়িতে থেকে কেন এত সেবা শুশ্রূষা করেছিল। ওকে বাড়িতে দেখতে না পেয়ে কেনই বা এত রাতে দৌড়ে এতদুর চলে এল।
মাকে যে ফিরে পেয়েছে এতাই যথেষ্ট। আদি মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে মায়ের মনে অজস্র প্রশ্নের ভিড় জমে উঠেছে। হাজার প্রশ্ন জমা, ছোট্ট বাচ্চার মতন কাঁদো কাঁদো চেহারা মায়ের মুখ দেখে আদির হাসি পায় সেই সাথে এক ভালোলাগা জন্মে ওঠে ওর বুকের মধ্যে। আদির মনে হয় পারলে বুকের মধ্যে লুকিয়ে ফেলে মাকে।
ঋতুপর্ণা ছেলের হাতের ওপরে হাত রেখে আলত করে গাল থেকে হাত সরিয়ে দেয়। কুসুম কোমল হাত স্পর্শ করে কঠিন হাতের সাথে। চোখের দিকে ঠিক ভাবে চোখ রাখতে না পেরে চোখ নামিয়ে নেয়। তখন বুঝতে পারে যে বুকের থেকে আঁচল সরে গেছে। আড় চোখে একবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখে নেয় ওর দৃষ্টি কোথায়। না, যাক বাঁচিয়েছে, ছেলেটা একভাবে ওর মুখের দিকেই তাকিয়ে।
আদি মায়ের কাঁধে হাত রেখে নিচু গলায় জিজ্ঞেস করে, “কিছুই খাও নি তাই না?”
অল্প মাথা নাড়ায় ঋতুপর্ণা। ছেলেটা কলেজে বেড়িয়ে যাওয়ার পরেই কোন রকমে আদির খোঁজে এক প্রকার পালিয়ে এসেছে দারজিলিঙ্গে।
আদি মায়ের কাঁধ ধরে আলত ঝাঁকিয়ে বলে, “এতই যখন মরতে ইচ্ছে তখন আমাকে সাথে নিয়ে মরতে পারলে না।”
ছেলেটাকে যত দেখে আর যত ওর কথাবার্তা শোনে তত বিস্মিত হয় ঋতুপর্ণা। ইসসস, বালাই সাট, একে নিয়ে কেন মরতে যাবে, যদি মরতেই হয় তাহলে নিজের ছেলেকে সাথে নিয়েই যাবে। আলত কাঁধ ঝাঁকিয়ে কাঁধ থেকে ছেলেটার হাত সরাতে চেষ্টা করে কিন্তু ছেলেটার হাতের থাবার বড় জোর, শক্ত করে ধরে থাকে ওর কাঁধ মনে হয় যেন পাখী ধরে রেখেছে একটু শিথিল করলেই উড়ে পালিয়ে যাবে। ছেলেটা মনে হয় বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে। ঋতুপর্ণার ধৈর্যের বাঁধে একটু ফাটল দেখা দেয়।
মৃদু ঝাঁঝালো সুরে ছেলেটাকে বলে, “এতই যখন আমার প্রতি টান তাহলে আমার ছেলেকে খুঁজে এনে দাও!”
আদি এইবারে হেসে ফেলে, “হ্যাঁ বাবা হ্যাঁ, খুঁজে এনে দেব। কিন্তু এইবারে লক্ষী মেয়ের মতন কান্না থামিয়ে হাত মুখ ধুয়ে নাও। মনে হয় না এত রাতে কোথাও কোন খাবার দাবার পাওয়া যাবে।”
ছেলেটার কথাবার্তা আর ভাব দেখে ঋতুপর্ণা কিছুতেই বুঝে উঠতে পারে না কেন এই ছেলেটাকে এত কাছের বলে মনে হচ্ছে। ছেলেটার কথাবার্তা ভাব ভঙ্গি আচার ব্যাবহার এই কয়দিনে বেশ নজর করেছে। ক্ষণিকের জন্যেও মনে হয়নি যে ছেলেটার কোন কুমতলব আছে। বারং বার ছেলেটার পরিচয় খুঁজতে চেষ্টা চালিয়েছে কিন্তু এক দ্বিধা বোধ আটকে রেখেছিল। কিন্তু ছেলেটা যে কিছুতেই ওকে সত্যি কথা বলছে না। চোখ ফেটে আবার জল বেড়িয়ে আসার যোগাড়। এতদুর এসেও কেউ ওর ছেলের খোঁজ দিচ্ছে না উলটে কলেজের ফাদার ওকে এই গেস্ট হাউসে নজর বন্দি করে রেখেছে।
মায়ের মুখের দিকে তাকিয়ে আদি বুঝতে যে ওর মা ওর কথা একবিন্দুও বিশ্বাস করতে পারছে না। আদি পড়ল মহা ফাঁপরে, কি করা যায়, কিছু করে হোক মাকে শান্ত করতে হবে। এক বার বাড়িতে নিয়ে যেতে পারলে স্বস্তি। বাড়িতে নিয়ে গিয়ে একবার ডক্টর তৃষার সাথে আলোচনা করা যাবে, পারলে একবার দেখিয়ে নিয়ে আসবে। যদি কাউন্সিলিং করে কোন কাজে দেয়। কিন্তু এইদিকে মা যে একদম বেঁকে বসেছে, নিজের ছোট ছেলে আদিকে না দেখতে পারলে শান্তি পাবে না। আদি বেশ বুঝতে পারল শেষ ধাক্কাটা এখন না দিলেই নয় এর পরে দেরি হয়ে গেলে হয়ত এই রাতেই মা কিছু একটা বিপদ ঘটিয়ে বসবে।
আদি দুই হাতের মধ্যে মায়ের হাত ধরে বলে, “প্লিজ আমাকে একটু বিশ্বাস কর। আমি তোমাকে সব বলব।”
ঋতুপর্ণা মাথা ঝাঁকিয়ে ধরা গলায় বলে, “বিশ্বাস, কাকে ঠিক ভাবে বিশ্বাস করব ভেবে পাচ্ছি না। আমার স্বামী আমাকে ধোঁকা দিল, আমি ছেলেকে খুঁজে পাচ্ছি না, তোমার কেউ বলতে চাইছ না আর তারপরে বলছ তোমাদের বিশ্বাস করতে?”
গত কয়দিনে বাড়িতে বসে বসে ঋতুপর্ণা নিজেকে খুঁজতে চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই আশে পাশের সবার সাথে তাল মেলাতে পারছিল না। কিছুতেই মেলাতে পারছিল না যে পাশের ঘরে থাকা ছেলেটা আসলে ওর কে হয়, কেন ওর ওপরে এত নজর, কেন ওকে ভালবাসে। স্বপ্নের মতন সব কিছু যেন ধোঁয়াশা ঠেকায় ওর সামনে। এই যে ছেলেটা দৌড়ে এসেছে এর চেহারা কোথায় দেখেছে সেটাও ঠিক ভাবে মনে করতে পারছে না। হাতের ওপরে হাত পরতেই ঋতুপর্ণার শরীর অবশ হয়ে আসতে শুরু করে দেয়।
আদি মায়ের হাত দুটো ধরে বিছানার ওপরে বসিয়ে দেয়। নিজে মায়ের সামনে হাটু গেড়ে বসে পরে। আদি মায়ের হাত দুটো মুঠো করে ধরে আলতো চেপে বলে মায়ের চোখে চোখ রেখে বলে, “আমাকে বিশ্বাস করে দেখো, আমি তোমার কোন ক্ষতি করব না।”
ঋতুপর্ণা কাকে ঠিক ভাবে বিশ্বাস করবে ভেবে পায় না, তাও এই হাতের ছোঁয়ায় এক নিবিড় ভালোবাসার পরশ খুঁজে পায়। খানিক লজ্জা, খানিক দ্বিধা বোধে ঋতুপর্ণা আদির মুঠো থেকে নিজের হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু আদির হাতের মুঠো কিছুতেই শিথিল হয় না। ঋতুপর্ণা নিচু গলায় উত্তর দেয়, “আচ্ছা বিশ্বাস করে নিলাম, কিন্তু কথা দাও যে আমার ছেলেকে খুঁজে দেবে।”
আদি মুচকি হেসে বলে মায়ের হাত ছেড়ে দিয়ে বলে, “আচ্ছা হ্যাঁ দেব, কিন্তু...”
ঋতুপর্ণা ছেলেটার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, “কিন্তু কি?”
আদি হেসে বলে, “তোমার ওপরে অনেক ধকল গেছে বুঝতে পারছি এইবারে কাপড় ছেড়ে একটু রেস্ট নাও। আগামি কাল কলকাতা ফিরে গিয়ে তোমার ছেলের খোঁজ করব।”
ভুরু কুঁচকে তাকায় ঋতুপর্ণা, কলকাতায় কেন, ওর ছেলে কি এই কলেজে আর পড়ে না? তাহলে কোথায় ওর ছেলে? সেই সাথে দ্বিধা বোধ ভর করে মনের মধ্যে, এই রাতে কি এই রুমে এই অচেনা ছেলেটার সাথেই কাটাতে হবে নাকি?
ঋতুপর্ণা জিজ্ঞেস করে, “তা না হয় কাপড় ছারতে যাচ্ছি কিন্তু, আমার ছেলে কলকাতায় আছে সেটা এতদিন আমাকে বল নি কেন?”
আদি হেসে উত্তর দেয়, “সব কিছুর উত্তর ঠিক সময়ে পেয়ে যাবে।” আর একটু হলেও, মামনি বলে ফেলছিল আদি কিন্তু সামলে নিয়ে বলল, “আরে বাবা বলছি ত আমি তোমার ছেলেকে তোমার কাছে এনে দেব। আর হ্যাঁ, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। সকাল থেকে টেন্সানে আমাকে একেবারে মেরে ফেলেছ প্রায়।”
ছেলেটার কথা বার্তা শুনে আর হৃদ্যতা দেখে অধভুত এক ভালো লাগা মনের গভিরে উদয় হয় ঋতুপর্ণার। চোখ বড় বড় করে আদির দিকে তাকিয়ে বলে, “আচ্ছা তাই নাকি! একেবারে মরেই গেছিলে নাকি?”
মায়ের কথার ধরন শুনে আদির বেশ ভালো লাগে। গত দশ দিনে মাকে মন মরা হয়ে থাকতে দেখেছে। এতদিন পরে হাসি হাসি মুখ দেখে আদি হেসে বলে, “তা আর বলতে, যদি ফাদার আমাকে ফোন না করত তাহলে একেবারে অক্কা পটল যেতাম বুঝলে।” আদি মায়ের নরম হাত টেনে বুকের ওপরে চেপে ধরে। বুকের ধুকপুকানি ততক্ষণে যদিও অনেক কমে এসেছিল কিন্তু মায়ের নরম হাতের ছোঁয়ায় সেই ধুকপুকানি শত গুন বেড়ে ওঠে। কেন বেড়ে ওঠে আদি ঠিক জানে না তবে আদির মনে হয়, সামনে বসা এই মহিলাকে শুধু মা বলে নয় নিজের প্রেমিকার মতন ভালবাসতে, লুকিয়ে রাখতে ইচ্ছে করছে। এই সুপ্ত বাসনা আদির মনের গহিনে অনেকদিন ধরেই ছিল।
ছেলেটার বুকের ওপরে হাত রাখতেই ঋতুপর্ণা কুঁকড়ে যায়। উফফ, কি ভাবে ধুকপুক করছে ছেলেটার বুক। বড় শক্ত ছাতি। একটু আগে যখন কলার ধরে ওই ছাতির ওপরে মাথা রেখেছিল তখন মনে হয়েছিল এর চেয়ে নিরাপদ স্থান এই পৃথিবীতে আর নেই। ওর মনের গভিরে এই স ছাতির সাথে মিলিয়ে যাওয়ার এক সুপ্ত বাসনা মাথা চাড়া দিয়েছিল কিন্তু ছেলেটা বয়সে বেশ ছোট, সঠিক ভাবে চেনা পরিচয় নেই। নির্লজ্জের মতন নিজেকে মেলে ধরতে পারেনি।
আদি বুকের ওপরে মায়ের হাত চেপে দুষ্টুমি ভরা হাসি দিয়ে মাকে জিজ্ঞেস করে, “এইবারে কিছু মনে হচ্ছে কি?”
ঋতুপর্ণার কান গাল লজ্জায় ধিরে ধিরে উত্তপ্ত হতে শুরু করে দেয়। ইসস ছেলেটা কি যে করছে না, এইভাবে বসে থাকতে খুব ভালো লাগছে। মনের গভিরে এক সুপ্ত ইচ্ছে জেগে ওঠে, ছেলেটাকে আরো কাছে পেতেও ইচ্ছে করে। নিচের ঠোঁট দাঁতে কেটে লজ্জিত ভাবে বলে, “হ্যাঁ মনে হচ্ছে যে তোমাকে বিশ্বাস করা যায়। এইবারে যদি একটু হাতটা ছাড় তাহলে ফ্রেস হতে পারি।”
আদি মায়ের হাত ছেড়ে উঠে দাঁড়ায়, “এইত এইবারে মনে হচ্ছে তুমি আমার সেই...” থেমে গেল আদি, এখুনি বলবে না পরে বলবে। না থাক, আগে ফ্রেস হয়ে আসুক তারপরে না হয় ধিরে সুস্থে আলাপ আলোচনা করা যাবে।
ঋতুপর্ণা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে সঙ্গে আনা ছোট ব্যাগ খুলে তোয়ালে আর স্লিপ নিয়ে বাথরুমে ঢুকে যায়। মনের অলিন্দে এক নতুন সুরের বাজনা বাজতে শুরু করে দেয়। যদিও এই সঙ্গীতের কারন তার অজানা তাও বেশ ভালো লাগে। ঋতুপর্ণার সারা চেহারায় নতুন প্রেমের লজ্জিত ভাব মাখা। অঙ্গে যেন দোলা লেগে গেছে এই পুরুষের ছোঁয়ায়। সুভাষ চলে যাওয়ার পরে মনে হয় কোন পুরুষ ওকে এইভাবে নাড়া দিল।
আদি একভাবে মায়ের দিকে তাকিয়ে থাকে। এক্সিডেন্ট হওয়ার পরে আর এই কয়দিনে ওর মায়ের বয়স যেমন কমে গেছে তেমন যেন রূপের ডালি আরো বেড়ে উঠেছে। ডক্টর তৃষা বলেছিল যে মায়ের মতিগতি বদলাতে পারে, মুড সুইং অর্থাৎ মেজাজ বদলাতে পারে। কোনদিকে সেই বদল যাবে সেটা এখন সঠিক ভাবে জানা নেই তবে বুকের ওপরে যখন হাত রেখেছিল তখন মায়ের চেহারার রক্তিম লালিমা দেখে আদির বুকের ধুকপুকানি শত গুন বেড়ে উঠেছিল। একবার মনে হয়েছিল জড়িয়ে ধরে বুকের মধ্যে লুকিয়ে ফেলে সত্যি কথাটা বলেই ফেলে। যে কোন মানুষ এই অসম্ভব সুন্দরীর প্রেমে পরে যেতে বাধ্য। আদির বুকের পাঁজর চেঁচিয়ে ওঠে, “তুমি আমার মা, তুমি আমার প্রেমিকা আমার ভালোবাসা আমার সবকিছু। তোমাকে ছেড়ে কি করে থাকতে পারি বল।”
আদির ওপরে কম ধকল যায়নি। কলেজ থেকে ফিরেই না খেয়ে না দেয়ে দৌড় লাগিয়েছে মায়ের খোঁজে। বাগডোগরা নেমে শুধু এক কাপ চা খেয়েছিল আর কিছুই খাওয়া হয়নি, তাও সেই রকম খিধে পায়নি। মনের ভেতরে বেশ একটা খুশি খুশি ভাব। প্রায় দিন পনের পরে মায়ের সাথে “হ্যাঁ” আর “না” ছাড়া বেশ কথা বার্তা হয়েছে। এখন কার জন্যেই এটাই যথেষ্ট। বাথরুমে ঢোকার আগে মায়ের ঠোঁটের মুচকি হাসি দেখে মনে হয়েছিল আকাশের বাঁকা চাঁদ। একবার মনে হয়েছিল জড়িয়ে ধরে ওই গোলাপি গালে চুমু খায়। মা হলেও ওর ভালোবাসার পাত্রী বটে এই নারী।
কলেজের গেস্ট হাউসের রুমটা বিশেষ বড় নয়। এটা কোন হোটেল নয়, কলেজের গেস্ট হাউস তাই রুমটা বিশেষ বড় নয় তবে বেশ গুছানো, এক রাত কাটানোর মতন বেশ। মাঝখানে একটা বড় বিছানা, একপাশে একটা বড় আলমারি, বিছানার অন্যপাশে ড্রেসিঙ টেবিল আর তার সামনে একটা টুল। এই বিছানায় এক সাথে রাত কাটাবে নাকি? মা হয়ত রাজি হবে না এক অচেনা পুরুষের সাথে এক বিছানায় শুতে। রাজি না হলে পাশের কাউচে রাত কাটিয়ে দেবে।
বাথরুমে ঢুকে শাড়ি ব্লাউজ ছেড়ে আয়নায় তাকাল নিজের দিকে ঋতুপর্ণা। হস্পিটালে যে ঋতুপর্ণা ছিল সেই ঋতুপর্ণা এখন আর ওর সামনে দাঁড়িয়ে নেই। এই কয়দিনে যদিও নিজেকে বহুবার আয়নায় দেখেছে তাও কেমন নতুন মনে হয় আয়নার ভেতরে দাঁড়ানো প্রতিফলনটাকে। ওর শুধু মনে আছে যে কিছু এক কারনে হস্পিটালে ছিল, তারপরে বাড়ি আর এই বাইরে দাঁড়ানো ছেলেটা, এর বেশি কিছুই অঙ্ক মিলছে না। ঘুমালে মাঝে মাঝে আবছা আবছা টুকরো টুকরো ছবি ভেসে ওঠে কিন্তু তার অর্থ ঋতুপর্ণার বোধ গম্য হয় না। হয়ত ওই টুকরো টুকরো আবছা ছবি গুলোর উত্তর এই ছেলেটার কাছে থাকবে। তাড়াহুড়োতে শুধু মাত্র একটা স্লিপ, একটা তোয়ালে অল্প কিছু প্রসাধনি নিয়েই বেড়িয়ে গিয়েছিল। আগামি কাল বাড়ি ফিরতে হলে এই পোশাকেই ফিরতে হবে।
সায়ার দড়িতে টান মারল। ধিরে ধিরে সায়া কোমর ছাড়িয়ে নিচে নেমে গেল। এতদিন পরে নিজের নগ্নতা দেখে নিজেই কেমন লজ্জা পেয়ে গেল ঋতুপর্ণা। নরম দুই জোড়া স্তন একটা ছোট লাল ব্রার মধ্যে ঢাকা, আর পরনে একটা লাল প্যান্টি। নিচের ঠোঁট কামড়ে লাজুক হেসে শেষ পোশাক টুকু খুলে ফেলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পরে। শাওয়ারের ঈষদুষ্ণ জলের তোড়ে সারাদিনের ক্লেদ ক্লান্তি ধুয়ে যায়। বুক ভরে শ্বাস নেয় ঋতুপর্ণা, অজানা ভালোলাগায় রক্ত চঞ্চল হয়ে ওঠে। একটু গভির ভালোবাসা, একটু নিবিড় করে কাউকে জড়িয়ে ধরা, এক জোড়া কঠিন বাহুপাশের আলিঙ্গন যেন ওকে ডাকছে। স্নান সেরে তোয়ালে দিয়ে ভালো করে গা হাত পা মুছে নিল। জলের ছোঁয়ায় না নিজের হাতের ছোঁয়ায় না অজানা ভালোলাগায় ঠিক জানা নেই, স্তনের বোঁটা জোড়া বেশ ফুলে উঠেছে। দুই ঊরুতে এক কাঁপুনি, বুকের রক্তে অজানা এক ছলকানি, ধমনিতে অজানা উষ্ণতা, সব কিছু মিলিয়ে ঋতুপর্ণা যেন উড়ে চলেছে এই অজানা দিগন্তের পানে।
স্লিপ খানা গায়ে চড়ানর পরে বুঝতে পারল তাড়াহুড়োতে হাতের কাছে যা পেয়েছে সেটাই নিয়ে চলে এসেছে। সাটিনের গোলাপি রঙের স্লিপটা হাঁটুর কাছে এসে শেষ হয়ে গেছে, কাঁধে পাতলা দুটো স্ট্রাপ, সামনে পেছনে বেশ ফাঁকা। বাড়িতে নিজের ঘরে শুতে যাওয়ার আগে এই পোশাক পরে। ইসস বড় লজ্জায় পরা গেল, এই পোশাকে কি ওই ছেলেটার সামনে যাওয়া যায়, এযে ওকে ঢেকে রাখার চেয়ে অনেক বেশি উন্মুক্ত করে ফেলেছে। তার ওপরে আবার ভেতরে কিছুই পরা নেই। স্তনের বিভাজন যেন ঠিকরে সামনের দিকে বেড়িয়ে এসেছে, শক্ত স্তনের বোঁটা জোড়া স্লিপ ফুঁড়ে সামনের দিকে উঁচিয়ে গেছে। চুল একটু ভিজে গিয়েছিল, সেই জলে পিঠের দিকটা একটু ভিজে গেছে। দুই মসৃণ উরুর মাঝের, ওর নারী অঙ্গের চারপাশে ঘন কালো কেশের বাগান ভিজে গিয়েছিল। জল মুছে ফেলার পরেও সাটিনের স্লিপ কেমন দুষ্টুমি করে পায়ের সাথে লেপটে গেছে। একটাই তোয়ালে, এই দিয়ে এক নয় শরীরের উপরে জড়ানো যায় না হয় কোমরে পেঁচিয়ে বেড়িয়ে আসা যায়। যা হবার হবে, ছেলেটাকে দেখে বেশ ভালোই লেগে গেছে, অন্তত ছেলেটা ওর কোন ক্ষতি করবে না, করার ইচ্ছে হলে এতদিনে করেই দিত। এইভাবে পদ্ম পাতায় শিশিরের বিন্দুর মতন আগলে রাখত না।
অনেক খন হয়ে গেছে মা বাথরুমে ঢুকেছে। জল পরার আওয়াজ অনেক আগে থেমে গেছে তাও দেরি দেখে আদির মনে ভয়ের সঞ্চার হল। মাথা ঘুরে পরে যায়নি ত? হয়ত ক্লান্তির ফলে অথবা চিন্তার ফলে কিছু হয়ে যেতে পারে। ইতস্তত করতে করতে আদি শেষ পর্যন্ত বাথরুমের দরজায় টোকা মারে। একবার নাড়া দিল, কিন্তু ভেতর থেকে কোন আওয়াজ এলো না।
দ্বিতীয় বার একটু জোরেই নাড়া দিয়ে ডাক দিল, “কি হল এত দেরি করছ কেন? কিছু হয়নি ত?”
আষাঢ়ের মেঘের মতন গভির এই ছেলেটার গলা, তাড়াতাড়ি তোয়ালেটা গায়ে জড়িয়ে উত্তর দেয় ঋতুপর্ণা, “না না, এই হয়ে গেছে।”
মাকে যে ফিরে পেয়েছে এতাই যথেষ্ট। আদি মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে মায়ের মনে অজস্র প্রশ্নের ভিড় জমে উঠেছে। হাজার প্রশ্ন জমা, ছোট্ট বাচ্চার মতন কাঁদো কাঁদো চেহারা মায়ের মুখ দেখে আদির হাসি পায় সেই সাথে এক ভালোলাগা জন্মে ওঠে ওর বুকের মধ্যে। আদির মনে হয় পারলে বুকের মধ্যে লুকিয়ে ফেলে মাকে।
ঋতুপর্ণা ছেলের হাতের ওপরে হাত রেখে আলত করে গাল থেকে হাত সরিয়ে দেয়। কুসুম কোমল হাত স্পর্শ করে কঠিন হাতের সাথে। চোখের দিকে ঠিক ভাবে চোখ রাখতে না পেরে চোখ নামিয়ে নেয়। তখন বুঝতে পারে যে বুকের থেকে আঁচল সরে গেছে। আড় চোখে একবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখে নেয় ওর দৃষ্টি কোথায়। না, যাক বাঁচিয়েছে, ছেলেটা একভাবে ওর মুখের দিকেই তাকিয়ে।
আদি মায়ের কাঁধে হাত রেখে নিচু গলায় জিজ্ঞেস করে, “কিছুই খাও নি তাই না?”
অল্প মাথা নাড়ায় ঋতুপর্ণা। ছেলেটা কলেজে বেড়িয়ে যাওয়ার পরেই কোন রকমে আদির খোঁজে এক প্রকার পালিয়ে এসেছে দারজিলিঙ্গে।
আদি মায়ের কাঁধ ধরে আলত ঝাঁকিয়ে বলে, “এতই যখন মরতে ইচ্ছে তখন আমাকে সাথে নিয়ে মরতে পারলে না।”
ছেলেটাকে যত দেখে আর যত ওর কথাবার্তা শোনে তত বিস্মিত হয় ঋতুপর্ণা। ইসসস, বালাই সাট, একে নিয়ে কেন মরতে যাবে, যদি মরতেই হয় তাহলে নিজের ছেলেকে সাথে নিয়েই যাবে। আলত কাঁধ ঝাঁকিয়ে কাঁধ থেকে ছেলেটার হাত সরাতে চেষ্টা করে কিন্তু ছেলেটার হাতের থাবার বড় জোর, শক্ত করে ধরে থাকে ওর কাঁধ মনে হয় যেন পাখী ধরে রেখেছে একটু শিথিল করলেই উড়ে পালিয়ে যাবে। ছেলেটা মনে হয় বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছে। ঋতুপর্ণার ধৈর্যের বাঁধে একটু ফাটল দেখা দেয়।
মৃদু ঝাঁঝালো সুরে ছেলেটাকে বলে, “এতই যখন আমার প্রতি টান তাহলে আমার ছেলেকে খুঁজে এনে দাও!”
আদি এইবারে হেসে ফেলে, “হ্যাঁ বাবা হ্যাঁ, খুঁজে এনে দেব। কিন্তু এইবারে লক্ষী মেয়ের মতন কান্না থামিয়ে হাত মুখ ধুয়ে নাও। মনে হয় না এত রাতে কোথাও কোন খাবার দাবার পাওয়া যাবে।”
ছেলেটার কথাবার্তা আর ভাব দেখে ঋতুপর্ণা কিছুতেই বুঝে উঠতে পারে না কেন এই ছেলেটাকে এত কাছের বলে মনে হচ্ছে। ছেলেটার কথাবার্তা ভাব ভঙ্গি আচার ব্যাবহার এই কয়দিনে বেশ নজর করেছে। ক্ষণিকের জন্যেও মনে হয়নি যে ছেলেটার কোন কুমতলব আছে। বারং বার ছেলেটার পরিচয় খুঁজতে চেষ্টা চালিয়েছে কিন্তু এক দ্বিধা বোধ আটকে রেখেছিল। কিন্তু ছেলেটা যে কিছুতেই ওকে সত্যি কথা বলছে না। চোখ ফেটে আবার জল বেড়িয়ে আসার যোগাড়। এতদুর এসেও কেউ ওর ছেলের খোঁজ দিচ্ছে না উলটে কলেজের ফাদার ওকে এই গেস্ট হাউসে নজর বন্দি করে রেখেছে।
মায়ের মুখের দিকে তাকিয়ে আদি বুঝতে যে ওর মা ওর কথা একবিন্দুও বিশ্বাস করতে পারছে না। আদি পড়ল মহা ফাঁপরে, কি করা যায়, কিছু করে হোক মাকে শান্ত করতে হবে। এক বার বাড়িতে নিয়ে যেতে পারলে স্বস্তি। বাড়িতে নিয়ে গিয়ে একবার ডক্টর তৃষার সাথে আলোচনা করা যাবে, পারলে একবার দেখিয়ে নিয়ে আসবে। যদি কাউন্সিলিং করে কোন কাজে দেয়। কিন্তু এইদিকে মা যে একদম বেঁকে বসেছে, নিজের ছোট ছেলে আদিকে না দেখতে পারলে শান্তি পাবে না। আদি বেশ বুঝতে পারল শেষ ধাক্কাটা এখন না দিলেই নয় এর পরে দেরি হয়ে গেলে হয়ত এই রাতেই মা কিছু একটা বিপদ ঘটিয়ে বসবে।
আদি দুই হাতের মধ্যে মায়ের হাত ধরে বলে, “প্লিজ আমাকে একটু বিশ্বাস কর। আমি তোমাকে সব বলব।”
ঋতুপর্ণা মাথা ঝাঁকিয়ে ধরা গলায় বলে, “বিশ্বাস, কাকে ঠিক ভাবে বিশ্বাস করব ভেবে পাচ্ছি না। আমার স্বামী আমাকে ধোঁকা দিল, আমি ছেলেকে খুঁজে পাচ্ছি না, তোমার কেউ বলতে চাইছ না আর তারপরে বলছ তোমাদের বিশ্বাস করতে?”
গত কয়দিনে বাড়িতে বসে বসে ঋতুপর্ণা নিজেকে খুঁজতে চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই আশে পাশের সবার সাথে তাল মেলাতে পারছিল না। কিছুতেই মেলাতে পারছিল না যে পাশের ঘরে থাকা ছেলেটা আসলে ওর কে হয়, কেন ওর ওপরে এত নজর, কেন ওকে ভালবাসে। স্বপ্নের মতন সব কিছু যেন ধোঁয়াশা ঠেকায় ওর সামনে। এই যে ছেলেটা দৌড়ে এসেছে এর চেহারা কোথায় দেখেছে সেটাও ঠিক ভাবে মনে করতে পারছে না। হাতের ওপরে হাত পরতেই ঋতুপর্ণার শরীর অবশ হয়ে আসতে শুরু করে দেয়।
আদি মায়ের হাত দুটো ধরে বিছানার ওপরে বসিয়ে দেয়। নিজে মায়ের সামনে হাটু গেড়ে বসে পরে। আদি মায়ের হাত দুটো মুঠো করে ধরে আলতো চেপে বলে মায়ের চোখে চোখ রেখে বলে, “আমাকে বিশ্বাস করে দেখো, আমি তোমার কোন ক্ষতি করব না।”
ঋতুপর্ণা কাকে ঠিক ভাবে বিশ্বাস করবে ভেবে পায় না, তাও এই হাতের ছোঁয়ায় এক নিবিড় ভালোবাসার পরশ খুঁজে পায়। খানিক লজ্জা, খানিক দ্বিধা বোধে ঋতুপর্ণা আদির মুঠো থেকে নিজের হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু আদির হাতের মুঠো কিছুতেই শিথিল হয় না। ঋতুপর্ণা নিচু গলায় উত্তর দেয়, “আচ্ছা বিশ্বাস করে নিলাম, কিন্তু কথা দাও যে আমার ছেলেকে খুঁজে দেবে।”
আদি মুচকি হেসে বলে মায়ের হাত ছেড়ে দিয়ে বলে, “আচ্ছা হ্যাঁ দেব, কিন্তু...”
ঋতুপর্ণা ছেলেটার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, “কিন্তু কি?”
আদি হেসে বলে, “তোমার ওপরে অনেক ধকল গেছে বুঝতে পারছি এইবারে কাপড় ছেড়ে একটু রেস্ট নাও। আগামি কাল কলকাতা ফিরে গিয়ে তোমার ছেলের খোঁজ করব।”
ভুরু কুঁচকে তাকায় ঋতুপর্ণা, কলকাতায় কেন, ওর ছেলে কি এই কলেজে আর পড়ে না? তাহলে কোথায় ওর ছেলে? সেই সাথে দ্বিধা বোধ ভর করে মনের মধ্যে, এই রাতে কি এই রুমে এই অচেনা ছেলেটার সাথেই কাটাতে হবে নাকি?
ঋতুপর্ণা জিজ্ঞেস করে, “তা না হয় কাপড় ছারতে যাচ্ছি কিন্তু, আমার ছেলে কলকাতায় আছে সেটা এতদিন আমাকে বল নি কেন?”
আদি হেসে উত্তর দেয়, “সব কিছুর উত্তর ঠিক সময়ে পেয়ে যাবে।” আর একটু হলেও, মামনি বলে ফেলছিল আদি কিন্তু সামলে নিয়ে বলল, “আরে বাবা বলছি ত আমি তোমার ছেলেকে তোমার কাছে এনে দেব। আর হ্যাঁ, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। সকাল থেকে টেন্সানে আমাকে একেবারে মেরে ফেলেছ প্রায়।”
ছেলেটার কথা বার্তা শুনে আর হৃদ্যতা দেখে অধভুত এক ভালো লাগা মনের গভিরে উদয় হয় ঋতুপর্ণার। চোখ বড় বড় করে আদির দিকে তাকিয়ে বলে, “আচ্ছা তাই নাকি! একেবারে মরেই গেছিলে নাকি?”
মায়ের কথার ধরন শুনে আদির বেশ ভালো লাগে। গত দশ দিনে মাকে মন মরা হয়ে থাকতে দেখেছে। এতদিন পরে হাসি হাসি মুখ দেখে আদি হেসে বলে, “তা আর বলতে, যদি ফাদার আমাকে ফোন না করত তাহলে একেবারে অক্কা পটল যেতাম বুঝলে।” আদি মায়ের নরম হাত টেনে বুকের ওপরে চেপে ধরে। বুকের ধুকপুকানি ততক্ষণে যদিও অনেক কমে এসেছিল কিন্তু মায়ের নরম হাতের ছোঁয়ায় সেই ধুকপুকানি শত গুন বেড়ে ওঠে। কেন বেড়ে ওঠে আদি ঠিক জানে না তবে আদির মনে হয়, সামনে বসা এই মহিলাকে শুধু মা বলে নয় নিজের প্রেমিকার মতন ভালবাসতে, লুকিয়ে রাখতে ইচ্ছে করছে। এই সুপ্ত বাসনা আদির মনের গহিনে অনেকদিন ধরেই ছিল।
ছেলেটার বুকের ওপরে হাত রাখতেই ঋতুপর্ণা কুঁকড়ে যায়। উফফ, কি ভাবে ধুকপুক করছে ছেলেটার বুক। বড় শক্ত ছাতি। একটু আগে যখন কলার ধরে ওই ছাতির ওপরে মাথা রেখেছিল তখন মনে হয়েছিল এর চেয়ে নিরাপদ স্থান এই পৃথিবীতে আর নেই। ওর মনের গভিরে এই স ছাতির সাথে মিলিয়ে যাওয়ার এক সুপ্ত বাসনা মাথা চাড়া দিয়েছিল কিন্তু ছেলেটা বয়সে বেশ ছোট, সঠিক ভাবে চেনা পরিচয় নেই। নির্লজ্জের মতন নিজেকে মেলে ধরতে পারেনি।
আদি বুকের ওপরে মায়ের হাত চেপে দুষ্টুমি ভরা হাসি দিয়ে মাকে জিজ্ঞেস করে, “এইবারে কিছু মনে হচ্ছে কি?”
ঋতুপর্ণার কান গাল লজ্জায় ধিরে ধিরে উত্তপ্ত হতে শুরু করে দেয়। ইসস ছেলেটা কি যে করছে না, এইভাবে বসে থাকতে খুব ভালো লাগছে। মনের গভিরে এক সুপ্ত ইচ্ছে জেগে ওঠে, ছেলেটাকে আরো কাছে পেতেও ইচ্ছে করে। নিচের ঠোঁট দাঁতে কেটে লজ্জিত ভাবে বলে, “হ্যাঁ মনে হচ্ছে যে তোমাকে বিশ্বাস করা যায়। এইবারে যদি একটু হাতটা ছাড় তাহলে ফ্রেস হতে পারি।”
আদি মায়ের হাত ছেড়ে উঠে দাঁড়ায়, “এইত এইবারে মনে হচ্ছে তুমি আমার সেই...” থেমে গেল আদি, এখুনি বলবে না পরে বলবে। না থাক, আগে ফ্রেস হয়ে আসুক তারপরে না হয় ধিরে সুস্থে আলাপ আলোচনা করা যাবে।
ঋতুপর্ণা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে সঙ্গে আনা ছোট ব্যাগ খুলে তোয়ালে আর স্লিপ নিয়ে বাথরুমে ঢুকে যায়। মনের অলিন্দে এক নতুন সুরের বাজনা বাজতে শুরু করে দেয়। যদিও এই সঙ্গীতের কারন তার অজানা তাও বেশ ভালো লাগে। ঋতুপর্ণার সারা চেহারায় নতুন প্রেমের লজ্জিত ভাব মাখা। অঙ্গে যেন দোলা লেগে গেছে এই পুরুষের ছোঁয়ায়। সুভাষ চলে যাওয়ার পরে মনে হয় কোন পুরুষ ওকে এইভাবে নাড়া দিল।
আদি একভাবে মায়ের দিকে তাকিয়ে থাকে। এক্সিডেন্ট হওয়ার পরে আর এই কয়দিনে ওর মায়ের বয়স যেমন কমে গেছে তেমন যেন রূপের ডালি আরো বেড়ে উঠেছে। ডক্টর তৃষা বলেছিল যে মায়ের মতিগতি বদলাতে পারে, মুড সুইং অর্থাৎ মেজাজ বদলাতে পারে। কোনদিকে সেই বদল যাবে সেটা এখন সঠিক ভাবে জানা নেই তবে বুকের ওপরে যখন হাত রেখেছিল তখন মায়ের চেহারার রক্তিম লালিমা দেখে আদির বুকের ধুকপুকানি শত গুন বেড়ে উঠেছিল। একবার মনে হয়েছিল জড়িয়ে ধরে বুকের মধ্যে লুকিয়ে ফেলে সত্যি কথাটা বলেই ফেলে। যে কোন মানুষ এই অসম্ভব সুন্দরীর প্রেমে পরে যেতে বাধ্য। আদির বুকের পাঁজর চেঁচিয়ে ওঠে, “তুমি আমার মা, তুমি আমার প্রেমিকা আমার ভালোবাসা আমার সবকিছু। তোমাকে ছেড়ে কি করে থাকতে পারি বল।”
আদির ওপরে কম ধকল যায়নি। কলেজ থেকে ফিরেই না খেয়ে না দেয়ে দৌড় লাগিয়েছে মায়ের খোঁজে। বাগডোগরা নেমে শুধু এক কাপ চা খেয়েছিল আর কিছুই খাওয়া হয়নি, তাও সেই রকম খিধে পায়নি। মনের ভেতরে বেশ একটা খুশি খুশি ভাব। প্রায় দিন পনের পরে মায়ের সাথে “হ্যাঁ” আর “না” ছাড়া বেশ কথা বার্তা হয়েছে। এখন কার জন্যেই এটাই যথেষ্ট। বাথরুমে ঢোকার আগে মায়ের ঠোঁটের মুচকি হাসি দেখে মনে হয়েছিল আকাশের বাঁকা চাঁদ। একবার মনে হয়েছিল জড়িয়ে ধরে ওই গোলাপি গালে চুমু খায়। মা হলেও ওর ভালোবাসার পাত্রী বটে এই নারী।
কলেজের গেস্ট হাউসের রুমটা বিশেষ বড় নয়। এটা কোন হোটেল নয়, কলেজের গেস্ট হাউস তাই রুমটা বিশেষ বড় নয় তবে বেশ গুছানো, এক রাত কাটানোর মতন বেশ। মাঝখানে একটা বড় বিছানা, একপাশে একটা বড় আলমারি, বিছানার অন্যপাশে ড্রেসিঙ টেবিল আর তার সামনে একটা টুল। এই বিছানায় এক সাথে রাত কাটাবে নাকি? মা হয়ত রাজি হবে না এক অচেনা পুরুষের সাথে এক বিছানায় শুতে। রাজি না হলে পাশের কাউচে রাত কাটিয়ে দেবে।
বাথরুমে ঢুকে শাড়ি ব্লাউজ ছেড়ে আয়নায় তাকাল নিজের দিকে ঋতুপর্ণা। হস্পিটালে যে ঋতুপর্ণা ছিল সেই ঋতুপর্ণা এখন আর ওর সামনে দাঁড়িয়ে নেই। এই কয়দিনে যদিও নিজেকে বহুবার আয়নায় দেখেছে তাও কেমন নতুন মনে হয় আয়নার ভেতরে দাঁড়ানো প্রতিফলনটাকে। ওর শুধু মনে আছে যে কিছু এক কারনে হস্পিটালে ছিল, তারপরে বাড়ি আর এই বাইরে দাঁড়ানো ছেলেটা, এর বেশি কিছুই অঙ্ক মিলছে না। ঘুমালে মাঝে মাঝে আবছা আবছা টুকরো টুকরো ছবি ভেসে ওঠে কিন্তু তার অর্থ ঋতুপর্ণার বোধ গম্য হয় না। হয়ত ওই টুকরো টুকরো আবছা ছবি গুলোর উত্তর এই ছেলেটার কাছে থাকবে। তাড়াহুড়োতে শুধু মাত্র একটা স্লিপ, একটা তোয়ালে অল্প কিছু প্রসাধনি নিয়েই বেড়িয়ে গিয়েছিল। আগামি কাল বাড়ি ফিরতে হলে এই পোশাকেই ফিরতে হবে।
সায়ার দড়িতে টান মারল। ধিরে ধিরে সায়া কোমর ছাড়িয়ে নিচে নেমে গেল। এতদিন পরে নিজের নগ্নতা দেখে নিজেই কেমন লজ্জা পেয়ে গেল ঋতুপর্ণা। নরম দুই জোড়া স্তন একটা ছোট লাল ব্রার মধ্যে ঢাকা, আর পরনে একটা লাল প্যান্টি। নিচের ঠোঁট কামড়ে লাজুক হেসে শেষ পোশাক টুকু খুলে ফেলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পরে। শাওয়ারের ঈষদুষ্ণ জলের তোড়ে সারাদিনের ক্লেদ ক্লান্তি ধুয়ে যায়। বুক ভরে শ্বাস নেয় ঋতুপর্ণা, অজানা ভালোলাগায় রক্ত চঞ্চল হয়ে ওঠে। একটু গভির ভালোবাসা, একটু নিবিড় করে কাউকে জড়িয়ে ধরা, এক জোড়া কঠিন বাহুপাশের আলিঙ্গন যেন ওকে ডাকছে। স্নান সেরে তোয়ালে দিয়ে ভালো করে গা হাত পা মুছে নিল। জলের ছোঁয়ায় না নিজের হাতের ছোঁয়ায় না অজানা ভালোলাগায় ঠিক জানা নেই, স্তনের বোঁটা জোড়া বেশ ফুলে উঠেছে। দুই ঊরুতে এক কাঁপুনি, বুকের রক্তে অজানা এক ছলকানি, ধমনিতে অজানা উষ্ণতা, সব কিছু মিলিয়ে ঋতুপর্ণা যেন উড়ে চলেছে এই অজানা দিগন্তের পানে।
স্লিপ খানা গায়ে চড়ানর পরে বুঝতে পারল তাড়াহুড়োতে হাতের কাছে যা পেয়েছে সেটাই নিয়ে চলে এসেছে। সাটিনের গোলাপি রঙের স্লিপটা হাঁটুর কাছে এসে শেষ হয়ে গেছে, কাঁধে পাতলা দুটো স্ট্রাপ, সামনে পেছনে বেশ ফাঁকা। বাড়িতে নিজের ঘরে শুতে যাওয়ার আগে এই পোশাক পরে। ইসস বড় লজ্জায় পরা গেল, এই পোশাকে কি ওই ছেলেটার সামনে যাওয়া যায়, এযে ওকে ঢেকে রাখার চেয়ে অনেক বেশি উন্মুক্ত করে ফেলেছে। তার ওপরে আবার ভেতরে কিছুই পরা নেই। স্তনের বিভাজন যেন ঠিকরে সামনের দিকে বেড়িয়ে এসেছে, শক্ত স্তনের বোঁটা জোড়া স্লিপ ফুঁড়ে সামনের দিকে উঁচিয়ে গেছে। চুল একটু ভিজে গিয়েছিল, সেই জলে পিঠের দিকটা একটু ভিজে গেছে। দুই মসৃণ উরুর মাঝের, ওর নারী অঙ্গের চারপাশে ঘন কালো কেশের বাগান ভিজে গিয়েছিল। জল মুছে ফেলার পরেও সাটিনের স্লিপ কেমন দুষ্টুমি করে পায়ের সাথে লেপটে গেছে। একটাই তোয়ালে, এই দিয়ে এক নয় শরীরের উপরে জড়ানো যায় না হয় কোমরে পেঁচিয়ে বেড়িয়ে আসা যায়। যা হবার হবে, ছেলেটাকে দেখে বেশ ভালোই লেগে গেছে, অন্তত ছেলেটা ওর কোন ক্ষতি করবে না, করার ইচ্ছে হলে এতদিনে করেই দিত। এইভাবে পদ্ম পাতায় শিশিরের বিন্দুর মতন আগলে রাখত না।
অনেক খন হয়ে গেছে মা বাথরুমে ঢুকেছে। জল পরার আওয়াজ অনেক আগে থেমে গেছে তাও দেরি দেখে আদির মনে ভয়ের সঞ্চার হল। মাথা ঘুরে পরে যায়নি ত? হয়ত ক্লান্তির ফলে অথবা চিন্তার ফলে কিছু হয়ে যেতে পারে। ইতস্তত করতে করতে আদি শেষ পর্যন্ত বাথরুমের দরজায় টোকা মারে। একবার নাড়া দিল, কিন্তু ভেতর থেকে কোন আওয়াজ এলো না।
দ্বিতীয় বার একটু জোরেই নাড়া দিয়ে ডাক দিল, “কি হল এত দেরি করছ কেন? কিছু হয়নি ত?”
আষাঢ়ের মেঘের মতন গভির এই ছেলেটার গলা, তাড়াতাড়ি তোয়ালেটা গায়ে জড়িয়ে উত্তর দেয় ঋতুপর্ণা, “না না, এই হয়ে গেছে।”