28-09-2020, 09:36 PM
শুরুটা যেভাবে হয়েছিলো শেষটা সেভাবে করতে পারেনি। (যেটুকু লেখা হয়েছে সেটুকু বিবেচনায়)। লেখা পড়ে যা বুঝেছি, এটা লেখকের প্রথম দিকের কোনো একটা লেখা হবে। অথবা কোনো নবীণ লেখকের লেখা গল্প এটি। যে লেখকের প্রচুর ট্যলেন্ট আছে শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ঠ ঘষা-মাজা করে নিতে হবে। সঙ্গমের বর্ণনায় আরো পটু হওয়া দরকার। সেই সাথে সঙ্গমের সময়সীমার ব্যাপারেও তার স্পস্ট ধারনা এখনো হয়নি বলেই আমার মনে হচ্ছে। সে হিসেবে লেখক বয়সের দিক থেকেও অনেক নবীণ বলেই আমার মনে হয়। বিষয় বস্তুতে নতুনত্ব আনতে গিয়ে বেশ ক'জায়গায়ই একেবারে লেজে গুবড়ে করে ফেলেছে হয়তো নিজের অজান্তেই। তবে এই সব কিছুই এক সময়ে শুধরে যাবে বলেই আমার ধারনা। জানিনা তিনি পরবর্তীতে আর লিখেছেন কিনা। লিখে থাকলে কিংবা চর্চ্চায় থাকলে এতোদিনে তিনি হয়তো ভালো একজন লেখক হয়ে গেছেন। তবে সেক্ষেত্রে ভালো সমালোচকদের সমালোচনা যদি ওনি পজেটিভলী নিয়ে থাকেন তবেই সেটি সম্ভব।
গল্পটি এখানে শেয়ার করার জন্য রনিদাকে অনেক ধন্যবাদ !
গল্পটি এখানে শেয়ার করার জন্য রনিদাকে অনেক ধন্যবাদ !