11-03-2019, 07:04 PM
(11-03-2019, 06:24 PM)bipulroy82 Wrote: মানুষের আগ্রহ কোথায় বোঝা যাচ্ছে না। মা-তে নাকি ঝুমাতে? ঝুলিয়ে রাখছি বলে একজন ইনবক্সে অভিযোগ করলেন। তাই কি? গল্পে যন যেমন দরকার তেমনি আনছি। এখনো সমকামিতার মত প্রিয় বিষয়কে আনতে পারিনি তাছাড়া অনেকগুলো আকর্ষন সৃষ্টি করেছি। রুবা জবা, জাহানারা, রমিজ গং, ঝুমা, পপি রেবেকা সব রসগোল্লা হয়ে আছে। কিন্তু পাঠকদের কাছে সেগুলো সত্যি তেমন করে মজা দিচ্ছে কিনা বুঝতে পারছিনা।দাদা সজীব যে মা কে খাবে তা তে সন্দেহ নেই কিন্তু বাকি দের বেলাতে কি হবে তা বলা মুসকিল । আর ঝুমা কে দাদা ভালো লেগে গেছে। ঝুমা কাউকেই নিরাশ করেনা দাদা। মনে হচ্ছে সজীব ঝুমা ভালো একটা কেমেস্ট্রি হবে। পরের আপডেটের অপেক্ষায় রইলাম দাদা ।