27-09-2020, 01:17 PM
প্রথম আপডেট পড়লাম এবং সেই নিয়েই কিছু কথা বলার আছে। এমনিতে গল্পের শুরুটা বেশ ভালো, সেই নিয়ে কোন দ্বিমত নেই। পড়তে পড়তে কয়েক জায়গায় একটু বাধা পেলাম, এটা বাংলা গল্প কিন্তু ইংরেজি শব্দের ব্যাবহার প্রচুর, কথোপকথনে ইংরেজি শব্দ থাকলে অতটা কানে লাগে না কারণ আজকাল আমরা বাংলা কম বলি এবং কথা বলতে ইংরেজি শব্দ বেশি ব্যাবহার করি, কিন্তু সাধারন বাক্যে ইংরেজি শব্দ বড্ড বাজে লাগে, এই যেমন "বিজনেস জয়েন করেছে" সেখানে অনায়াসে "ব্যাবসায় নিযুক্ত হয়েছে" লেখা যায়, "জেন্টস সেক্সান" সেখানে "ছেলেদের দিক" লিখলে ভালো হয়, এমন প্রচুর ইংরেজি শব্দকে বাংলায় লিখলে ভালো হয়। এটা যদিও আমার একান্ত ব্যাক্তিগত মতামত, লেখক এবং অন্য পাঠকের সাথে আমার মতামতের মিল নাও থাকতে পারে !!!!!!!