26-09-2020, 08:23 AM
(26-09-2020, 06:34 AM)ray.rowdy Wrote: আপনার এই পর্বের শেষদিকে তনুশ্রী নামে কারোর উল্লেখ করেছেন. তনুশ্রী কে? নাকি ভুল করে কঙ্কনার পরিবর্তে তনুশ্রী লিখে ফেলেছেন?
আর গল্পটি সত্যিই দারুণ. খুবই ভালো লিখে চলেছেন.
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। আমি সাধারণত লিখেই পোষ্ট করে দিই না। এক বার, প্রয়োজনে দুবার পড়ে বিভিন্ন অংশ পরিমার্জন করি। মনের মতো হলে তবেই পোষ্ট করি। এই পর্বের পরিমার্জনের সময় তনুশ্রী নামটা পাল্টে কঙ্কনা করেছি, কিন্তু শেষ লাইনে ভুল করে তনুশ্রী নামটার জায়গায় কঙ্কনা করতে ভুলে গেছি।
ভুলটা সংশোধন করে নিলাম। শুভেচ্ছা।
ভালো থাকবেন।
Shy but Sexy