25-09-2020, 11:22 PM
(This post was last modified: 26-09-2020, 12:01 AM by যোনিগন্ধা. Edited 1 time in total. Edited 1 time in total.)
(25-09-2020, 10:24 PM)Badrul Khan Wrote: ইহুদিরাও একেশ্বরবাদী। নৃশংসতা সব উগ্র ধর্মীয় /ভাষাগত জাতীয়তাবাদীদে
র মধ্যে বিদ্যমান। ইসলাম ধর্মের বয়স দুহাজার নয় দেড়হাজার বছরের চেয়েও কম।
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। ভুল সংশোধন করে নিলাম।
ইসলাম এবং খ্রিষ্ট ধর্মের চেয়ে অনেক পুরানো, আর উৎপত্তির দিক থেকে বৌদ্ধ ধর্মের সমকালবর্তী ইহুদি ধর্ম জন্মকাল থেকেই বহুকাল পর্যন্ত নির্যাতিত এবং ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ ছিলো। রোমক সাম্রাজ্যের পর থেকেই নির্যাতনের ফলে এই ধর্মাবলম্বীরা দেশে দেশে ছড়িয়ে পড়ে। তারপর বহু শতাব্দী ধরে ইউরোপ ও আমেরিকার আভ্যন্তরীন রাজনীতিতে ইহুদিদের গভীর প্রভাব বর্তমান ছিলো। বিশেষত আর্থিক ক্ষেত্রে তাদের গুরুত্বপুর্ন ভুমিকার মাধ্যমে। হিটলারের জার্মানীতে লক্ষ লক্ষ ইহুদির নিধন পরবর্তীতে আন্তর্জাতিক রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করেছে। ১৯৪৮ ইং সনে ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষত পশ্চিম এশিয়ার রাজনীতিতে ইহুদি ধর্মেরও ব্যাপক প্রভাব গড়ে ওঠে। ইহুদিরা নিজেদের ধর্মীয় প্রভাব মুক্ত করে এখন এক সমৃদ্ধ জাতি। * ও '. সম্প্রদায়ের চেয়ে শিক্ষায় দীক্ষার অনেক উন্নত। একরামের ভাবনায় এদের উল্লেখ থাকলে ভালো হতো।
Shy but Sexy