25-09-2020, 05:46 PM
(24-09-2020, 02:15 PM)Mr Fantastic Wrote: আমি Xossip-এ ছিলাম না, তবে বছর খানেক আগে অন্য একটা সাইটে আপনার এই ভালোবাসার রাজপ্রাসাদ কাহিনী পড়েছিলাম। গল্পে প্রেম-যৌনতা যে এতো সুন্দর আর মধুর হতে পারে তা আমার ধারণায় ছিল না। পরী আর অভির ভালোবাসার চড়াই উতরাই দেখে কখনও হেসেছি কখনও ভারাক্রান্ত হয়েছি। তবে গল্পের অন্তিমে প্রচন্ড বিমর্ষ হয়ে পড়েছিলাম, সবসময় মনটা খচখচ করতো। তারপর আবার অন্য সাইটে মধ্যরাত্রে সূর্যোদয় পড়লাম, সেটা এক নতুন ভিন্ন অভিজ্ঞতা। আপনি বাংলায় যেখানে শেষ করেছেন সেই অবধি পড়ে মনে হল সব শেষ, কিচ্ছু ঠিক হওয়ার নয়। আমি এতটা কেঁদেছি দেখে আমার প্রেমিকা সান্ত্বনা দিয়ে বলতো এটা তো একটা গল্প মাত্র ! তারপর আবার খোঁজাখুঁজি করে Dawn at Midnight টা পেলাম, পুরোটা একবারে পড়ে নিলাম আমরা। রুদ্ধশ্বাস অনুভূতি বলে বোঝানো যাবে না, সবসময় মনে হতো কি হয় কি হয়। শেষে অভি-পরীর মিলন দেখে বুকটা অদ্ভুদ ভালোলাগায় ভরে উঠলো, শরীর থেকে একটা ভারী পাথর নেমে গেল মনে হল। তখন থেকেই ভাবতাম আমার পাঠ প্রতিক্রিয়া লেখককে জানাতে পারলে বড়ো ভালো হতো, Xossipy তে এলাম কিন্তু আপনাকে পেলাম না, আজ নিজের অত্যন্ত কাছের এই গল্পের অনুভূতি ব্যক্ত করতে পারলামমধ্যরাত্রে সূর্যোদয় গল্পটা বাংলায় পুরোটা কোথায় পাবো দয়া করে বলেদিন, পরি আর অভির ভালোবাসার পরিণতি না পড়া অব্দি আমার শান্তি হবে না!???
অভি আর পরী সুখে শান্তিতে ভালোবাসায় প্রেমের প্রতিমূর্তি হয়ে সংসার করুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি