25-09-2020, 02:59 PM
(25-09-2020, 11:45 AM)Thumbnails Wrote: এই গল্পটা এতটুকু বাংলায় পড়ে যতটা তৃপ্তি পেয়েছি, ইংরেজিতে পড়ে সেই তৃপ্তিটা আসবে না। তাই কেউ যদি বাকিটুকু অনুবাদকরে দেন তাহলে খুব ভালো হয়।
এই গল্পের দ্বিতীয় ভাগ " মধ্যরাত্রে সূর্যোদয় "। সেটা বাংলায় যতখানি লেখা আছে পড়ে নিন, এমন জায়গায় এসে থামবেন মনে হবে শেষ অবধি কি হল সেটা জানতেই হবে ! অতঃপর Dawn at Midnight পড়ে ফেলুন, খুব সহজ সরল ভাষা আর আবেগপূর্ণ লেখনীতেই লেখা আছে, অসুবিধা হওয়ার কথা নয়। গল্পের ভিতর ডুবে যাবেন পুরো এমনই এই দুই মানব-মানবীর জীবনকাহিনী !