24-09-2020, 12:59 PM
(24-09-2020, 12:38 PM)Baban Wrote:সেই প্রথম বার যেদিন পড়েছিলাম সেদিনই ভক্ত হয়ে গেছিলাম. আজও পড়লে বুকের বাঁ পাশটা কেমন করে. কিছু ভালোবাসার সমাপ্তি বোধহয় সুখের হয়না.... নাকি কিছু বাকি থেকে যায়? আমরা সেটিকে সমাপ্ত ভেবে ভুল করি? এর উত্তর সেই জানে যে ওপরে বসে সবার গল্প লেখে।
পিনুরাম দাদার উদ্দেশ্যে......
পবিত্র সম্পর্ক বুঝতে বা চিনতে মানুষ কখনো ভুল করে, ভুল করে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেয় যা দুইটি জীবনের সুখ আনন্দ ও সর্বোপরি ভালোবাসা কে সম্পূর্ণ রূপে শেষ করে দেয়. অস্ত যায় সেই সব ভালোবাসার দিনগুলো সূর্যাস্তের সাথেই. কিন্তু কে বলতে পারে আবার হয়তো কোনোদিন কোনো এক মধ্য রাতেই সূর্য উদয় হবে।
Forbidden Love এবং Dawn At Midnight, গল্প দুটো আজ থেকে প্রায় দশ বছর আগে লিখেছিলাম। আজো যে মানুষ সেই গল্প মনে রাখবে আর বন্ধুরা এখন সেই গল্প নিয়ে আলোচনা করবে, সেটা সত্যি আশাতীত, এতটা ভালোবাসা পাবো বলে কোন দিন আশা করিনি। গল্পটা আমার খুবই কাছের, সেই কারনেই Dawn At Midnight বাংলাতে অনুবাদ করতে পারিনি, চেষ্টা করেছি বহুবার, কিন্তু দ্বিতীয় বার সেই শক্তি আর ছিল না পরীর কথা লেখার। যারা সত্যি ইচ্ছুক, দয়া করে একটু কষ্ট করে ইংরেজি তে পড়ে নেবেন !!!!!!!
অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য, যারা আজো এই গল্প পড়ে !!!!!!
আমার ভালোবাসার রাজপ্রাসাদে
নিশুতি রাত গুমরে কাঁদে
মনের ময়ুর মরেছে ঐ
ময়ুর মহলেই…
দেখি মুকুটটা তো পড়ে আছে
রাজাই শুধু নেই
আমার ভালোবাসার রাজপ্রাসাদে....
-- (মান্নাদের গান)