22-09-2020, 10:00 AM
(22-09-2020, 03:13 AM)sagorrupa Wrote: সত্যিই বাস্তবধর্মী একটি গল্প। অধ্যায়ের শেষের দিকে মেয়েদের র্মমযাতনার যে চিত্র ফুটিয়ে তুলেছেন - সেটা আদি থেকে আজও চলছে। আমাদের মানসিকতার পরিবর্তন না হলে এর ব্যতয় হবে বলে মনে হয়না। Please গল্প চালিয়ে যান।
ধন্যবাদ।
আপনারা, যারা এই গল্পটা প্রথম থেকে পড়ছেন, তাদের উদ্দেশ্যে বলছি:
পশ্চিমবঙ্গে সম্প্রতি কয়েকজন জিহাদি ধরা পড়ার পর কাগজে এই উপমহাদেশে জিহাদি সক্রিয়তা নিয়ে যে তথ্য গুলো বেরিয়ে আসছে, তার নিখুঁত বিবরণ কি এই গল্পে পাননি?
আমি চেষ্টা করেছি ইন্টারনেটে বিভিন্ন জিহাদি সংস্থা নিয়ে যা তথ্য পাওয়া যায় সেগুলো ব্যবহার করে একটা বাস্তব সম্মত ছবি আঁকতে।
জিহাদ একটা রাজনৈতিক যুদ্ধ। এই ভারতে এখন আরো একটি জিহাদ চলছে, যার কথা এই গল্পে তুলে ধরতে চেয়েছি।
এই দুই যুদ্ধেই সবচাইতে বেশি আক্রান্ত হয় মেয়েরা। পৃথিবীর যে কোন যুদ্ধে এমনটাই ঘটে। কিন্তু সভ্যতার ভানকরা সমাজ এই ঘটনা গুলো প্রকাশ করে না।
আরো কয়েকটা পর্ব লাগবে গল্পটা শেষ করতে। আমি শুধু আপনার পাঠ প্রতিক্রিয়া চাই। এটুকু চাওয়া কি অন্যায়?
সঙ্গে থাকুন। পরের পর্ব আসছে।
Shy but Sexy