21-09-2020, 01:48 PM
(21-09-2020, 01:00 PM)pinuram Wrote: আমি আজকাল আর লিখিনা একটাই কারনে কারণ গল্প লেখার মতন সময় এখন আমার হাতে একদম নেই, সত্যি আমি খুব দুঃখিত !!!! তার ওপরে লোকে গল্প চুরি করে নেয়, নিজের নামে চালিয়ে দেয়, গল্প আমি যেহেতু ইন্টারনেটে বিনা পয়সায় লিখি শুধু বিনোদনের জন্য সুতরাং চুরি যে হবে সেটা কি করে বাধা দেব। কেউ গল্পের নাম বদলে অথবা চরিত্রের নাম বদলে নিজের নামে চালাতে পারে, কি করে কাকে কাকে রুখবেন?
আমি অভিভূত , আপনার জবাব আমার থ্রেড এ পেয়ে !!
আপাতত আমি বাকরুদ্ধ , পরে ভাবনা চিন্তা করে কিছু কথা বলতে চাই আপনাকে , একটু সময় বার করে পড়বেন দয়া করে !!!



