20-09-2020, 01:09 AM
(19-09-2020, 11:44 PM)যোনিগন্ধা Wrote: আমি বুঝতে পারছি, আমার এই গল্পটা এখন আর কারো ভালো লাগছে না। ধীরে ধীরে লেখার উৎসাহ হারিয়ে ফেলেছি।আমাদের জন্য লিখে যান প্লিজ। থেমে যাবেন না। এমন একটা লেখা পড়ার জন্য রোজ আসি থ্রেডে। আমার মতো অনেকেই আসে, কিন্তু কমেন্ট করে না। হতাশ হবেন না। নিয়মিত আপডেটের অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল।
তবু শুরু যখন করেছি, অবশ্যই শেষ করবো। তবে আর নিয়মিত আপডেট না দিলেও বোধহয় চলবে।
ধন্যবাদ।