18-09-2020, 12:32 AM
রেড এন্ড ব্লু ক্লাব (#০৩)
ল্যাপটপ খুলে ইন্টারনেটে ফোন নাম্বার পরীক্ষা করাতে দেখে এটা একটা বাইরের দেশের নাম্বার। সেই দেখে দানা আর মহুয়া আরো বেশি আশ্চর্য হয়ে যায়। নিশ্চয় নিজেদের আসল পরিচয় গোপন করার জন্য এই সব ব্যাবস্থা। এই অ্যানুয়াল মিট যখন পরের দিনেই অনুষ্ঠিত হবে তখন নিশ্চয় বাইরের দেশে হবে না, এই দেশেই হবে যেখানে ক্লাবের সদস্যরা অতি সহজে যেতে পারে। সাতপাঁচ ভেবে শেষ পর্যন্ত আমন্ত্রন পত্রের নীচে লেখা ফোন নাম্বারে ফোন করে দানা। বেশ কিছুক্ষণ ফোন বেজে যাওয়ার পরে ওইপাশে একজন অল্প বয়স্ক মেয়ের কণ্ঠ স্বর শোনা যায়।
দানা জিজ্ঞেস করে, "রেড এন্ড ব্লু ক্লাব?"
মেয়েলী কণ্ঠের উত্তর আসে, "কাকে চান?"
দানা খানিক ইতস্তত করে গম্ভীর কণ্ঠে আবার প্রশ্ন করে, "রেড এন্ড ব্লু ক্লাব?"
গম্ভির গলায় উত্তর আসে ওই পাশ থেকে, "দুঃখিত ভুল নাম্বারে ডায়াল করেছেন।" বলেই মেয়েটা ফোন রেখে দেয়।
দানা হতাশ হয়ে যায়। এই ক্লাবে কিছু করে হোক ওকে যেতেই হবে, নাহলে কঙ্কনা আর নাসরিনের হদিস পাওয়া যাবে না। দানা আমন্ত্রন পত্র আবার দেখে, সঠিক নাম্বারেই ফোন করেছিল তাও কেন মেয়েটা ভুল বলছে? এইবারে ঠিক করে যে, আর জিজ্ঞেস না করে সোজা সুজি কথা বলবে। ঠিক সেই সময়ে ওই নাম্বার থেকে দানার কাছে ফোন আসে। মহুয়া ওকে ফোন উঠাতে বলে।
দানা ফোন উঠাতেই ওইপাশের নারী কণ্ঠ ওকে জিজ্ঞেস করে, "আপনার কোন রঙ, কার্ড নাম্বার কত?"
সঙ্গে সঙ্গে মহুয়া লাল কার্ড খানা দানার হাতে ধরিয়ে দেয়। দানা ফোনে উত্তর দেয়, "কার্ডের রঙ লাল, কার্ড নাম্বার ওয়ান নাইন সিক্স টু জিরো ফোর টু ফাইভ।"
মেয়েটা জিজ্ঞেস করে, "পাসওয়ার্ড?"
দানা কপাল ঠুকে সাদা কাগজে লেখা নম্বরটা বলে দেয়, "ফোর নাইন টু সিক্স।"
মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকার পরে হেসে ফেলে, "আচ্ছা আপনি (বলেই হেসে ফেলে)। তাহলে ওই ভাবে প্রশ্ন করতে গেলেন কেন? মস্করা করার ইচ্ছেটা আপনার সত্যি গেল না দেখছি। কিন্তু এইবারে আপনার গলা কেমন যেন শোনাচ্ছে। বেশ সুস্থ সবল, বয়স কমিয়ে ফেলেছেন নাকি?"
বুক ভরে শ্বাস নেয় দানা, বুকের ভেতরে দুমদুম করে দামামা বেজে চলেছে। ভেবেছিল হয়ত ধরা পরে যাবে। কিন্তু ওইপাশের মেয়েটা ওকে লোকেশ ভেবেই কথা বলছে। মহুয়া ওকে ইশারায় জানায় উত্তেজনা দমিয়ে একদম সাধারন ভারী কণ্ঠে কথাবার্তা বলতে। নির্দেশ মতন দানা অন্যপাশের মেয়েটাকে বলে, "না মানে বেশ সুস্থ বোধ করছি তাই হয়তো আমার গলা ওই রকম শুনাচ্ছে। তাহলে কাল বিকেলে দেখা হচ্ছে।"
মেয়েটা হেসে বলে, "কি যে বলেন না আপনি। না না আমি কেন যাবো। আপনাদের জন্য প্রচুর নীল কার্ডের মেয়েরা রয়েছে। তাহলে আপনার নাম্বার লিস্টে লিখে ফেলি, ফাইনাল তো?"
দানা মুচকি হেসে জানায়, "হ্যাঁ করে ফেলুন।"
দ্বিধা বোধ জাগে, মেয়েটাকে কি সমাগমের জায়গা জিজ্ঞেস করা উচিত? জিজ্ঞেস করলে ধরা পরে যাওয়ার বিপুল সম্ভাবনা আছে তাই এড়িয়ে যায় সেই প্রশ্ন।
মেয়েটা হেসে ওকে জিজ্ঞেস করে, "আপনি এইবারে কোন নীল কার্ড নিয়ে আসছেন কি?"
নীল কার্ড মানে? কিন্তু না জেনেও জানার ভান করে উত্তর দেয়, "না না, কোন নীল কার্ড সাথে নেই।"
মেয়েটা হেসে ফোন রেখে দেয়। দানার দৃঢ় বিশ্বাস এই ক্লাবে গেলে কঙ্কনা আর নাসরিনের হদিশ পাওয়া যাবে। এখন পর্যন্ত এই মিট কোথায় হবে সেটা জানা গেল না। নীল কার্ডের কি অর্থ সেটা জানা গেল না। হাতে মাত্র একদিন সময়, এমনিতে রাত হয়ে গেছে, এখুনি কি পরিকল্পনা করা যায় ওদের বিরুদ্ধে।
দানা একটু ভেবে বলে, "নয়নার কাছে এর উত্তর পাওয়া যাবে। ওর বাড়ি একবার গেলে কেমন হয়?"
মহুয়া মানা করে দেয় দানাকে, "এতদিন দেখা পর্যন্ত করতে যাওনি আর এইরাতে হঠাৎ করে যাবে? রুহির কাল প্রথম কলেজ, আমাদের কলেজে নামিয়ে দিয়ে তুমি সোজা নয়নার বাড়িতে চলে যেও। এত ভেবো না, কাল বিকেল পর্যন্ত সময় আছে। কিছু একটা পরিকল্পনা করা যাবে।"
রাতের খাওয়া দাওয়া সেরে, দানা স্টাডিতে বসে সিগারেট টানতে টানতে লাল কার্ড আর চাবি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। এই কার্ডে লেখা নাম্বার আর কাগজে লেখা সংখ্যার রহস্য জানা গেল। রেড এন্ড ব্লু ক্লাবের বার্ষিক যৌন সঙ্গমের সমাগম কোথায় হবে সেটা জানা যায়নি। এক কালে কঙ্কনা বলেছিল এই ক্লাবে এক রাতে এক লাখ টাকা আয় করা যাবে। ওইদিকে নয়নার মুখে শুনেছিল এইবারে নাকি চল্লিশ লাখ টাকা চায়। চারদিকে টাকার ছড়াছড়ি। কিন্তু এই চাবিটা কিসের? দেখে মনে হচ্ছে কোন তালার চাবি হয়ত কোন লকারের। সেই লকার কোথায়?
এই খবর একমাত্র নয়না ওকে দিতে পারবে। রাত অনেক হয়ে গেছে, এত রাতে নয়নাকে কি ফোন করা ঠিক হবে? এই সব আলোচনা সামনা সামনি হওয়া ভালো। হাতে সময় খুব কম, একটা দিন ও হাতে নেই।
পরের দিন আবার রুহির কলেজ, সকালে দাঁত মাজার সময়ে উভয়সঙ্কটে পড়ে যায় দানা। শেষ পর্যন্ত সিগারেট টেনে কমোডে বসে ঠিক করে আগে মেয়ের কলেজ তারপরে বাকি সব কাজ। মহুয়া রুহিকে ঘুম থেকে তুলতে ব্যাস্ত, এমনিতে রোজদিন দেরি করে ওঠে কিন্তু প্রথম দিন কলেজ যাবে তাই লাফাতে লাফাতে সকাল সকাল উঠে পড়েছে। নতুন কলেজ ড্রেস, মাথায় দুটো ঝুঁটি বাঁধা, সাদা ছোট জামা আর লাল কালো ডোরা কাটা স্কার্টে মেয়েকে দেখে মহুয়া প্রায় কেঁদে ফেলে। কলেজের গেট পর্যন্ত ছেড়ে দিতে যায় দানা আর মহুয়া। রুহির বেশ আনন্দ কলেজ যাবে, কিন্তু বেচারি এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে মাম্মা আর ডাডা ওর পাশে থাকবে না। যেই কলেজের ম্যাডামের হাতে ওকে ধরিয়ে দেওয়া হয় সেই কান্না জুড়ে দেয়, আর রুহি কিছুতেই ভেতরে যাবে না। পা দাপিয়ে, কলেজ মাথায় করে তুলে ধরে। অবশ্য রুহি একা নয় ওই বয়সের আরো অনেক বাচ্চারাই এটা করে। তবে নিজের মেয়ের কান্না দেখে কি আর থেমে থাকা যায়, মহুয়া চুপচাপ দাঁড়িয়ে, একবার ভাবে না আজকে না হয় নাই বা গেল আগামী কাল থেকে যাবে।
নার্সারির ম্যাডাম ওকে বুঝিয়ে বলে, "একদিন আপনাকে ছাড়তেই হবে, সেটা আজ। আপনি বাড়ি যান।"
রুহি কিছুতেই মায়ের আঁচল ছাড়বে না। মহুয়া ওর ক্লাসের ম্যাডামকে জিজ্ঞেস করে, "আমি একটু বসতে পারি।"
ওর ম্যাডাম মাথা দুলিয়ে বলে, "দুঃখিত ম্যাডাম। প্রথম দিন সব বাচ্চাই এমন করে, একটু পরেই ঠিক হয়ে যাবে।"
মহুয়ার পা আর নড়ে না, দানার পাশ ঘেঁসে চুপচাপ ছলছল চোখে দাঁড়িয়ে থাকে। দানা বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিজের পুরানো দিনে হারিয়ে যায়। ওর মা কাজে বেড়িয়ে যাওয়ার সময়ে মায়ের আঁচল ধরে থাকত, কিছু করার ছিল না তখন। ওই বস্তির অলি গলির মধ্যে কুকুর বেড়ালের সাথেই খেলা করতো দানা আর ওর মা কাজে বেড়িয়ে যেত। রুহিকে অন্তত এঁদো বস্তির পুতিময় অলি গলিতে ছেড়ে ওরা যাচ্ছে না। রুহির ম্যাডাম ওকে নিয়ে চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে মহুয়া ওকে জানিয়ে দেয় যে প্রথম দিনে এই কলেজেই বসে থাকবে। দানা ওকে মানা করে না তবে মনাকে বলে যায় একটু নজর রাখার জন্য।
যদিও মহুয়াকে একলা ছাড়তে একদম ইচ্ছে নেই তাও ওকে একা ছেড়ে নয়নার বাড়ির দিকে যাত্রা করে। হাতে সময় খুব কম, ওর দৃঢ় বিশ্বাস এই সমাগমে নিশ্চয় কঙ্কনা আর নাসরিন আসবে। তার খবর হয়ত নয়না দিতে পারবে না কিন্তু কিছু সাহায্য হয়তো করতে পারবে বলে ওর বিশ্বাস। যদিও নয়নার সামনে দাঁড়ালে ওর মাথার ঠিক থাকবে কি না সেটা সন্দেহের ব্যাপার তাও মহুয়া ওকে বারেবারে শান্ত থাকতে অনুরোধ করে।
এত সকালে দরজায় দানাকে দেখে নয়না বিস্মিত হয়ে যায়। ওই রাতের ঘটনার পরে আর দানার সাথে দেখা হয়নি অথবা কথাও হয়নি। কারন অবশ্য নয়নার অজানা নয়। হয়তো সেই বোঝা পড়া করার জন্যই এসেছে। বসার ঘরে ঢুকে চোখ চোখ রেখে কিছুক্ষণ কঠোর চাহনি নিয়ে নয়নাকে পর্যবেক্ষণ করে দানা। ওই কঠিন ধারালো দৃষ্টির সামনে দাঁড়াতে কুণ্ঠিত বোধে কুঁকড়ে যায় নয়না।
কুশল আদান প্রদানে সময় নষ্ট না করে সোজা বিষয়ে চলে আসে। দানা গম্ভীর কণ্ঠে ওকে জিজ্ঞেস করে, "রেড এন্ড ব্লু ক্লাবের বিষয়ে কি জানো তুমি?"
অবাক নয়না পাল্টা প্রশ্ন করে, "তুমি ওই ক্লাবের বিষয়ে কি করে জানলে?"
নয়নার চোখে চোখ রেখে দানা জিজ্ঞেস করে, "যা প্রশ্ন করছি তার সঠিক উত্তর দাও, নয়না।"
নয়না নিরুপায়, জানে ওর সামনে একটা ক্ষুধার্ত সিংহ বসে এর সামনে একটু এদিক ওদিক করলে ওর মাথা ধড় থেকে নামিয়ে দিয়ে চলে যাবে। তাই পাশে বসে রেড এন্ড ব্লু ক্লাবের বিষয়ে বলতে শুরু করে, "দেখো দানা, এই ক্লাব গুটি কয় উচ্চবিত্ত ধনী কামুক নর নারী কাম সহবাসের সমাগম। এই ক্লাবের সদস্যরা বেশির ভাগ পুরুষ আর বেশ কয়েকজন নারী, সব মিলিয়ে তিরিশ জনের মতন হবে। এদের বার্ষিক একটা সেক্সুয়াল মিট হয় তবে সেটা আর বার্ষিক নয়। এই সেক্সুয়াল পার্টি মিট গত দুই বছরে তিন চার মাস অন্তর অন্তর হয়ে থাকে। এই বছর কিছু কারনে হয়তো হয়নি। সেই কারন আমার অজানা। এই ক্লাবের নাম রেড এন্ড ব্লু এই জন্য কারন সদস্যদের কার্ডের রঙ লাল আর যে ছেলে মেয়েদের টাকা দিয়ে ওইখানে যৌন সঙ্গমের জন্য নিয়ে যাওয়া হয় তাদের কার্ডের রঙ নীল। লাল কার্ডের সদস্যরা সবাই লাল রঙের মুখোশ আর লাল রঙের জাঙ্গিয়া অথবা প্যান্টি পরে ঘুরে বেড়ায়। নীল রঙের কার্ডের সদস্যেরা সবাই কোন অভিনেত্রী, অথবা মডেল অথবা সুঠাম স্বাথ্যবান কম বয়সী পুরুষ হয়। তাদের বাজুতে একটা নীল রঙের ফিতে আটকানো থাকে তাছাড়া অঙ্গে কোন বস্ত্র থাকে না। আমি এই ক্লাবের নীল রঙের কার্ডের অধিকারী। এই সমাগম কোথায় অনুষ্ঠিত হয় সেটা নীল কার্ডের লোকেরা জানে না। কারন সব নীল রঙের কার্ডের ছেলে মেয়েদের চোখে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয়। বাড়িতে ঢুকানোর পরেই আমাদের চোখের কাপড় খোলা হয়। আবার সকালে আমাদের চোখে কাপড় বেঁধে বের করে নিয়ে আসা হয়। লাল কার্ডের সদস্যদের কি নিয়ম তাও সঠিক ভাবে জানা নেই। খুব গোপন ভাবে নিজেদের আসল পরিচয় বাঁচিয়ে এরা সবাই এক রাতের জন্য প্রচন্ড যৌন সঙ্গমের খেলায় মেতে ওঠে। উলঙ্গ নর নারীরা মদ খেয়ে, ড্রাগস নিয়ে সারা রাত ধরে বিভিন্ন ভাবে যৌন ক্রিড়া করে চলে। সবার নানান ধররনের পছন্দ অপছন্দ। কারুর চাই কচি বাচ্চা মেয়ে, কারুর চাই সুন্দরী মেয়ে, কোন ছেলের আবার ছেলে চাই, কোন মেয়ের আবার মেয়ে চাই, কেউ চায় ভারজিন, কেউ একটু কড়া ধরনের সেক্স চায়। নীল কার্ডের মেয়েদের যোনি মেলে শুয়ে থাকতে হয়, এক রাতে কয়জনে ওর সাথে সঙ্গমে মত্ত হবে তার ইয়াত্তা নেই। কোন মানুষ কোন ফুটোতে কি ঢুকাবে সেটাও জানা নেই। হয়ত একটা মেয়ের সাথে একসাথে চার পাঁচ জন মিলে সেক্স করছে। কেউ পাছায়, কেউ মুখে, কেউ যোনিতে, কেউ বুকের ওপরে চড়ে। এর জন্য কয়েক লক্ষ টাকা দেয় ওরা। তবে একজন লাল কার্ডের সদস্যকে আমি চিনি যে আমার সাথে যোগাযোগ স্থাপন করে। বিত্ত মন্ত্রালয়ের সচিব মিসেস রাগিণী ভৌমিক। দুঃখিত দানা এই ছাড়া আমি আর কোন খবর তোমাকে দিতে পারছি না।"
দানা সব শুনে চুপ করে থাকে তারপরে জিজ্ঞেস করে, "এইবারের এই রেড এন্ড ব্লু ক্লাবের সমাগম কোথায় অনুষ্ঠিত হবে সেটা জানো?"
নয়না মাথা নাড়ায়, "না গো জানি না। লাল কার্ডের সদস্য ছাড়া এই সমাগম কোথায় অনুষ্ঠিত হবে সেটা কেউ জানে না। আর এইবারে আমি এই সমাগমে যাচ্ছি না দানা। কিন্তু তুমি কেন জানতে চাইছো?"
দানা বাঁকা হেসে বলে, "এই ক্লাবের নাম আমি বেশ কয়েক জনার মুখে শুনেছি, এমনকি একদিন তোমার মুখেও শুনেছিলাম নয়না।"
নয়না অবাক হয়ে যায়, দানা ওকে বলে, "এই ক্লাবের এইবারের মিট কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটা জানা খুব দরকার। তুমি বললে যে নীল রঙের কার্ডের সদস্যদের চেহারা মুখোশে ঢাকা থাকে না, তার মানে তাদের তুমি চেন। ঠিক কি না? তোমার জানা শোনা কেউ থাকলে ফোন করে দেখ কে যাচ্ছে এইবারের সমাগমে।"
নয়না প্রশ্ন করে, "কিন্তু সেও জানবে না দানা, তাহলে?"