15-09-2020, 10:39 AM
(15-09-2020, 02:07 AM)TheLoneWolf Wrote: যারা মাসুদ রানা/কাজী আনোয়ার হোসেনের লেখা পড়েছেন তারা হয়তো ভাল আন্দাজ করতে পারবেন। কারন গল্পের এই জায়গায় উনি বলেছিলেন যে গল্পে মাসুদ রানার মতো একটা রহস্য আনার চেষ্টা করবেন। নতুন কেউ শেষ করলে বলবো নিজের মতো করে শেষ করতে, নিজের কল্পনায় যেভাবে হয় আরকি। তাও বলবো প্লিজ শেষ করুন কেউ। in fact, Xossip এ আমার যোগ দেওয়ার একমাত্র কারণ ছিলো এই গল্পটা পড়া।
মাসুদ রানার গল্প আমি পড়েছি তাও ২০ টা মত বই কিন্তু ,এখানে লেখক আগাম কোন ক্রু রাখেনি তাই। ওভাবে লেখা আমার পক্ষে কষ্ট কর। আমি ইতিমধ্যো একটা পর্ব লিখেছি নিজের মত করে
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!