15-09-2020, 01:15 AM
পর্ব #### [b]৪[/b]
খ
পরদিন সকালে মেয়েকে কলেজে দিয়ে বাড়ি ফিরে ফোন লাগায় শান্তা রাজীব ভাইকে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে ফোন তুলে রাজীব। “হ্যালো! রাজীব ভাই বলছেন?”
“হ্যাঁ কে বলছেন?” ওপাশে রাজীব ভাই এর গলা শুনে একটু সাহস পেলো শান্তা।
“আমি শান্তা, ফয়সালের...”
“আহ শান্তা কেমন আছো?”
“জি ভালো আছি, আপনি ভালো আছেন তো?” শান্তা মূল কথায় যাবার জন্য উগ্রিব হয়ে উঠেছে।
“আছি ভালোই আছি,” ওপাশ থেকে বলে উঠলো রাজীব। “কি মনে করে আমায় ফোন দিলে?”
“আপনার সঙ্গে, ফয়সালের ব্যাপারে একটু আলাপ ছিল;” শান্তা বলে উঠে। “একটু যদি আপনি সময় দিতেন,”
“হ্যাঁ বল না!”
“না ফোনে বলাটা বেশ কষ্টের, আপনার সঙ্গে একটু দেখা ...”
“বেশ তো বিকেল বেলা চলে আসবো তাহলে,” ওপাশ থেকে বলে উঠে রাজীব। “এখন একটু বেস্ত আছি শান্তা, কেমন? আজ বিকেলে দেখা হচ্ছে...”
“না রাজীব মানে… বাহিরে যদি… হ্যালো হ্যালো...” ফোনটা কেটে গেছে। ওর দিকে অবাক চোখে তাকায় শান্তা। এ কি হল! রাজীব ভাই আবার বাসায় আসতে চাইছে। তাও আজই বিকেলে। শান্তা এর জন্য প্রস্তুত ছিল না। ও ভেবেছিলো বাহিরে কোন রেস্তারায় রাজীব ভাই এর সঙ্গে দেখা করবে। কে জানে, হয়তো এটাই ভালো হল। রেস্তারায় মানুষজনের সামনে ফয়সালের কথা গুলো মুখ ফুটে বলতে পাড়বে না শান্তা। আর বিকেল বেলা এলে ভালো হয়। তুলি বাসায় থাকবে ও সময়টায়। একলাও মনে হবে না শান্তার কাছে।
রাজীব ভাইকে কথা গুলো কেমন করে খুলে বলবে - সারা দিনে গুছিয়ে নিল শান্তা। তুলিকে কলেজ থেকে এনে গোসল করিয়ে, রান্না বান্না করে - মা মেয়ে এক সঙ্গে খাওয়া দাওয়া সেড়ে নিল। সময়টা যেন ফুড়ুৎ করে উড়ে গেলো। তখনো গোসল করা হয় নি শান্তার। তুলি কার্টুন দেখছে টিভিতে - এই ফাকে গোসলটা সেড়ে নিল শান্তা। একটু সময় লাগিয়েই গোসল করলো, চুলে শ্যাম্পু করতে করতে গোছাতে চাইলো কিভাবে শুরু করবে কথা গুলো। একলা একলাই নিজের সাথে কথোপকথন চালায় শান্তা। কিন্তু ঘড়িতে যখন তিনটে বাজে, তখনো কীভাবে শুরু করবে কথাটা ঠিক করতে পারে না শান্তা।
গোসল সেরে আজ সুন্দর একটা সেলয়ার কামিজ পড়ে শান্তা। ভিজে চুল গুলো ছড়িয়ে দেয় কাঁধে। তারপর গিয়ে দেখে তুলি ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে। টিভিটা বন্ধ করে মেয়েকে কোলে তুলে নেয় শান্তা। অনেক বড় হয়ে উঠেছে তুলি, আজকাল মেয়েকে কোলে নিতে কষ্টই হয় শান্তার। তবে মেয়েকে তার ঘরে শুইয়ে দিতেই শান্তা কলিং বেলটা শুনতে পায়। এসে পড়েছে নিশ্চয়ই রাজীব ভাই। বড় করে দম নিয়ে দরজাটা খুলে দিতে এগোয় সে।
রিয়ান খান