14-09-2020, 10:55 PM
গল্পটার সমস্যা শুরু এখান থেকেই। পুরো গল্পে কোথাও রহস্যের গন্ধ পাওয়া যায়নি। হঠাৎ লেখক একটা রহস্যর জাল বুনেছে। আর সেই কারনেই লিখতে সমস্যা হচ্ছে। তাই সবার কাছে অনুরোধ গল্পটা পড়ার পর চুপিচুপি চলে না যেয়ে ,আমার পড়ে কোথায় কি ধারনা করলেন , ছোট করে হলেও দুটি মন্তব্য করে যাবেন।
তাতে করে আমিই লিখি বা যে লিখুক তার একটু লিখতে সুবিধা হবে।
তাতে করে আমিই লিখি বা যে লিখুক তার একটু লিখতে সুবিধা হবে।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!