Thread Rating:
  • 24 Vote(s) - 2.96 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
পিনুরাম : কিছু টুকরো লেখা
#8
(12-09-2020, 12:15 PM)ddey333 Wrote: ছোট বেলায় পৃথিবীটা চৌক ছিল চার দেয়ালের মাঝে গন্ডিবদ্ধ,
খিড়কি থেকে নীল আকাশ দেখে ভাবতাম কবে বড় হব,
বড় হতে হতে চউহিদ্দি পেরিয়ে সোজা পথের আকার নিল,
আকাশটা তখন ছিল নীল, মাঝে মাঝে সুদুরে শুধু মেঘের গর্জন
তারপরে এলো একাবেকা পথ,
কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও চওড়া কোথাও সরু,
কোথাও পথের পাশের কাঁটা ঝোপে অথবা পাথরে পা ছড়ে যায়,
কখন পথের পাশে ছোট ঝোপ ঝার অথবা কোথাও গহীন বন,
ধিরে ধিরে সূর্য উঠল মাথার ওপরে আর পথটাও হয়ে উঠল ভয়ঙ্কর,
পথের শেষে সেই দিগন্তের দিকে যত ধেয়ে যাই
তত যেন মনে হয় পথটা আরো বেশি লম্বা হয়ে গেছে,
শেষে একদিন বুঝলাম যে পৃথিবীটা গোল,
যখন দেখলাম নিজেকে একটা নীল টলমলে জলের ছায়ায়।।
যত ভাবি জীবনটাকে সরল করে বাঁচবো,
তত বার বেঁকে যায় সোজা চলার পথ,
চলতে চলতে ছায়া হয়ে যায় ছোট,
মাথার ওপর প্রখর রোদের তাপ,
জ্বলে পুড়ে ছারখার দেহ, বড্ড তেষ্টা পায়, গলা শুকিয়ে আসে,
দুপাশে ধুধু মরুভুমি মাঝে মাঝে কাঁটা ঝোপ ঝাড়,
শেষে একটা ঝোপের ছায়ায় বসে
স্মৃতির শুকনো পাতা গুলো কুড়িয়ে এনে দাঁড়িপাল্লায় রেখে
ডেবিট ক্রেডিটের খাতা খুলে বসে পড়লাম।
কাগজের যে নৌকা ভাসাতাম উঠানের জলে,
সেটা ভেসে গেছে কোন এক বন্যায়,
ভোরের শিউলির গন্ধ হারিয়ে গেছে তীব্র গন্ধের আড়ালে,
নীল চোখের সেই পুতুলটা আর খুঁজে পেলাম না,
ধুলো জমা খালি দোয়াতটা ভেঙ্গে গেল সেদিন হাত থেকে পড়ে।
ফিরে আসেনা অনেক কিছুই, তাই ধরে রাখার ভুল করিনা বারেবারে,
খাতা বন্ধ করে ছায়ার হাত ধরে দাঁড়িয়ে পড়লাম,
জীবন ত আর সমুদ্র নয়,
যে ঢেউ মাঝে মাঝে ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়া দিন
শুষ্ক হাওয়ায় শক্তি খুঁজে বেড়াই,
বাঁকা পথে সোজা হয়ে হাঁটার জন্য।।

সাংঘাতিক আবেগময় লেখা !
Like Reply


Messages In This Thread
RE: পিনুরাম : কিছু টুকরো লেখা - by Mr Fantastic - 12-09-2020, 02:51 PM



Users browsing this thread: 28 Guest(s)