12-09-2020, 09:55 AM
বহু বন্ধুদের মনে নিশ্চয় বহু প্রশ্ন ভিড় করেছে যে পিনুরাম এইভাবে কেন পালিয়ে গেল। আসলে পিনুরাম পালিয়ে যায়নি, আছে সাথেই আছে। গল্প লেখা তো আর আমাদের পেশা নয়, কর্মক্ষেত্র আছে, সংসার আছে, সেই সব সামলেই সময় পেলে দুই লাইন লিখতে বসতাম। সম্প্রতি সেই সময় টুকুর বড় অভাব ঘটেছে তাই দুঃখিত। এই জন্যে আমি গল্প লিখতে চাইনা, কারন কখন কি হয় সেটা কারুর হাতে থাকে না। ক্ষমা করে দেবেন বন্ধুরা!!!!!