Thread Rating:
  • 24 Vote(s) - 3.17 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
চোরাবালি (কালেক্টেড)
পর্ব পাঁচ। রাগ অনুরাগ (#5-#30)
মেঠো গ্রাম্য পথে বাইক পড়তেই একটু ঝাঁকানি দিল, দিয়া চোখ মেলে দেখে যে চারদিক ভীষণ খালি, দুরে কোন গ্রামের বাড়ির আলো জ্বলছে। অভিকে জিজ্ঞেস করে, “এটা কোথায় গো?”
অভি কিছুদুর এগিয়ে একটা ফাঁকা ধান রোয়া মাঠের পাশে দাঁড় করিয়ে বলে, “আরেকটু এগিয়ে গেলে আমাদের জমি।”
দিয়া অবাক হয়ে যায়, “তোমাদের জমি মানে? এখানেও তোমাদের জমি আছে নাকি?”
অভি উত্তর দেয়, “হ্যাঁ।”
ধান কাটা অনেক আগেই হয়ে গেছে, কয়েক বিঘাতে আঁখ চাষ হয়েছে আর কয়েক বিঘাতে পালং শাক। ফাঁকা মাঠের পশ্চিম দিক থেকে হুহু করে বয়ে আসা ঠান্ডা হাওয়ায় জমে যাওয়ার যোগাড়। অভিরে পিঠের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে দিয়া দেহের উত্তাপ খুঁজে বেড়ায়। আরো একটু এগিয়ে গিয়ে ওদের জমির পাশে বাইক দাঁড় করিয়ে দেয়। বেশ দুরে ছোট ছোট বাড়ি ঘর। মাথার ওপরে খোলা আকাশ, কালচে নীল রঙের সামিয়ানায় অসংখ্য তারা ঝিকিমিকি করছে।
বাইক দাঁড় করিয়ে হেলমেট খুলে অভি দিয়াকে বলে, “এই এইখান থেকে” দুরের দিকে একটা জায়গা দেখিয়ে, “ওই পর্যন্ত আমাদের জমি।”
দিয়া বাইক থেকে নেমে এসে অভির পাশ ঘেঁসে দাঁড়িয়ে হেসে বলে, “তুমি আমাকে জমি দেখাতে এনেছ নাকি?”
অভি দিয়ার কাঁধে হাত রেখে কাছে টেনে উত্তর দেয়, “না, তোমাকে একা পাওয়ার জন্য এই জায়গায় এনেছি।”
গাড় নীল আকাশে তারার ঝিকিমিকি, শীতের রাতে খোলা মাঠের পাশে দুই প্রেম ঘন যুবক যুবতি নিজেদের প্রেমে মগ্ন। অভির বুকের কাছ ঘেঁসে মিহি প্রেমঘন কণ্ঠে বলে, “ওহ, তাই নাকি।” অভির বুকের ওপর ছোট কিল মেরে আদুরে গলায় বলে, “তুমি না ভীষণ দুষ্টু।”
দিয়ার নরম হাত দুটো ধরে সামনে দাঁড় করিয়ে নীলচে চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে অভি। ভীষণ মোহময় এই চোখ জোড়া, তীব্র আকর্ষণে বেঁধে রেখেছে ওকে। অভির ওই ভাবে তাকানোর ফলে দিয়ার সর্বাঙ্গ অসাড় হয়ে আসে। অভি দিয়ার মুখের ওপর মাথা নামিয়ে এনে বলে, “তোমায় ঠিক কবে থেকে ভালোবেসে ফেলেছি, নিজেই জানি না।”
দিয়া এগিয়ে যায় অভির বুকের কাছে, কোমল বুক দিয়ে চেপে ধরে অভির ছাতি। অভির জামার কলার দুই হাতে খামচে ধরে মাথা উঠিয়ে তাকায় প্রেমশিক্ত অভির চোখের দিকে। দিয়ার চোখ জোড়া ছলকে আসে। তিরতির করে কেঁপে ওঠে লাল শিক্ত ঠোঁট জোড়া, “তুমি শুধু কাঁদাতেই পারো।”
দিয়ার পান পাতার মতন মুখ খানি দুই হাতে আঁজলা করে নিজের দিকে তুলে ধরে অভি। কোমল গালের ওপর অভির উষ্ণ হাতের ছোঁয়ায়, দিয়ার শ্বাস ঘন হয়ে আসে। ওর সারা চেহারা অভির উষ্ণ শ্বাস ভাসিয়ে দেয়। নাকের কাছে চলে আসে নাক। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে ওঠে প্রতি মুহূর্তে। দিয়ার চোখের কোল বেয়ে এক বিন্দু অশ্রু অভিকে কাঁদিয়ে তোলে। বুড়ো আঙ্গুল দিয়ে দিয়ার গালের অশ্রু মুছে মিহি কণ্ঠে বলে, “এই সোনা, কাঁদে না, দেখো আমি তোমার সামনেই আছি।” দিয়ার মাথা টেনে কপালে ঠোঁট চেপে ধরে অভি।
উষ্ণ ঠোঁটের পরশে দিয়ার বুকের গহীন থেকে গহীনতম কোনা ভরে ওঠে উষ্ণ ভালোলাগায়। অভিকে দুই হাতে জড়িয়ে ধরে। নিজেকে উজাড় করে দেয় অভির বুকের ওপরে। অভির মাথা নেমে আসে দিয়ার চোখের পাতায়। দিয়ার মুখ আঁজলা করে নিজের দিকে তুলে ধরে আলতো ঠোঁট ছোঁয়ায় দিয়ার ডান চোখের পাতায়। উষ্ণ পরশে কেঁপে ওঠে দিয়ার কমনীয় দেহপল্লব।
তৃষ্ণার্ত কপোতী চোখ বুজে ঠোঁট জোড়া আলতো মেলে ধরে আসন্ন অধর সুধার আশায়। সারা হৃদয় ছাপিয়ে মিহি কণ্ঠে বলে ওঠে দিয়া, “আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অভি।”
দিয়ার কাঁপা ঠোঁটের ওপর আলতো করে জিব বুলিয়ে মিহি কণ্ঠে বলে, “তোমায় ছাড়বো বলে এই হাত ধরিনি দিয়া।”
কাঁপা ঠোঁটে দিয়া কিছু একটা বলতে যাচ্ছিল। আলতো করেই দিয়ার কুসুম কোমল ঠোঁটে ঠোঁট চেপে ধরে অভি। উপরের ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে আলতো চুমু খায়। দিয়ার মুখ ছেড়ে দিয়ে বাম হাতে দিয়ার ঘাড় ধরে নিজের ঠোঁটের সাথে দিয়ার ঠোঁট চেপে ধরে। অন্য হাত নেমে যায় দিয়ার পিঠের ওপর। চোখ বুজে চুষতে থাকে মিষ্টি অধর। একবার ওপরের ঠোঁট চোষা হওয়ার পর নিচের ঠোঁট চুষে নেয়। দিয়ার পিঠের ওপরে হাতের তালু চেপে ধরে দিয়ার নরম উষ্ণ দেহ নিজের বুকের সাথে মিশিয়ে দেয় অভি। অভির পিঠের ওপরে, জামা খামচে শক্ত করে ধরে নিজেকে ঢেলে দেয় গভীর চুম্বনে। খোলা মাঠ, শীতের হিমেল হাওয়া কোন কিছুই বাঁধ মানে না। অনাবিল প্রেমের চুম্বনে হারিয়ে যায় প্রেম ঘন যুবক যুবতী। ভীষণ ভালোলাগায় ভরে ওঠে দিয়ার প্রান, এই প্রথম এইভাবে কেউ ওর ঠোঁটে চুমু খেল, ভরিয়ে দিল ওর হৃদয়। উচ্ছল দিয়ার মিষ্টি অধরের ছোঁয়া পাওয়ার জন্য অসংখ্য পুরুষ অনেক চেষ্টা করেছে, কিন্তু দিয়ার ঠোঁটের মধু শুধু মাত্র বাঁচিয়ে রেখেছিল হৃদয়ের সেই পুরুষের জন্য যার আলিঙ্গনে নিজেকে সঁপে দিতে পারবে। শরীরের প্রতিটি রন্ধ্র রন্ধ্র অভির সাথে মিশে যাওয়ার জন্য উন্মুখ হয়ে ওঠে। কাম তাড়নায় নয়, প্রেমের আলিঙ্গনে হারিয়ে যেতে উন্মুখ হয়ে ওঠে দিয়ার চঞ্চল প্রান। অভির চুম্বনে শুধু প্রগাড় ভালোবাসার মিষ্টি মধু। প্রেমের তরল আগুনে একটু একটু করে গলতে শুরু করে দিয়ার দেহ। প্রগাড় ভালোবাসার চুম্বনের আবেশে শ্বাস থেমে যায় দিয়ার। অভি দিয়ার মুখের মধ্যে জিব ঢুকিয়ে আলতো করে দিয়ার জিব নিয়ে খেলা করতে শুরু করে দেয়। অভির বাম হাত দিয়ার ঘাড় ছাড়িয়ে উঠে যায় দিয়ার মাথার পেছনে। আলতো মুঠোতে মাথার পেছনের চুলের মুঠো ধরে দিয়ার মুখের ভেতর জিব দিয়ে খেলতে শুরু করে দেয়। পূর্ণবয়স্ক কোন যুবতীকে এই প্রথম প্রেম নিবেদন করে এই ভাবে চুমু খেল অভি। এর আগেও এক সুন্দরী রমণীর অধর রসে নিজেকে নিমজ্জিত করেছিল অভি, কিন্তু সেই চুম্বনে ছিল ঘনীভূত এক কাম তাড়না, ছিল এক নিষিদ্ধ স্বাদের দংশন। এই প্রগাড় প্রেমের সুবাসের লেশ মাত্র ছিল না সেই চুম্বনে। সময় থেমে যায় ওদের চারপাশে, এইভাবে যদি সারারাত শুধু চুম্বনে হারিয়ে যেতে পারতো তাহলে সত্যি কত ভালো হত। হটাত করে ঠোঁট গোল করে দিয়ার দুই ঠোঁটের ওপর চেপে মুখের লালা চুষে নেয় অভি। অভির এই প্রক্রিয়ায় দিয়ার সর্বাঙ্গ কেঁপে ওঠে। উষ্ণ এক শ্বাস আলতো করেই দিয়ার গলার ভেতর থেকে বেড়িয়ে আসে। গলা কেঁপে ওঠে দিয়ার, চুম্বনেই এত প্রেম, উম্মম্মম্ম, তাহলে বুকের ভেতরে সেঁধিয়ে গেলে কি কি খুঁজে পাবে।
অল্পক্ষন না অনেক্ষন, কারুর ঠিক খেয়াল নেই। দিয়ার ঠোঁট ছাড়তেই, অভির বুকের মধ্যে মাথা গুঁজে নিঃসাড় হয়ে দাঁড়িয়ে থাকে দিয়া। দুই বলিষ্ঠ বাহুডোরে আষ্টেপিষ্টে দিয়ার কমনীয় দেহলতাকে বেঁধে ফেলে অভি। মাথার ওপরে মাথা চেপে খালি মাঠের মাঝে, খোলা আকাশের নীচে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। কারুর মুখে কোন শব্দ নেই, বিনা বাক্যব্যায়েই দুই প্রেম ঘন কপোত কপোতীর হৃদয় মাঝে যে বাক্যালাপ ঘটে যায়, তার একমাত্র সাক্ষী এই রাতের আকাশের তারা, এই ধানের ক্ষেত, এই হীমেল হাওয়া আর অভির সাধের বাইক। দুরে কোন গাছের থেকে কোন এক নাম না জানা পাখী ডেকে উঠতেই সম্বিত ফিরে পায় প্রগাড় আলিঙ্গনে জড়িয়ে থাকা দুটো প্রান। অভির কঠিন বাহুপাশে কেঁপে ওঠে দিয়া। প্রেমিকার উষ্ণ দেহলতাকে দুই হাতে আরো বেশি করে চেপে ধরে বুকের কাছ।
এক হাতে অভির জামা খামচে ধরে জামার ওপর দিয়েই অভির বুকের বাম দিকে ঠোঁট চেপে ধরে প্রেমঘন কণ্ঠে বলে, “তোমায় না কি বলবো, খুব মারতে ইচ্ছে করছে।”
ধুকধুক ধুকধুক ... বুকের ওপর উষ্ণ নরম ঠোঁটের পরশে অভির দেহ উত্তপ্ত হয়ে ওঠে। দিয়ার মাথায় ঠোঁট চেপে হেসে ফেলে অভি, “আচ্ছা বাবা যত খুশি ইচ্ছে মারপিট করো আর কেউ মানা করবে না।”
এমন সময়ে দিয়ার মায়ের ফোন আসে, ফোন উঠিয়ে নরম সুরে জিজ্ঞেস করে, “কি হয়েছে?”
দিয়ার মা প্রশ্ন করেন, “না মানে কখন বাড়ি ফিরবি?”
অভির দিকে মুখ কাচুমাচু করে তাকিয়ে বলে, “আর একটু পরে।”
ফোন রেখে কাতর দৃষ্টি নিয়ে অভির দিকে তাকায়। অভি ওর থুঁতনি ধরে আলতো নাড়িয়ে বলে, “বাড়ি যাবে না?”
দিয়া লাজুক হেসে ঠোঁট বেঁকিয়ে বাচ্চা মেয়ের মতন মাথা নাড়িয়ে বলে, “না গো, আজকে তোমাকে কিছুতেই ছাড়তে ইচ্ছে করছে না।”
অভি দিয়াকে জিজ্ঞেস করে, “কি বলে বেড়িয়েছ বাড়ি থেকে?”
দিয়া মুচকি হেসে উত্তর দেয়, “ওই এক মেকআপ আরটিস্টের কাছে একটা টিপস নিতে যাচ্ছি।” বলেই অভির গালে চিমটি কেটে বলে, “আমার সাধের মেকআপ আর্টিস্ট আমার লিপস্টিক চেটে পুছে খেয়ে নিল, দুষ্টু ছেলে।”
চেরি লাল ঠোঁট আর লাল নেই, লিপস্টিকের রঙ মুছে গেছে গভীর চুম্বনে। অভিও দিয়ার নরম গোলাপি রসালো ঠোঁটের দিকে তাকিয়ে হেসে ফেলে, “তোমার লিপস্টিক তো আমার খাওয়ার জন্য।”
দিয়াও হেসে ফেলে, “হ্যাঁ, বুঝলাম, এবারে আমার লিপস্টিক গুলো বড্ড তাড়াতাড়ি খরচ হবে।”
অভি হেসে বলে, “চিন্তা নেই আমি কিনে দেবো।”
অভির বুকের ওপর ছোট কিল মেরে বলে, “ইসসস, কি শয়তান, লিপস্টিক খাবে।”
অভি দিয়ার থুঁতনি নাড়িয়ে মোবাইল খুলে সময় দেখে, সবে মাত্র আট’টা বাজে। খোলা মাঠের হিমেল বাতাস ওদের চারপাশে এসে নৃত্য করে বেড়ায় কিন্তু ওদের কাবু করতে পারে না। দুইজনের শরীরের ধমনীতে প্রেমের উষ্ণ তরল আগুনে কুলুকুলু বয়ে চলে। অভি দিয়ার নাকের ওপর নাক ঘষে বলে, “মিষ্টি সোনা, এবারে বাড়ির দিকে যাই? এরপর সত্যি তোমার মা চিন্তা করবেন।”
দিয়া কিছুতেই অভিকে ছাড়তে নারাজ। কাতর প্রেমঘন কণ্ঠে আবদার করে প্রেমিকের কাছে, “তোমাকে একদম ছাড়তে ইচ্ছে করছে না গো। প্লিজ আজকে আমাকে কোথাও নিয়ে চলো।”
দিয়ার থুঁতনি নাড়িয়ে একটু হেসে বলে, “এমন করে না সোনা।” দিয়ার বুকের বাম দিকে হাত দিয়ে বলে, “এখানে আছি তো।”
উষ্ণ হাত খানি নিজের উপরি স্তনের ওপর চেপে ধরে বলে, “জানি তাও তোমায় একদম ছাড়তে ইচ্ছে করছে না।” কাতর কণ্ঠে বলে, “চলো না প্লিজ, আজকের রাত’টা?”
অভি দিয়াকে জড়িয়ে ধরে প্রোবধ দিয়ে বলে, “আজকে নয় পরে একদিন লং ড্রাইভে যাবো।”
কথাটা শুনে দিয়া একটু আহত হয়, “তুমি কি গো? অন্য কেউ হলে এতক্ষনে গারলফ্রেন্ডকে নিয়ে কোথাও পালিয়ে যেত।”
দিয়াকে ছাড়ার ইচ্ছে অভির একদম ছিল না। দিয়ার শরীরের তীব্র মাদক ঘ্রান, কোমল উষ্ণ দেহের পরশ ছেড়ে যেতে কিছুতেই ইচ্ছে করছিল না অভির। খুব ইচ্ছে এইভাবে সারা রাত দুইজনে জড়িয়ে ধরে কোথাও বসে থাকে। অভি যদি বলে আসতো যে রাতে কোন বন্ধুর বাড়িতে থেকে যাবে অথবা দেবাশিস বাবুর ফ্লাটে থেকে যাবে তাহলে অন্য কথা ছিল, কিন্তু সেই রকম কিছুই জানানো হয়নি, তাই দিয়ার সাথে রাত কাটাতে দ্বিধাবোধ করে। ভীষণ ভাবেই দোটানায় পরে যায়, একদিকে দিয়ার কাতর প্রেমের আহ্বান অন্যদিকে বড়মায়ের অপেক্ষা করে বসে থাকা। অভি যখন বাড়ি থেকে বিকেলে বেড়িয়েছিল, তখন বড়মা নিশ্চয় এটা আন্দাজ করে নিয়েছিলেন যে দিয়ার সাথেই দেখা করতে যাচ্ছে। কিন্তু যদি রাতে বাড়িতে না ফেরে তাহলে বড়মা অনায়াসে বুঝে যাবেন যে একটা ছেলে আর একটা মেয়ে যখন সারা রাত বাইরে থাকে তখন তাদের মধ্যে কি হতে পারে। বড়মাকে না জানিয়ে, লুকিয়ে রাত কাটানো এক ভিন্ন ব্যাপার, কিন্তু সেইরাতে যদি কোথাও রাত কাটায় তাহলে বড়মায়ের সামনে মুখ দেখাতে ভীষণ লজ্জা পাবে অভি।
অভি বাইকের সিটের ওপরে এক পাশ হয়ে বসে পরে। দুই পা একটু মেলে ধরে তাঁর মাঝে দিয়াকে টেনে নিয়ে আসে। দিয়ার পাতলা কোমর জড়িয়ে ধরে কাছে টেনে বলে, “কি করবো সোনা, আমি তো আর অন্য কেউ নই। আমি অভিনন্দন।”
লাস্যময়ী যুবতী আপনা হতেই ঘন হয়ে যায় প্রেমিকের প্রসস্থ ছাতির সাথে। দুই কোমল পেলব বাহুডোরে বেঁধে নেয় অভিকে। হিমেল হাওয়ায় ভেজা পায়রার মতন কাঁপতে কাঁপতে মিশে যায় অভির উষ্ণ বুকের সাথে। নিটোল কোমল স্তন জোড়া পিষে যায় অভির প্রসস্থ ছাতির ওপরে। দিয়ার উষ্ণ নরম স্তন জোড়া ছাতির ওপর লেপটে যেতেই অভির সর্বাঙ্গ কেঁপে ওঠে এক উষ্ণ মিষ্টি কাম তাড়নায়। হিমেল হাওয়ার আর অভির নিবিড় প্রেমঘন আলিঙ্গনের ফলে দিয়ার স্তনের বোঁটা জোড়া ধিরে ধিরে শক্ত হয়ে ওঠে। ধিরে ধিরে দিয়ার শ্বাস ঘন হয়ে আসে। দিয়ার নরম গোল পেটের সাথে অভির পেশী বহুল পেট চেপে যায়। ওর নরম মাংসল উষ্ণ তলপেটের সাথে অভির কঠিন তলপেট চেপে যায়। প্রেমিকের ঋজু দেহের উত্তাপে এক ভীষণ উষ্ণ ভালোলাগা আর নিরাপত্তার ছোঁয়া দিয়ার মনকে দোলা দেয়। নিজেকে মিশিয়ে দিয়ে প্রেমিকের বুকে মাথা গুঁজে দেয় দিয়া।
যেকোনো ছেলেকে যদি কোন মেয়ে এই প্রস্তাব দেয় যে তাকে নিয়ে কোন নির্জনে যেতে, রাত কাটাতে তাহলে সেই ছেলে বিনা বাক্যব্যায়ে নাচতে নাচতে সেই মেয়েকে নিয়ে কোন না কোন জায়গায় ঠিক নিয়ে যেত। সেটা কোন হোটেল হোক অথবা কোন বন্ধুর খালি ফ্লাট হোক। কিন্তু অভি সম্পূর্ণ বিপরিত। একটু আহত হয় কিন্তু সেই সাথে ওর হৃদয় যে মানুষকে বেছে নিয়েছে তার চরিত্র সম্পর্কে ধারনা করতেই এক অনাবিল আনন্দ আর নিরাপত্তার আভাসে বুক জুরিয়ে আসে দিয়ার। দিয়ার হৃদয় যে স্বপ্নের মানুষের অপেক্ষায় রাতের পর রাত জেগে কাটিয়েছে, সেই সাত সাগর পাড়ের রাজপুত্র এই অভিনন্দন অন্য এক ধাতুর তৈরি।
অভির মুখ কোমল হাতে আঁজলা করে ধরে, ঠোঁট কুঁচকে ছোট গোল করে অভির ঠোঁটে একটা চুমু খেয়ে বলে, “আমি ভালো করে জানি তুমি কে।”
অভি হেসে বলে, “আচ্ছা তাই নাকি? তোমার বান্ধবীর কাছ থেকে জেনেছো?”
দিয়া চোখ বড় বড় করে বলে, “মাথা খারাপ নাকি? দুপুরে ফোন করেছিল কিন্তু আমি কিছুই বলিনি।” বলেই খিলখিল করে হেসে ফেলে।
অভি একটু থেমে বলে, “একটা কথা বলবো?”
দিয়া, “বলো।”
অভি, “দিদিভাই তোমার সাথে একবার দেখা করতে চায়।”
এই কথা শুনে দিয়া চমকে ওঠে, “কি বলছো?”
অভি মুচকি হেসে বলে, “হ্যাঁ, দিদিভাইও বুঝে গেছে।”
দিয়া ভুরু কুঁচকে হেসে বলে, “তুমিও না, কি যে বলবো।”
অভি ম্লান হেসে বলে, “আমি খোলা বই দিয়া, অন্তত কাছের লোকের কাছে তো তাই।”
অভির গাল দুটো চিমটি করে ধরে, “সে আর বলতে। চোখে অনেক কিছু কিন্তু কিছুতেই বাবুর মুখে রা আসবে না।”
Like Reply


Messages In This Thread
RE: চোরাবালি (কালেক্টেড) - by ddey333 - 12-09-2020, 09:39 AM



Users browsing this thread: 2 Guest(s)