11-09-2020, 02:55 PM
Mr FantasticJI, কারোও কোনও বক্তব্য-ই অ্যানির খারাপ লাগে না । অ্যানি আসলে আঠারো ছোঁয়ার আগের থেকেই ঘাত-সহ হয়ে গেছে । তুতো-ভাইয়ের সাথে সম্পর্ক আর ''পর্দা-ফাঁস'' - তার শাদির প্রস্তাব বিমাতার দ্বারা নাকচ ... বশীভূত আব্বুর বক্তব্য-হীনতা ... বিড়ম্বিত কিশোরী আর যুবতী-কাল । ''জমজম'' বা ওয়েসিস বলতে স্নেহময়ী নানী - এখনও অ্যানির-ই সঙ্গিনী - আর তার সঙ্গী - হুইল চেয়ার । অশীতিপর পঙ্গু অতি-আধুনিক-মনস্কা বৃদ্ধার বুঝদার নীরব প্রশ্রয়েই বোধহয় অ্যানির এমন ''বাড়বাড়ন্ত ।'' - কী হবে অ-তো ভবিষ্যতের তসবী জপ করে ? ''এমনি করেই যায় যদি দিন ...'' আপনার ভাবনা অথবা দুর্ভাবনার যৌক্তিক দিক টিকে সম্মান দিয়েই একটি অসাধারণ লাইন বলছি - ''নতুন ননীর মতো তনু তব / জানি তার ভিত্তিমূলে রহিয়াছে - কুৎসিত কঙ্কাল ।'' - সালাম জনাবজী । এবং - প্রীতি ।