10-09-2020, 06:19 PM
(10-09-2020, 05:49 PM)sairaali111 Wrote:''মোর ভাবনারে কী হাওয়ায় ....'' - সে থাক । বটগাছ , পাখি - এসব কথা যখন উঠলো-ই তখন বরং সেই বনস্পতিকেই আশ্রয় করা যাক জনাব - '' পাকা যে ফল পড়ল মাটির তানে / শাখা আবার চায় কি তাহার পানে । / বাতাসেতে - উড়িয়ে - দেওয়া গানে / তারে কি আর স্মরণ করে পাখি ? '' - আশা করি এর মধ্যেই আপনার জিজ্ঞাসার জবাবখানি রয়ে গেছে , জনাবজী । - ( আর চুপিচুপি জানাই - অ্যানি কিন্তু কোনো 'চুলো-মাথা' খায় না । পছন্দ তার শুধু জন্ম-টেকো তেলালো চকচকে 'মুন্ডু' - চিবিয়ে-চুষে-চেটে-পান করা - রেগুলার ।) - সালাম-প্রীতি ।
বেশ তাহলে অ্যানির জীবনেও প্রেম-ভালোবাসা এসেছিল, তবে তা ব্যর্থ মনোরথের দরুন সে পুরুষমানুষদের ভোগসর্বস্ব রূপে দেখতে থাকে ! এখনও যৌবন আছে তাই খাওয়া আর খেতে দেওয়ার অভাব হচ্ছে না, কিন্তু পরে বয়স বাড়ার সাথে রূপ-লাবণ্য একদিন ঝরে যাবে, তখন শরীরের চাহিদাটা গৌণ হয়ে দাঁড়াবে(খাওয়া আর খাওয়ানোর খদ্দের পাওয়া যাবে না )দরকার হবে এক শক্ত অবলম্বন যাকে নিশ্চিন্তে বিশ্বাস করা যায়। আমার বক্তব্য অ্যানির খারাপ লেগে মার্জনা করবেন