10-09-2020, 05:49 PM
(10-09-2020, 03:53 PM)Mr Fantastic Wrote: হমম বুঝলাম যে মিস অ্যানি বিয়ে করে সংসারী হওয়ার পক্ষপাতী নন। তবে অ্যানির যৌবন-সূর্য এখন মধ্যগগনে, সূর্যাস্ত ঘনিয়ে এলে তখন যে অন্ধকারে পথ দেখানোর মতো বা পাখি যেমন বটগাছের ডালে নিশ্চিন্তে বাসা বেঁধে থাকতে পারে - সেরকম কারোর প্রয়োজন তো হতে পারে ভবিষ্যতের জন্য ?
''মোর ভাবনারে কী হাওয়ায় ....'' - সে থাক । বটগাছ , পাখি - এসব কথা যখন উঠলো-ই তখন বরং সেই বনস্পতিকেই আশ্রয় করা যাক জনাব - '' পাকা যে ফল পড়ল মাটির তানে / শাখা আবার চায় কি তাহার পানে । / বাতাসেতে - উড়িয়ে - দেওয়া গানে / তারে কি আর স্মরণ করে পাখি ? '' - আশা করি এর মধ্যেই আপনার জিজ্ঞাসার জবাবখানি রয়ে গেছে , জনাবজী । - ( আর চুপিচুপি জানাই - অ্যানি কিন্তু কোনো 'চুলো-মাথা' খায় না । পছন্দ তার শুধু জন্ম-টেকো তেলালো চকচকে 'মুন্ডু' - চিবিয়ে-চুষে-চেটে-পান করা - রেগুলার ।) - সালাম-প্রীতি ।