09-09-2020, 01:28 AM
ভালোই এগোচ্ছে। তবে এই আপডেটটা যেন খুব স্পিডে শেষ হয়ে গেল। মানে ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটে গেল। আমার মনে হয় আরেকটু বড় করলে বেশি ভালো হতো। আর একটু সময় নিয়ে এই এপিসোড টাকে দুটো এপিসোড বানাতেই পারতেন। আর কমেডি ও আছে। তবে আমার মনে হয় আরেকটু বেশি থাকলে আরো ভালো লাগতো। আর অবশ্যই এই গল্পটা আসলে কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তবে মোটের উপর ভালই লাগছে।