Thread Rating:
  • 14 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শূন্য খাঁচা / কলির কেষ্ট (সমাপ্ত)
#41
[[১৬]]


আমি জানি শুভ তোমার মন কখনো পাবো না!বলে এক বড় দ্বীর্ঘশ্বাস ছাড়লো সারা।ওকে তুমি থাকো আমি একটু বের হবো,তোমার যাবার সব ব্যবস্থা করি।সারা বেড়িয়ে যেতেই আমিও একটা সিগারেট ধরিয়ে ল্যাপটপ নিয়ে বসলাম,অফিসে চাকরি ছাড়ার ব্যাপারে একটা মেইল করতে হবে।কাজ শেষ করে ওয়াশরুমে ঢুকলাম বড় একটা শাওয়ার নেবার প্রয়োজন,স্নান করে বের হলাম,তবুও সারার দেখা নাই,ঘড়ি দেখলাম রাত ৯ টা বাজে।প্রায় ১০ টা নাগাদ সারা এলো।সরি গো অনেক দেরি হয়ে গেলো,তোমার বুঝি অনেক ক্ষুধা লাগছে।কিছুক্ষণ আগেও স্যার ছাড়া কথা বলতো না,হে নারী কতো রুপ তোমার।না সমস্যা নেই তুমি ফ্রেস হয়ে নাও তারপর খাবো দুজনে।

তোমার টিকিটের ব্যবস্থা করে এলাম সকাল ১০ টায় ফ্লাইট,কথাটা বলতেই সারার চোখ টলমল করে উঠলো,তোমার সাথে হয়ত আর কখনো দেখাই হবেনা দ্রুত চোখ মুছে নিতে নিতে বললো।এভাবে মায়া বারিও না সারা,যাও ফ্রেস হয়ে নাও।আমার হাতে টিকিটটা দিয়ে ওর হাতের বাকি প্যাকেট গুলো নিয়ে নিজের রুমে চলে গেল।কত বছর পর দেশে ফিরবো,সবাই থাকবে সেখানে শুধু অরু থাকবে না!!

সারা ফ্রেস হবার পর সারার বাইরে থেকে কিনে খাবার দিয়েই রাতের ডিনার করা হলো।খাবার শেষে আমি আমার রুমে এসে সিগারেট জ্বালিয়ে জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে বসে আছি।এই দেশে আমি আর মাএ কয়েক ঘন্টার অতিথি,হঠাৎ সারার ডাকে পিছন ফিরে তাকাতেই ,,,,, হা হয়ে গেলাম।কেমন লাগছে গো আমাকে??ও মাই গড!!তুমি শাড়ি পড়ছো??কোথায় পেলে??আগে বলো কেমন লাগছে?
দারুন লাগছে তোমাকে,তোমাকে দেখে যেন দেশের কথা মনে পরলো,কত কাল পর শাড়ি পড়া কাউকে দেখলাম।সত্যি নীল রংয়ের শাড়িতে দারুন দেখাচ্ছে সারাকে,যে কেউ দেখলে বাঙালী ভাববে প্রথমে।যদিও প্রথম শাড়ি পরেছে সারা তাই ঠিক মত পরতে পারেনি,তবুও সুন্দর লাগছে,সাথে ম্যাচিং ব্লাউজ

তোমার টিকিটের জন্য বাইরে গেলাম,তখন অনেক খুজে একটা বাঙালী শপ থেকে কিনেছি।
কেন করছো তুমি এতো সব সারা??
জানিনা শুভ!!শুধু এতোটুকু বলতে পারি ভাল লাগছে আজ তোমার জন্য নতুন ভাবে সাজতে!
সারা এগিয়ে এসে বিছানাতে বসলো,আমিও ধীরে ধীরে যেয়ে বসলাম বিছানাতে।
দুজনের কেউ আর কোন কথা বলছিনা,কারণ এরপরে কি ঘটতে চলেছে দুজনেই জানি।সারা ওর মনটা আমাকে উৎসর্গ করেছে আর আমি অরুকে।কি পাবে সারা আমার দেহ নিয়ে?এ দেহ যে নশ্বর,আত্মা বা মন সে অবিনশ্বর কিন্তু সে আত্মা যে আমার অরুর আত্মার সাথে মিশিয়ে ফেলেছি অনেক আগে। সেখানে আর কারো প্রবেশাধিকার নেই। 

দুজনের কেউই নড়াচড়া পর্যন্ত করছিনা,যার যার মত ভেবে চলেছি,আমাকে ক্ষমা করো অরু,এ দেহ যে একজন ভিক্ষা চেয়েছে একটি বারের জন্য।সে যে বড্ডো ভালবেসে ফেলেছে আমায়,কিন্তু আমার তো সে উপায় নেই,আমি যে সব তোমাকে দিয়ে বসে আছি,আজ যে আমার এই দেহ ভিক্ষা দেওয়া ছাড়া উপায় নেই!! ক্ষমা করো আমায়!!

আমি উঠে রুমের আলোটা নিভিয়ে,নীল রংয়ের ডিম লাইটা জ্বালিয়ে দিলাম।সারার কাছাকাছি যেয়ে ওর পাশে বসলাম,সারা!!আমার দিকে তাকালো ও।আমি পারবো না সারা প্লিজ!সারা কিছুক্ষণ চুপ থেকে বললো,এমন অনুভুতি সারা জীবনে আমার আর কারো জন্য হয়নি শুভ।আমার খেয়াল ছিল না তুমি কত অভিজাত ও পবিএ একজন মানুষ।অতি সাধারণ এক মেয়ের বুকের ভিতরে যতই তোলপাড় হোক সেটাতে তোমার কর্ণপাত করা সাজে না।


দেখলাম সারা চোখের কোন চিক চিক করছে।নিজেকে খুব অপ্রস্তুত আর বিব্রত লাগছে। মনটাও কেমন জানি খচখচ করছে কিন্তু আমি যে অরুর কথা ভুলতেই পারছিনা।আবার একজন মানুষের এমন নিঃস্বার্থ ভালবাসার নিবেদন উপেক্ষাও করতে পারছিনা।মনে মনে আবারও অরুর কাছে ক্ষমা চেয়ে নিলাম।

তার পর হাত বাড়িয়ে সারাকে টেনে নিলাম নিজের কাছে।সারা কাছে এসে উঠে দাঁড়িয়ে আবার নিচু হয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো।আমি এবারও চূড়ান্ত অবাক হলাম,সারা যেন আজ আমায় অবাক করার দায়িত্ব নিয়েছে।কোথা থেকে এতো জানলো মেয়েটা!!এসব কেন করছো??সারা এবার সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললো,এতোটুকু অধিকারও কি আমার নেই?? সারার করুণ মুখ দেখে আমার মুখে কথা জুরালো না।আরো একবার অরুর কাছে ক্ষমা চেয়ে,সারাকে শক্ত করে জরিয়ে নিলাম বুকের সাথে।

অামার সাড়া পেয়ে পাগলের মত আমাকেউ চেপে ধরলো সারা ওর বুকে।

এ শহরে কোন রমনী চাইলে তার শরীর ক্ষুধার্ত থাকার কথা নয়। অথচ সারাকে তাই মনে হচ্ছে। 

উজ্জ্বল শ্যামলা গায়ের রঙ। টানা টানা চোখ।মরালীর মত গ্রীবা।এত সুন্দর গ্রীবা আমি অরু ছাড়া আর কারো মাঝে দেখেনি।বুক দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে ব্লাউজ আর শাড়ি ভেদ করে।জর্জেটের নীল শাড়িটা খাপে খাপে মিশে আছে শরীরের সাথে।ফলে প্রতিটি বাঁক শাড়ির উপর থেকেই প্রকটভাবে বোঝা যাচ্ছে।নিতম্ব দুটি গোল আর ভরাট।বঙ্কিমীয় ভাষায় একেই বোধ হয় বলে পীনোন্নত পয়োধর।
“তুমি খুব সুন্দর সারা।অনেক ভালো কাউকে পেতে পারতে! আরো একবার সারাকে নিজের সিদ্ধান্তের থেকে সরে আসার সুযোগ দিলাম।হয়ত বা সুন্দর বাহ্যিক দিক থেকে পেতে পারি কিন্তু আমি যে তোমার দেহের নয় মনের সৌন্দর্য দেখেছি শুভ।অন্য পুরুষ হলে এতোক্ষণে আমাকে কুরে কুরে খেয়ে শেষ করে দিতো!! আমার আমাকে হতাশ করো না প্লিজ!!

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! Sad

[+] 2 users Like Kolir kesto's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: শূন্য খাঁচা / কলির কেষ্ট - by Kolir kesto - 08-09-2020, 09:36 PM



Users browsing this thread: 1 Guest(s)