Thread Rating:
  • 14 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শূন্য খাঁচা / কলির কেষ্ট (সমাপ্ত)
#31
[[১২]]


ফানুশ উড়ানো দেখা শেষ করে,বললাম বাসায় যাবে তো এখন?
এতো তাড়া কিসের?আমার সাথে থাকতে বুঝি ভালো লাগছে না?আমার উত্তরের অপেক্ষা না করেই বললো জানো জীবনে এতো আনন্দ আজ দ্বিতীয় বার পেলাম,প্রথমবার পেয়েছি তোমাকে ভালবেসে,আর আজ! এতো স্বাধীনভাবে কখনো এনজয় করতে পারিনি।কোথাও গেলে হয় মা না হয় বাবা থেকেছে।

থ্যাংকু সোনা আমাকে এতো সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য।চলোনা কোথাও নিরিবিলি একটু বসি।তোমার ক্যাম্পাস তুমি তো সবই চেনো। আমি অরুকে সাথে নিয়ে মাঠ থেকে একটু দুরে ক্যাম্পাসের দক্ষিণ দিকে একটা ছোট কিন্তু সুন্দর সিড়ি বাঁধানো পুকুর ঘাট আছে ওদিকে নিয়ে গেলাম কারণ নিরিবিলি বসে কথা বলার মত ওর থেকে উত্তম আর কোন জায়গা ক্যাম্পাসে নেই।

দুজনে হাত ধরে চলতে চলতে পুকুর পারে এলাম।কি জায়গাটা সুন্দর না?আমার ময়নাপাখির পছন্দ কি কখনো খারাপ হতে পারে।দুজনে সিড়ি দিয়ে নিচে নেমে একটু শেষের দিকে জলের কাছাকাছি একটাতে বসলাম।অরু আমার পাশে আমার শরীর ঘেসে আমার কাঁধে মাথা রেখে বসলো,ওর চুল থেকে ভেসে আসা সুন্দর মিষ্টি গন্ধটা আমার মনটাকে আরো সতেজ করে দিলো।আমি আমার একটা হাত দিয়ে অরুর একটা হাত চেপে ধরে নিলাম।কেউ কোন কথা বলছিনা,দুজনে আপন মনে বসে আছি আর রাতের আকাশের মিটিমিটি তারা দেখছি।আমি নিজে থেকেই অরুর হাতে একটু চাপ দিলাম,হঠাৎই অরু একটা ভারী নিঃশ্বাস নিলো।ওর নরম হাতের আঙ্গুল গুলা টিপতে ভালো লাগছিলো,আর আমি সেটাই করে চলেছি।ক্রমশ অরুর শ্বাস নিঃশ্বাস বাড়ছে।সব নিরবতা ভেঙ্গে আমিই বললাম কি সোনা কি হচ্ছে শরীর খারাপ লাগছে।তবুও অরু কোন কথা না বলে শুধু মাথা নাড়ালো,,না।

আমি আর কথা না বলে চুপ হয়ে গেলাম,হয়ত ও এই পরিবেশটা উপভোগ করছে কথা বলে সেটা নষ্ট করতে চাই না।আমি আবার ওর হাতের আঙ্গুল গুলো নিয়ে খেলতে লাগলাম,একটু পর আমার কাঁধে ভিজা স্পর্শ পেলাম,অরুকে কাঁধ থেকে তুলে সামনা সামনি করতেই দেখি ওর চোখে জল!!কি হয়েছে?? কাঁদছো কেন??আমি উদ্বেগ হয়ে জানতে চাইলাম। 

-কিছু না,এমনিতেই!
- না বলো কাঁদছো কেন??প্লিজ!!
-এবার অরু জোরে ফুঁপিয়ে কেঁদে উঠলো,আমি আর পারছিনা শুভ,আমি আর পারছিনা তোমাকে ছেড়ে থাকতে,কবে আমাকে নিয়ে যাবে বলো??কবে?কখনো এমন মনে হয় হয়ত তোমাকে আমার পাওয়াই হবেনা।
-এ কথা বলছো কেন?তুমি তো জানোই মোটামুটি সবই ঠিক করে ফেলেছি।।প্লিজ চুপ করো এখন,আচ্ছা বাসা থেকে যাই বলুক আমরা আগামী সপ্তাহে বিয়ে করবো।আমি অরুর চোখ মোছাতে মোছাতে বললাম।
-সত্যি বলছো!!?নাকি মন ভোলানো কথা বলছো?
-সত্যি বলছি গো।এবার একটু হাসো!??

তারপর অরু যে হাসি দিলো,সেটা আমি কেন ;আমার মত লেখক হাজার বার জন্ম নিলেও তা ভাষায় প্রকাশ করতে পারবে না।ওর সাদা দাঁতের হাসি যেন মুক্তোর মত ঝড়ে পরছে,আর সেই মুক্তোর আলোর ঝর্না যেন ওর সারা মুখে ছড়িয়ে পরেছে,আকাশের চাঁদ যেন ওর সাথেও হেসে উঠে আরো উজ্জ্বল আলোতে ভরিয়ে দিল পৃথিবীলোককে,চাঁদের আলোয় অরুর ভেজা ভেজা চোখ যেন মনির মত জ্বল জ্বল করছে,ফাগুনের দক্ষিণা বাতাস যেন হঠাৎই এক দোলা দিয়ে গেল,অরু হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে চোখে চোখ রাখলো,আমি সম্মহনের মত ওর চোখের দিকে তাকিয়ে আছি,কি মায়া আছে ওই চোখে,আমাকে যেন চুম্বকের মত টানছে,কারো মুখে কোন কথা নেই সব কথা যেন চোখে চোখে হচ্ছে,এ কোন মায়াজাল,প্রকৃতি যেন নতুন ভাবে সাজতে চায়, চাঁদের আলো পুকুরের জলকে আরো চকচকে করে তুলছে,একটু দুরে ক্যাম্পাসের বাগানের দিক থেকে ঝিঁ ঝিঁ পোকার ডাক আসছে, ফাগুনের এই মূহুতেই হয়ত কবি লেখকরা প্রেমে পরতো।তাই বার বার তাদের লেখায় এই ফাগুনের কথা বার বার উঠে এসেছে।আমি আমার দু হাত আমার প্রেয়শীর মুখের দু পাশে রাখলাম,অরুর শরীর একটু কেঁপে উঠলো,কি হতে চলেছে সেটা কেউই জানি না,আস্তে আস্তে দুজনের মুখের দুরুত্ব কমে যাচ্ছে 

অরুর শ্বাস প্রশ্বাস দ্রুত ও উত্তপ্ত হচ্ছে,কিন্তু ও কিছু বলছেনা। নিজের শরীরের এত কাছে অপ্সরার মতো সুন্দরী শ্রেয়সী ললনার উপস্থিতি,আমাকে পাগল করে দিচ্ছে।তাহলে কি কিছু হতে চলেছে,কই আগে তো এমন হয়নি কখনো তাহলে কি সেই সময় আসন্ন,যেটা নারী পুরুষের আদিম প্রবৃত্তি,অরুর মুখটা এখন আমার মুখের থেকে মাএ কয়েক ইঞ্চি দুরে,আমি চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পারছি,ওর কমলা লেবুর মত রসালো নরম ঠোঁটটা তিরতির করে কাঁপছে।
আমার গরম নিঃশ্বাস ওর মুখে পরতেই চোখ বুজে নিলো,আর ঠোঁট দুটো ঈষৎ ফাঁক হয়ে গেল। 

দুজনের সব জ্ঞান বুদ্ধি যেন লোপ পেলো স্থান কাল এখানে যেন তুচ্ছ বিষয়,না আর কোন অপেক্ষা নয় আর সেটা সম্ভব ও না,আমি অরুর মাথার পিছনে হাত দিয়ে দ্রুত ওর মুখটা নিজের ঠোটের কাছে  নিয়ে আসলাম।

আর প্রায় সাথে সাথে ঝড়ের গতিতে দু জোড়া ঠোট একে অপরের সাথে মিশে একাকার হয়ে গেল!অরুও প্রবল আগ্রহে ওর ঠোঁট দিয়ে ক্ষুধার্ত বাঘিনীর মত আমার ঠোঁট চুষতে লাগলো।অনিভিজ্ঞ তাই মাঝে মাঝে অরুর মুক্তোর মত দাঁতের কামড় ঠোঁটে পাচ্ছি।সেই কামড়টায় যেন তখন আমার কাছে,নতুন‌ জীবনের হাতছানির মত।এখানে কে কাকে বেশি  চাচ্ছে বোঝার উপায় নেই।আমিও অরুর ঠোঁটের ওপরে জিভের প্রলেপ লাগাতে লাগলাম,
অরুও‌ সমান তালে আমার পুরুষালি ঠোটটাকে চুষতে লাগলো।দুজনেই অনভিঙ্গ কিন্তু মনে হচ্ছে আমাদের কত কালের শেখা জিনিস।
চুমু থেকে যে লালাটা উৎপন্ন হচ্ছিল,সেটাকে চুষে চুষে পান করতে লাগলাম।জিভে জিভ ঠেকিয়ে,অরুর ঠোঁটের ফাঁকে জিভটা ঢুকিয়ে দিয়ে,ওর সুধারস পান করতে লাগলাম অনবরত।

আমার হাতটা নিজের অজান্তে কখন যেন নেমে গেছে ওর পিঠে,এখনো দুজনে চাতক পাখির ন্যায় চুষে চলেছি নিজেদেরকে।আমার হাত দুটো খেলা করে বেড়াচ্ছে এখনো ওর পিঠে,অরুর পিঠে সুখের পরশের ছোয়া দিতে দিতে কখন যে নেমে এসেছে ওর পাতলা সরু কোমড়ে।

খোলা কোমড়ে আমার গরম হাতের ছোঁয়া পেতেই জোরে কামড়ে ধরলো আমার ঠোঁট, যেন ছিড়ে নিতে চায় আমার শক্ত ঠোঁট দুটো,অরুর শরীরের ছোঁয়াতে আমার শরীরের প্রতিটি লোম কূপ যেন জেগে উঠেছে,ধমনীর প্রতিটি শিরা উপশিরায় রক্তরা ফেরারি ভাবে ছুটছে,কোমড় বেয়ে আমার শক্ত গরম অথচ সুখের পরশ আাঁকা হাতটা অরুর চিতল মাছের মত মশৃন পেটের উপর পরতেই যেন সহ্যের সময়সীমা অতিক্রম করে ফেললো,
এখনি থামাতে না পারলে সামনে ঝড় আসন্ন।সে ঝড় মোকাবেলা করার সাধ্য এখন আমাদের কারোর নেই।আমার দুষ্টু হাত পেটের মশৃন তেলতেলে চামড়ায় পিছলে গিয়ে অরুর নাভী কুন্ডের উপর পরতেই।ওহ উফফম্ম শুভ,প্লিজ আর না!! বলতে বলতে আমার ঠোঁট থেকে নিজেকে আলাদা করলো অরু।আমার ঠোঁট থেকে নিজে মুক্ত হয়েই হাফাতে লাগলো অরু। ওর বুক দুটো তখনো কামাড়ের হাপরের মত উঠা নামা করছে।আমিও যেন হুশে এলাম।

আর না সোনা,এরপর আর নিজেকে সামলাতে পারবো না। কোন মতে হাফাতে হাফাতে বললো অরু।আমিও‌ যেন একটু লজ্জা পেলাম।সরি সোনা আমিও এমনটা হবে ভাবিনি।
অরু আমার মুখ হাত দিয়ে চেপে বললো না শুভ সরি বলে এই সুন্দর সময়টা কে অপমান কোরো না।এখানে কারো দোষ নেই।আমরা কেউই মুনি ঋষি না।যেটা হয়েছে সেটা পবিত্র প্রেমের এক বহিঃপ্রকাশ। আমিও চেয়েছিলাম তোমাকে,তবুও দেখ দ্বীর্ঘ দু বছর পর আমরা নিজেদের স্বাদ নিলাম।আমার এতটুকুও ইচ্ছা করছিলো না নিজেকে আটকাতে কিন্তু।এর বেশি কিছু হলে যে আর নিজেকে সামলাতে পারতাম না গো।তখন স্থান কাল ভুলে তোমার চরনে নিজেকে জ্বলাঞ্জলি দেওয়া ছাড়া আমার আর কোন উপায় থাকতো না।

আমি উঠে দাঁড়িয়ে অরু কেউ দাঁড় করিয়ে শক্ত করে বুকে জরিয়ে নিলাম,হয়ত দুজনের মাঝ দিয়ে একটু বাতাসও প্রবেশ করতে পারবেনা।আমি জানি সোনা সেটা,আর কয়টা দিন ওয়েট করো আমি সব ঠিক করে দিবো।সেদিন আরো কিছু সময় দুজন ওখানে থেকে প্রথম চুম্বনের রেশ গায়ে মেখে বাসার উদ্দেশ্য পা বাড়ালাম।।

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! Sad

[+] 2 users Like Kolir kesto's post
Like Reply


Messages In This Thread
RE: শূন্য খাঁচা / কলির কেষ্ট - by Kolir kesto - 06-09-2020, 08:51 PM



Users browsing this thread: 1 Guest(s)