Thread Rating:
  • 12 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery পাতাল সুন্দরী Written By Lekhak (লেখক)
#4
।। চার ।।

ট্রেন চলে এসেছে, ধর্মতলায়। দুএকটা লোক উঠতে শুরু করেছে কামড়ার মধ্যে। ও আমাকে ঠেলা দিয়ে বলল, "এই, ছাড়ো ছাড়ো, এক্ষুনি লোকে দেখলে যা তা বলবে আমাদের।"

আমি তাড়াতাড়ি ওকে ঘনিষ্ট আলিঙ্গন থেকে বিচ্ছিন্ন করে দিলাম। দুজনে হাত ধরাধরি করে আমরা পরের স্টেশনে নেমে গেলাম। আনন্দে বিহ্বল হয়ে ওকে জড়িয়ে ধরছি বারবার।

এস্কেলেটরে উঠতে উঠতে ওকে বললাম, "আজ আমি অফিস যাব না। চলো না দুজনে মিলে একটু ঘোরাঘুরি করি সেই সন্ধে পর্যন্ত। তোমাকে আজ আমার জন্য পেয়েছি, ভাল লাগবে তোমার সাথে আরো কিছু সময় কাটাতে।"

মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসছিল, ওকে বললাম, তোমার নামটা কি বললে না? হাতটা ধরে ও আমাকে টেনে নিয়ে গেল থামের আড়ালেতে। চিবুকে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, "নাম বুঝি সব কিছু করার পরে জানতে ইচ্ছে করে? ট্রেনের মধ্যে আমাকে জড়িয়ে ধরেছিলে, তখন কেন করলে না?"

আমি একটু লজ্জা পাচ্ছিলাম। বললাম, "বহু আকাঙ্খিত, বহু কামনার সঙ্গিনীকে পেয়েছিতো এতোদিন পর। তাই একটু উত্তপ্ত হয়ে পড়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লীজ"

যা ছিল এতদিনের স্বপ্ন, তাই আজ বাস্তব রূপ ধারণ করেছে। ও বলল, "যাও, তোমাকে দিলাম করে ক্ষমা। এবার কোথায় আমাকে নিয়ে যাবে বলো?"

ওকে বললাম, "চলো আমরা কোথাও যাই নিরিবিলিতে। যেখানে তুমি আর আমি, নিশ্চিন্তে নিজেদের মনের কথাগুলো ভাগাভাগি করে নিতে পারব।"

জীবনে যেন এক শ্রেষ্ঠ নারীকে পেয়েছি, উচ্ছ্বাসে মাতোয়ারা আমি, ওর গাল দুটো এক হাতে টিপে দিয়ে বললাম, "আমার নাম হল দেব, এবার তোমার নামটা কি, বলো তো সুন্দরী?"

ও বলল, "তোমার নাম যদি দেব হয়, তাহলে আমি হলাম তোমারই প্রেয়সী, এই দেবের দেবিকা।"

আমি অবাক হলাম, বললাম, "সত্যি বলছ?"

ও বলল, "সত্যিই তো বলছি, দেবিকা হল আমার নাম।"

আমি বললাম, "স্বর্গের কোন এক দেবিকার নাম শুনেছি, তুমি কি তাহলে মর্ত্যের?"

ও হেসে বলল, "ধরে নাও আমি তাই, আমি হলাম মর্ত্যের দেবিকা।"

ভেবেছিলাম জীবনে বুঝি প্রেম নেই আর আমার আর এখন প্রেমের শ্রোতে ভাসতে ইচ্ছে করছে। স্টেশন থেকে সাবওয়ে দিয়ে মাটির ওপরে উঠে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। পথচারীরা সব আমাদের দুজনকে দেখছে। বেশি দেখছে দেবিকাকে। অপরূপা সুন্দরী ও। রাস্তায় অগুন্তি পুরুষমানুষ, ভালো লাগার চোখে ওকে দেখতেই পারে।

আমরা দুজনে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। দেবিকাকে বললাম, "কি খাবে? চলো একটু চা কিংবা কফি, সাথে কিছু স্ন্যাক্স হয়ে যাক।"

দেবিকা বলল, "আমি তো খেয়েই বেরিয়েছি। শুধু শুধু পয়সা খরচা করবে আমার জন্য? কি হবে? চলো আমরা বরং অন্য কোথাও......"

দেবিকাকে বললাম, "চা কফি আর এমন কি? খেয়ে তো আমিও বেরিয়েছি। দুজনে একটু গল্প করব, মনের কথা বলব। নিখরচায় ভেতরে বসে তো আমাদের এমনি এমনি গল্প করতে দেবে না। তাই একটু......"

দেবিকা বলল, "গল্প করার কি আর কোন জায়গা নেই? চলো না আমার বাড়ীতে।"

 - "বাড়ী?" আমি বেশ অবাক হলাম। "ধর্মতলায় তোমার বাড়ী? তাহলে তুমি যে দেখি রোজ টালীগঞ্জ থেকে এখানে আসো। আমি ভেবেছি তুমি বুঝি চাকরি করো এখানে রোজ রোজ এসে।"

দেবিকা বলল, "চাকরি তো করতাম। কিন্তু নিজের ভুলে যে চাকরিটাকে খোয়ালাম। এখন আর কে দেবে আমাকে চাকরি? সব শেষ।"

বেশ অবাক হলাম দেবিকার কথা শুনে। ওকে বললাম, "কেন? একথা বলছ কেন? একটা চাকরি নেই বলে কি আর চাকরি জুটবে না তোমার? কে বলেছে?"

আমার হাতটা ধরে দেবিকা বলল, "তুমি দেবে আমাকে চাকরি? যদি তোমার কাছে আমার হারানো সুখগুলো সব ফিরে পেতাম, দূঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখতাম। পুরুষমানুষ ভীষন নির্দয় হয়। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে ওরা, তারপরই সব ভুলে যায়। নিজেদের আসল রূপটা প্রকাশ করে ফেলে।"

মুখটা একটু করুন মতো করে আমি বললাম, "কেন? আমিও কি সেরকম? তোমার তাই মনে হচ্ছে?"

দেবিকার দেখলাম চোখটা একটু ছল ছল করছে। রাস্তার একপাশেই ওকে ডেকে নিয়ে বললাম, "কি হয়েছে বলো তো? তোমার জীবনে কি কোন কষ্ট আছে? ব্যাথা আছে? আমাকে বলো। আমি কথা দিচ্ছি, আমার সাধ্যমত চেষ্টা করবো, তোমার সেই দূঃখ কষ্টকে চিরকালের জন্য ঘুঁচিয়ে দিতে।"

এবার একটু আলতো হাসি দিয়ে দেবিকা বলল, "চেষ্টা করো, যদি পারো। তবে আমার মনে হয় না তুমি আর পারবে সেটা।"

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! bananaSad

Like Reply


Messages In This Thread
RE: পাতাল সুন্দরী Written By Lekhak (লেখক) - by Kolir kesto - 06-09-2020, 06:37 PM



Users browsing this thread: