06-09-2020, 09:34 AM
[[১১]]
মিঠুর সাথে কথা বলে একটু সাহস পাচ্ছি মনে।রাতে ফোনে অরুকে সব বললাম,ও যেন রাজিই ছিলো এই ব্যাপারে।হা শুভ আমিও এটাই ভাবছিলাম বাসা থেকে সমস্যা করলে আমরা কোর্টম্যারেজ করবো,তারপর বিয়েটা একবার হয়ে গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।তাছাড়া তুমি তো আর অযোগ্য পাএ না।
-হুম সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।
-ভালো করছো!এই শোন না কিছুদিন পরই তো পহেলা ফাল্গুন তোমাদের ক্যাম্পাসে রাতে কতো অনুষ্ঠান হয়।বিশেষ করে ফানুষ উড়ানোটা শুনেছি দারুন হয়!!?
-আমিও শুনেছি।
-শুনেছো মানে!!দেখোনি কখনো??
-না গো কখনো যায়নি!!
-হে ভগবান!এ কেমন ছেলেরে বাবা!!তোমার ক্যাম্পাস আর তুমিই কখনো যাওনি অনুষ্ঠানে,তাও আবার ছেলে হয়ে।আমি তো মেয়ে বলে আমাকে রাতে বের হতে দেয়না।
-বুঝলাম!!এখন আসল কথা বলো?!
-হুম আসলে আমার রাতে ওই অনুষ্ঠান দেখার খুব ইচ্ছা কিন্তু বাসা থেকে তো যেতে দেয় না। নিয়ে যাবে আমায়??করুন ভাবে বললো অরু।
-সে না হয় যাবো কিন্তু তোমাকে তো বের হতেই দিবেনা তাহলে যাবে কি করে।
-সে আমি জানিনা!!যা বুদ্ধি করার তুমি করবে।বাচ্চা মেয়েদের আবদার করার মত করে অরু বললো!!
-আচ্ছা ভেবে দেখি।এখন তাহলে ঘুমিয়ে পরো।
এই প্রথম একটা ইচ্ছা প্রকাশ করলো অরু,কিন্তু কিভাবে কি করি সেটাই ভাবছি!!অফিসের কাজের চাপ মোটামুটি ভালোই কাটছে অফিসের দিন,ডিউটি করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারিনা।পুরো সপ্তাহের অফিসের ক্লান্তি দুর হয় সপ্তাহ শেষে অরুর সাথে দেখা করে।খুব সাদামাটা আমাদের ভালবাসার দিনগুলো,তবুও কত রঙ্গিন লাগে।বিশেষ কোন চাহিদা নেই আমাদের মধ্যে,না আছে উচ্চাকাঙ্খা,একদিন শুক্রবারে দেখার করার সময় একটা প্যাকেট দিলো।
-কি এতে?
-খুলেই দেখো না!
-আমি প্যাকেটা যত্ন করে খুললাম,খুলে দেখি খুব সুন্দর নীল রংয়ের একটা পাঞ্জাবী।
-পছন্দ হয়েছে তোমার?
-পছন্দ হবেনা কেন!?খুব পছন্দ হয়েছে।কিন্তু শুধু শুধু খরচ করার কি দরকার ছিলো?!
-একদম কথা বলবে না।তাহলে কিন্তু আমি খুব রাগ করবো। শোন পহেলা ফাল্গুন আমার সাথে তুমি এটা পরে রাতে অনুষ্ঠান দেখতে যাবে।
-সে না হয় গেলাম,কিন্তু কি ভাবে সেটাই ভাবছি সোনা।
-সেটা আমি ঠিক করেছি। জানতাম তুমি পারবে না।
-সত্যি হার মানলাম তোমার কাছে,কিন্তু তুমি যেহেতু উপায় বের করেছো সো আমি চিন্তা মুক্ত হলাম।এখন বলো কি উপায় বের করলে?
-দেখ মা যেহেতু সব জানে তাই মাকে সত্যিটা বলবো,আর মাকে দিয়ে বাবাকে বলাবো সাথে আমিও বলবো যে বান্ধবীর জন্মদিনের একটা ঘরোয়া অনুষ্ঠান আছে ওখানে যাবো।
-হুম বুদ্ধি খারাপ না।ওকে তাহলে তাই হবে।তারপর সেদিনের মত দুজন বিদায় নিলাম।
দিনগুলা স্বপ্নের মত কেটে চলেছে।ইতি মধ্যো একটা সুখবর পেলাম মায়ের কাছ থেকে।মা বাবা কে আমার আর অরুর বিষয়টা বলেছে,এমনকি অরুর ছবিও দেখিয়েছে।ছেলের যখন পছন্দ আর মেয়েটাও দেখতে ভালো।আর ছেলেও ভালো বেতনের চাকরি করছে তাই বাবার এ বিয়েতে অমত নেই। সব থেকে বড় অবাক হলাম মায়ের পরের কথা শুনে,সেটা হলো মায়ের সাথে অরুর প্রতিদিন কথা হয়,যেটা আমি হালকা আন্দাজ করেছিলাম আগেই,কিন্তু অরুর সাথে যে বাবার ও ফোনে কথা হয়েছে একবার সেটা আজ শুনলাম। এতোটা আমি স্বপ্নেও আশা করিনি।তবুও মনটা খুশি অন্তত আমার পরিবারের কারো অমত নেই।
রাতে অরুর সাথে কথা বলে একটু রাগ দেখালাম,কেন এসব আমাকে বলেনি।ওর সোজা কথা এই যে মিষ্টার আমার উপর রাগ দেখিয়ে লাভ নেই।পারলে বাবাকে বলো।
এর ভিতর বাবা এলো কোথা থেকে??
অরু এবার যেটা বললো সেটা পরো বিস্ময়কর ব্যাপার!!কারণ বাবা তোমাকে বলতে মানা করেছে।এখন তুমি বলো বিয়ের আগেই যদি শশুরমশায়ের কথা না শুনি তাহলে কিভাবে হবে!?
না অরুর উপর আর কোন রাগ নেই।বাবা কেমন গম্ভীর থাকে সব সময় সেও যে এতো মজা করতে জানে জানতামই না। যাক সবাই খুশি মানে আমি মহা খুশি।আরো ভাল খুশির খবর এই কয়েক মাসের ভিতর অরুও আর অসুস্থ হয়নি।
দেখতে দেখতে ফাল্গুন চলে এলো,সেদিন সন্ধ্যাবেলা প্লান মাফিক অরু আমার বাসার সামনে রিক্সা নিয়ে হাজির,আমি ওর দেওয়া নীল পাঞ্জাবি সাথে ব্লু জিনস।নিচে নেমে দেখি অরু রিক্সাতে বসে আছে।ওকে দেখে আমি বলেই ফেললাম ওয়াও দারুন লাগছে বেবি তোমাকে!!
হয়েছে আর আদিখ্যেতা করতে হবে না।তাড়াতাড়ি উঠে এসো।রিক্সায় উঠেও আমি ওর থেকে চোখ সরাতে পারছি না,অরু একটা নীল রংয়ের শাড়ী সাথে ম্যাচিং ব্লাউজ,আর তার উপর আমার দেওয়া নীল চাদরটা জরিয়ে রেখেছে,ফাল্গুন মাসের প্রথম শীতটা চলে গেছে তবুও রাতে একটু একটু ঠান্ডা লাগে।ওর শরীর থেকে মন মাতানো এক পারফিউমের গন্ধ আসছে নাকি এটাই ওর শরীরের গন্ধ সেটা নিয়ে রীতিমতো আমার মনে মনে এক যুদ্ধ বেঁধে গেল।আমি যেন সব কিছু হা করে গিলছি।
-কি হলো ওমন হাভাতের মত করে কি দেখছো?
-অরুর কথায় স্বমিত**হলাম!না মানে তোমাকে দেখছি।এতো সুন্দর লাগছে আজ!তুমি এতো সুন্দর আগেতো বুঝতে পারিনি।
-অরু একটু লজ্জা পেল,,ধ্যাত তুমি বাড়িয়ে বলছো।
দুজনে হাতে হাত রেখে বসে আছি,নিজেদের ভিতরেই বিভোর হয়ে গেছি,রিক্সাওয়ালার ডাকে হুশ ফিরলো,স্যার চলে এসেছি।ভাড়া মিটিয়ে ক্যাম্পাসে ঢুকলাম,আধো আলো ভাবে সাজানো পুরো ক্যাম্পাস,রঙ্গীন আলোয় আমার নীল পরীকে আরো সুন্দর লাস্যময়ী লাগছে।
কিছুক্ষণ পর কনসার্ট শুরু হলো, দুজনে দেখছি মঞ্চে নাচা গানা হচ্ছে,অরু খুব আনন্দ করে উপভোগ করছে অনুষ্ঠান আর আমি উপভোগ করছি আমার নীল পরীর হাসি উজ্জ্বল চাঁদের মত মুখখানি।এসব অনুষ্ঠান আমার বিশেষ ভালো লাগেনা,কিন্তু আজ ভালো লাগছে কারণ আমি আমার ভালবাসার ইচ্ছা পূরণ করতে পেরেছি।এদিক মাঠের অপর সাইট থেকে শোনা গেল এখনি ফানুস উড়ানো হবে।সাথে সাথে কিছু আতশ বাজী ফুটে উঠলো,ওমনি অরু আমার হাত ধরে টানতে টানতে সেদিকে ছুটলো,একটু ভীড়ের বাইরে আসতেই বললাম
-কি হলো??
-আরে শুনলে না ফানুস উড়াবে,তাড়াতাড়ি চলো না হলে দেরি হয়ে যাবে দেখতে পারবো না।অরুকে মনে হচ্ছে একটা দশ বছরের ফুটন্ত বাচ্চা যে কিনা শাড়ী পরেও ছুটাছুটি করছে। এই ক্যাম্পাসে প্রতিটা জায়গা আমি হাতের তালুর মত চিনি,আমি বললাম কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না,রেলিং দেওয়া আছে,গেট ওই দিকে।
আরে ওদিক দিয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে,তখনি একটা ফানুস আকাশে উড়লো, দেখছো শুরু হয়ে গেছে ,চলো রেলিং টপকে যাই!অরুর কথায় আমি জাষ্ট অবাক শাড়ী পরে রেলিং টপকাবে কিন্তু আজ যেন অরুই সমগ্র ব্রক্ষান্ডের অধিষ্ঠরী কেউ ওকে থামাতে পারবে না,অগ্রত ওর পিছে ছুটলাম,আশ্চর্যজনক ভাবে ও রেলিং টপকালো কিন্তু আমি পারছিনা টাইট জিনসের জন্য।পরে অরুর সাহায্যে ওপাশে গেলাম।তারপর ফানুষ উড়ানো দেখলাম,অরুর আনন্দ দেখে নিজেকে সার্থক পুরুষ মনে হলো।।
মিঠুর সাথে কথা বলে একটু সাহস পাচ্ছি মনে।রাতে ফোনে অরুকে সব বললাম,ও যেন রাজিই ছিলো এই ব্যাপারে।হা শুভ আমিও এটাই ভাবছিলাম বাসা থেকে সমস্যা করলে আমরা কোর্টম্যারেজ করবো,তারপর বিয়েটা একবার হয়ে গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।তাছাড়া তুমি তো আর অযোগ্য পাএ না।
-হুম সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।
-ভালো করছো!এই শোন না কিছুদিন পরই তো পহেলা ফাল্গুন তোমাদের ক্যাম্পাসে রাতে কতো অনুষ্ঠান হয়।বিশেষ করে ফানুষ উড়ানোটা শুনেছি দারুন হয়!!?
-আমিও শুনেছি।
-শুনেছো মানে!!দেখোনি কখনো??
-না গো কখনো যায়নি!!
-হে ভগবান!এ কেমন ছেলেরে বাবা!!তোমার ক্যাম্পাস আর তুমিই কখনো যাওনি অনুষ্ঠানে,তাও আবার ছেলে হয়ে।আমি তো মেয়ে বলে আমাকে রাতে বের হতে দেয়না।
-বুঝলাম!!এখন আসল কথা বলো?!
-হুম আসলে আমার রাতে ওই অনুষ্ঠান দেখার খুব ইচ্ছা কিন্তু বাসা থেকে তো যেতে দেয় না। নিয়ে যাবে আমায়??করুন ভাবে বললো অরু।
-সে না হয় যাবো কিন্তু তোমাকে তো বের হতেই দিবেনা তাহলে যাবে কি করে।
-সে আমি জানিনা!!যা বুদ্ধি করার তুমি করবে।বাচ্চা মেয়েদের আবদার করার মত করে অরু বললো!!
-আচ্ছা ভেবে দেখি।এখন তাহলে ঘুমিয়ে পরো।
এই প্রথম একটা ইচ্ছা প্রকাশ করলো অরু,কিন্তু কিভাবে কি করি সেটাই ভাবছি!!অফিসের কাজের চাপ মোটামুটি ভালোই কাটছে অফিসের দিন,ডিউটি করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারিনা।পুরো সপ্তাহের অফিসের ক্লান্তি দুর হয় সপ্তাহ শেষে অরুর সাথে দেখা করে।খুব সাদামাটা আমাদের ভালবাসার দিনগুলো,তবুও কত রঙ্গিন লাগে।বিশেষ কোন চাহিদা নেই আমাদের মধ্যে,না আছে উচ্চাকাঙ্খা,একদিন শুক্রবারে দেখার করার সময় একটা প্যাকেট দিলো।
-কি এতে?
-খুলেই দেখো না!
-আমি প্যাকেটা যত্ন করে খুললাম,খুলে দেখি খুব সুন্দর নীল রংয়ের একটা পাঞ্জাবী।
-পছন্দ হয়েছে তোমার?
-পছন্দ হবেনা কেন!?খুব পছন্দ হয়েছে।কিন্তু শুধু শুধু খরচ করার কি দরকার ছিলো?!
-একদম কথা বলবে না।তাহলে কিন্তু আমি খুব রাগ করবো। শোন পহেলা ফাল্গুন আমার সাথে তুমি এটা পরে রাতে অনুষ্ঠান দেখতে যাবে।
-সে না হয় গেলাম,কিন্তু কি ভাবে সেটাই ভাবছি সোনা।
-সেটা আমি ঠিক করেছি। জানতাম তুমি পারবে না।
-সত্যি হার মানলাম তোমার কাছে,কিন্তু তুমি যেহেতু উপায় বের করেছো সো আমি চিন্তা মুক্ত হলাম।এখন বলো কি উপায় বের করলে?
-দেখ মা যেহেতু সব জানে তাই মাকে সত্যিটা বলবো,আর মাকে দিয়ে বাবাকে বলাবো সাথে আমিও বলবো যে বান্ধবীর জন্মদিনের একটা ঘরোয়া অনুষ্ঠান আছে ওখানে যাবো।
-হুম বুদ্ধি খারাপ না।ওকে তাহলে তাই হবে।তারপর সেদিনের মত দুজন বিদায় নিলাম।
দিনগুলা স্বপ্নের মত কেটে চলেছে।ইতি মধ্যো একটা সুখবর পেলাম মায়ের কাছ থেকে।মা বাবা কে আমার আর অরুর বিষয়টা বলেছে,এমনকি অরুর ছবিও দেখিয়েছে।ছেলের যখন পছন্দ আর মেয়েটাও দেখতে ভালো।আর ছেলেও ভালো বেতনের চাকরি করছে তাই বাবার এ বিয়েতে অমত নেই। সব থেকে বড় অবাক হলাম মায়ের পরের কথা শুনে,সেটা হলো মায়ের সাথে অরুর প্রতিদিন কথা হয়,যেটা আমি হালকা আন্দাজ করেছিলাম আগেই,কিন্তু অরুর সাথে যে বাবার ও ফোনে কথা হয়েছে একবার সেটা আজ শুনলাম। এতোটা আমি স্বপ্নেও আশা করিনি।তবুও মনটা খুশি অন্তত আমার পরিবারের কারো অমত নেই।
রাতে অরুর সাথে কথা বলে একটু রাগ দেখালাম,কেন এসব আমাকে বলেনি।ওর সোজা কথা এই যে মিষ্টার আমার উপর রাগ দেখিয়ে লাভ নেই।পারলে বাবাকে বলো।
এর ভিতর বাবা এলো কোথা থেকে??
অরু এবার যেটা বললো সেটা পরো বিস্ময়কর ব্যাপার!!কারণ বাবা তোমাকে বলতে মানা করেছে।এখন তুমি বলো বিয়ের আগেই যদি শশুরমশায়ের কথা না শুনি তাহলে কিভাবে হবে!?
না অরুর উপর আর কোন রাগ নেই।বাবা কেমন গম্ভীর থাকে সব সময় সেও যে এতো মজা করতে জানে জানতামই না। যাক সবাই খুশি মানে আমি মহা খুশি।আরো ভাল খুশির খবর এই কয়েক মাসের ভিতর অরুও আর অসুস্থ হয়নি।
দেখতে দেখতে ফাল্গুন চলে এলো,সেদিন সন্ধ্যাবেলা প্লান মাফিক অরু আমার বাসার সামনে রিক্সা নিয়ে হাজির,আমি ওর দেওয়া নীল পাঞ্জাবি সাথে ব্লু জিনস।নিচে নেমে দেখি অরু রিক্সাতে বসে আছে।ওকে দেখে আমি বলেই ফেললাম ওয়াও দারুন লাগছে বেবি তোমাকে!!
হয়েছে আর আদিখ্যেতা করতে হবে না।তাড়াতাড়ি উঠে এসো।রিক্সায় উঠেও আমি ওর থেকে চোখ সরাতে পারছি না,অরু একটা নীল রংয়ের শাড়ী সাথে ম্যাচিং ব্লাউজ,আর তার উপর আমার দেওয়া নীল চাদরটা জরিয়ে রেখেছে,ফাল্গুন মাসের প্রথম শীতটা চলে গেছে তবুও রাতে একটু একটু ঠান্ডা লাগে।ওর শরীর থেকে মন মাতানো এক পারফিউমের গন্ধ আসছে নাকি এটাই ওর শরীরের গন্ধ সেটা নিয়ে রীতিমতো আমার মনে মনে এক যুদ্ধ বেঁধে গেল।আমি যেন সব কিছু হা করে গিলছি।
-কি হলো ওমন হাভাতের মত করে কি দেখছো?
-অরুর কথায় স্বমিত**হলাম!না মানে তোমাকে দেখছি।এতো সুন্দর লাগছে আজ!তুমি এতো সুন্দর আগেতো বুঝতে পারিনি।
-অরু একটু লজ্জা পেল,,ধ্যাত তুমি বাড়িয়ে বলছো।
দুজনে হাতে হাত রেখে বসে আছি,নিজেদের ভিতরেই বিভোর হয়ে গেছি,রিক্সাওয়ালার ডাকে হুশ ফিরলো,স্যার চলে এসেছি।ভাড়া মিটিয়ে ক্যাম্পাসে ঢুকলাম,আধো আলো ভাবে সাজানো পুরো ক্যাম্পাস,রঙ্গীন আলোয় আমার নীল পরীকে আরো সুন্দর লাস্যময়ী লাগছে।
কিছুক্ষণ পর কনসার্ট শুরু হলো, দুজনে দেখছি মঞ্চে নাচা গানা হচ্ছে,অরু খুব আনন্দ করে উপভোগ করছে অনুষ্ঠান আর আমি উপভোগ করছি আমার নীল পরীর হাসি উজ্জ্বল চাঁদের মত মুখখানি।এসব অনুষ্ঠান আমার বিশেষ ভালো লাগেনা,কিন্তু আজ ভালো লাগছে কারণ আমি আমার ভালবাসার ইচ্ছা পূরণ করতে পেরেছি।এদিক মাঠের অপর সাইট থেকে শোনা গেল এখনি ফানুস উড়ানো হবে।সাথে সাথে কিছু আতশ বাজী ফুটে উঠলো,ওমনি অরু আমার হাত ধরে টানতে টানতে সেদিকে ছুটলো,একটু ভীড়ের বাইরে আসতেই বললাম
-কি হলো??
-আরে শুনলে না ফানুস উড়াবে,তাড়াতাড়ি চলো না হলে দেরি হয়ে যাবে দেখতে পারবো না।অরুকে মনে হচ্ছে একটা দশ বছরের ফুটন্ত বাচ্চা যে কিনা শাড়ী পরেও ছুটাছুটি করছে। এই ক্যাম্পাসে প্রতিটা জায়গা আমি হাতের তালুর মত চিনি,আমি বললাম কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না,রেলিং দেওয়া আছে,গেট ওই দিকে।
আরে ওদিক দিয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে,তখনি একটা ফানুস আকাশে উড়লো, দেখছো শুরু হয়ে গেছে ,চলো রেলিং টপকে যাই!অরুর কথায় আমি জাষ্ট অবাক শাড়ী পরে রেলিং টপকাবে কিন্তু আজ যেন অরুই সমগ্র ব্রক্ষান্ডের অধিষ্ঠরী কেউ ওকে থামাতে পারবে না,অগ্রত ওর পিছে ছুটলাম,আশ্চর্যজনক ভাবে ও রেলিং টপকালো কিন্তু আমি পারছিনা টাইট জিনসের জন্য।পরে অরুর সাহায্যে ওপাশে গেলাম।তারপর ফানুষ উড়ানো দেখলাম,অরুর আনন্দ দেখে নিজেকে সার্থক পুরুষ মনে হলো।।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!