Thread Rating:
  • 14 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শূন্য খাঁচা / কলির কেষ্ট (সমাপ্ত)
#18
[[৬]]


ভিতরে ভিতরে অস্থির হয়ে পরেছি,শুক্রবার যেন আসতেই চাচ্ছেনা।এর মাঝে আর একদিন কথা হয়েছে ফোনে অরুর সাথে,তারপর সেই কাঙ্ক্ষিত দিন এলো শুক্রবার অরুর বলা জায়গাতে পৌছে গেলাম,তখন সকাল ৮ টা কিন্তু অরুর দেখা নেই।প্রায় কুঁড়ি মিনিট অপেক্ষা করার পর অরু এলো।একটা গোলাপী রং এর কামিজ পরেছে,চোখে হালকা কাজলের রেখা,তার জন্য চোখ দুটো আরো টানা টানা লাগছে,সব মিলিয়ে ছয় মাস আগে দেখা অরুর থেকে আজকের অরু যেন এক উৎচ্ছল হাসিখুশি মিষ্টি ফুটন্ত এক পদ্ম!অরু কাছে আসতেই আমিই প্রথম কথা বললাম,এতো দেরি হলো আসতে??ও একটু লাজুক ভাবেই বললো সরি গো!ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে।চলো ও দিকটায় একটা কফি শপ আছে ওখানে যেয়ে বসে কথা বলি।তারপর দুজন কফি শপে বসে নিজেদের কথা শুরু করলাম,,অরুই প্রথমে বললো,তো কেমন ছিলে এতো দিন??
-খারাপ না।কিন্তু সত্যি বলতে তুমি এতো দিন পরে কল করবে ভাবতে পারিনি।
-কি করবো,তুমি তো সত্যবাদী যুধিষ্টির।কথা দিয়েছিলে কল করবেনা।তাই আমিই করলাম।
-আমি বিনয়ী ভাবে বললাম থ্যাংকস!!
অরু একটু বাঁকা ভাবে তাকিয়ে বললো কেন ??
-না,এই যে তুমি কল না করলে তো এখন এই কফি শপে আসাই হতো না।একটা কথা বলবো??
-হুম!এতে জিজ্ঞাসা করার কি আছে!!
-আমি কোন ভনিতা না করেই বললাম,তোমাকে কিন্তু আজ দারুন সুন্দর লাগছে!!সাথে সাথে অরুর মুখে লাল আভা দেখা দিলো।
-থ্যাংকস!!
সেদিনের মত আরো কিছুক্ষণ সময় কাঁটিয়ে আমরা যার যার বাসায় ফিরে আসি।বাসায় এসে এক অস্থিরতা কাজ করছে বার বার অরুর কাজল কালো চোখ দুটো ভেসে উঠছে।এই কি সেই মেয়ে যার জন্য আমি এখনো কুমার !তা না হলে কলেজে এতো মেয়ে আছে কই তাদের দেখে তাদের সাথে কথা বলে তো এমন হয়নি,আমার যে কি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মত লেখক আমি নই।কিন্তু পাঠকগন হয়তো এতোটুকু বুঝতে পারছেন,মনের মত শ্রেয়ষীর জন্য দীর্ঘ অপেক্ষার পর তাকে পাবার আসা মনে আসলে ঠিক যেমন হয় আমার অবস্থা এখন তেমন।না আর অপেক্ষা না যা করার আমাকে শীঘ্রই করতে হবে।

সন্ধ্যা থেকে ছটফট করছি কখন রাত হবে,আর অরুর সাথে কথা বলবো,আমার এতোটাই অস্থির লাগছে কোথাও ঠিক ভাবে বসতে দাঁড়াতে ইচ্ছা করছেনা। এসব দেখে মা একবার জিজ্ঞাসা করে গেছে শরীর খারাপ লাগছে কিনা।কিন্তু মাকে কি করে বলি,মা গো তোমার ছেলে তার মনের মানুষকে খুঁজে পেয়েছে।রাতের খাবারের পর আর অপেক্ষা না করে অরুকে ফোন দিলাম,রিং বেজে নো এ্যানসার। অন্য সময় হলে হয়ত কল দিতাম না,কিন্তু আজ যে আমায় দিতেই হবে,দ্বিতীয় বার আবার কল দিতে অরু ধরলো,ওর কষ্ঠ শুনেই আমার সব ছটফটানি থেমে গেল,কি বলবো,আর বুঝে উঠতে পারছিনা,তাই স্বাভাবিক হবার জন্য রাতে খেয়েছে কিনা? কি করতেছিলো এসব প্রশ্ন করলাম,তারপর মনে সাহস নিয়েই বললাম,তোমাকে একটা কথা বলতে চাই!?
-হুম বলো কি কথা!!?
-দেখো অরু উত্তর যেটাই হোক সরাসরি বলবে!!
-আরে বাবা!!আগে কথাটা তো বলো?
-আমি বড় করে এক নিঃশ্বাস নিয়ে বললাম,দেখো আমি আজ পর্যন্ত কোন মেয়ের সাথে সেভাবে কথাই বলিনি।কিন্তু আমি ফিল করি মাঝে মাঝে কোন একজনকে কিন্তু কে সে আমি জানিনা,কিন্তু কারো সঙ্গ পেতে আমারো খুব ইচ্ছা করে কিন্তু আমি যেভাবে চাই তেমন মেয়ে আমার চোখে পরেনি।বাট তোমাকে দেখার পর আমার কেন জানি মনে হচ্ছে তুমিই সেই!!আমরা এখন বন্ধু আছি,আমি আরো একটু কাছাকাছি আসতে চাই।দেখো এর বেশি আর বলতে পারবো না,ছেলে বলে তো এমন না যে একটুও লজ্জা নাই তা না।তাই যা বোঝার বুঝে নাও!!এতো গুলো কথা একসাথে বলে আমি দম নিয়ে চুপ করে গেলাম।। আর ওপাশ থেকে অরু এক অট্টহাসিতে ফেটে পরলো।।ওর হাসি আমাকে আরো অস্থির করে তুললো অথচ আমি চুপ করে থাকলাম ওর উত্তরের আশায়।

প্রায় এক মিনিট পর ওপাশ থেকে মিষ্টি করে বললো,ভীতুর ডিম একটা,সোজা কথাটা কতো ঘুরিয়ে প্যাঁচিয়ে বললে।আমি কিঞ্চিৎ রাগ দেখিয়ে বললাম আমি মোটেও ভীতু না প্রথমবার এটা তাই।।ও বাবা তুমি কি রাজ্যের মেয়েদের প্রোপোজ করে বেরাবা নাকি??এই বলে অরু একটু চুপ করে গেল,হয়ত আমার কথা গুলা ভাবছে।আমার কি হলো মনে হলো শরীরের এক অদৃশ্য শক্তি আর মনে অঢেল সাহস সঞ্চার হলো।তাই নরম স্বরে ওকে ডাকলাম,,,  
-অরু!!!!!!
-হুম!!!!!!!
-উইল ইউ ম্যারি মি???
দুপাশেই সুনশান নিরবতা!!কেউ কোন কথা বলছিনা।নিরবতা ভেংগে আমিই বললাম কি হলো?উত্তর দিলেনা যে!!
তুমিতো আমার অতীত বর্তমান এমনকি আমার সম্বন্ধে কিছুই জানো না।তবুও সরাসরি বিয়ের কথা বলছো!একটু বেশিই ফার্স্ট হয়ে যাচ্ছো না তুমি?উত্তর আমার রেডিই ছিলো তাই বললাম,দেখো অরু তোমার সাথে দেখা করে এবং মন খুলে কথা বলে,আমার যা জানার জেনে গেছি।তোমার অতীত নিয়ে আমার মাথা ব্যথা নেই।তুমি কিছু বলতে চাইলে শুনবো কিন্তু আমার জানার আগ্রহ নেই। তুমি আমার কাছে বর্তমান আর আমি সেটা নিয়েই থাকতে চাই।আর যদি বলো ভবিষ্যতের কথা সেটা না হয় দু'জনেই ঠিক করে নিবো।আর বাকিটা ঈশ্বর জানে।

হুমম,উম্ম ওকে তোমার সাথে চলতে আমার খারাপ লাগবেনা।
অরুর কথা শুনে এবার আমিও হেসে দিলাম,আমার মতোই বাঁকা করে উত্তর দিলে!!এবার দুজনেই হেসে ফেললাম।।আরো কিছুক্ষণ কথা বলে মনে হাজারও ভালো লাগার জোয়ার এনে দুজনে স্বপ্নের জাল বুনতে বুনতে ঘুমিয়ে গেলাম!!

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! Sad

[+] 4 users Like Kolir kesto's post
Like Reply


Messages In This Thread
RE: শূন্য খাঁচা / কলির কেষ্ট - by Kolir kesto - 05-09-2020, 04:03 PM



Users browsing this thread: 2 Guest(s)