05-09-2020, 09:58 AM
[[৫]]
পরদিন বাসস্ট্যান্ডে গিয়ে দাড়ালাম!প্রতিদিন এখান থেকেই বাসে উঠে কলেজ যাই।কিন্তু আজ বাসের দেখা নাই,যা দু একটা আসছে ভীড়ে ভর্তি। আমার থেকে একটু দুরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এতোক্ষন খেয়াল করিনি।
মোটামুটি মিষ্টি দেখতে মেয়েটা হলুদ রং এর একটা কামিজ পরে আছে একটু রোগা দেখতে,আমি আর বিশেষ নজর দিলাম না কারণ সেটা ভালো দেখায় না।মেয়েটাও বোধহয় বাসের জন্য ওয়েট করছে আর বার বার ঘড়ি দেখছে।এবার একটা বাস আসতেই আমি দৌড়ে উঠতে গেলাম সাথে মেয়েটাও দৌড়ে উঠতে গেল,যদিও এই বাসটাতেও প্রচুর ভীড়।কিন্তু মেয়েটা ঠিক জায়গা পাচ্ছিলো না উঠার ততোক্ষণে আমি উঠে দাড়িয়েছি বাসের দরজাতে!
এবার একটা সুরেলা কষ্ঠ ভেসে এলো আমার উদ্দেশ্যে।ভাইয়া আমাকে একটু উঠতে দিন না প্লিজ!!মেয়েটার দিকে তাকিয়ে কি মনে হলো,এ অনুরোধ রাখতে আমি বাধ্য। অগত আমি বাস থেকে নিচে নেমে মেয়েটাকে উঠার সুযোগ দিলাম,কিন্তু মেয়েটা উঠার একবার চেষ্টা করতেই কিসে যেন হোচট খেয়ে পরে গেল,আর তার সাথে বাসটাও ছেড়ে দিলো।আমি দৌড়ে মেয়েটার কাছে গিয়ে বললাম,এই আপনার লাগেনি তো? ততোক্ষণে ও নিজেই উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো না না,তেমন কিছু না।আমি দেখলাম তেমন মেজর কিছু হয়নি,জাষ্ট পরে গেছে।এবার মেয়েটা আমার উদ্দেশ্য বললো ধন্যবাদ!
-কি জন্য?
-এই যে আপনি নেমে আমাকে উঠতে দিলেন!
-কিন্তু আপনি তো উঠতেই পারলেন না বরং পরে গেলেন। আসলে এই বাস ওয়ালা গুলাও যা হয়েছে।
এবার ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম তো কোথায় যাবেন আপনি?মেয়েটা জবাব দিলো কলেজ যাচ্ছিলাম,আজ একটা ইমপর্টেন্ট ক্লাস ছিলো।সেটা আমার ও ছিলো বাট একটা ক্লাস মিস হয়ে গেল ঘড়ি দেখে বুঝলাম।আমি আবার মেয়েটিকে বললাম কোন কলেজে পড়েন?
মেয়েটি বললো মহিলা কলেজ!!ওহ তারমানে তো আমার কলেজ পাস করে আপনাকে যেতে হবে!!আমি KUET (Khulna University & Engineering Technology)এ যাবো!!তো এখন যা বাস আসবে হয়ত ভীড়ই হবে,তাছাড়া লেট হয়ে যাবে,আমি রিক্সা করে চলে যাবো আপনি চাইলে আমার সাথে যেতে পারেন!!কথাটা বলে আমি উত্তরের আশায় মেয়েটার দিকে তাকিয়ে আছি।কি যেন ভাবলো মেয়েটা,হয়ত ভাবছে আমার সাথে যাওয়া ঠিক হবে কিনা!? তারপর বললো ওকে চলেন।
আমিও রিক্সা ডেকে নিলাম।দুজনে মাঝে একটু ফাঁকা রেখে বসার চেষ্টা করলাম।এখনো পর্যন্ত আমাদের সেভাবে পরিচয় হয়নি,আমিই জিজ্ঞাসা করলাম আপনার নামটা কিন্তু জানা হলো না মিষ্টি হেসে বললো অরুনিমা,,!অরুনিমা সাহা সবাই অরু বলেই ডাকে!!ওহ নাইস নেইম!আমি শুভেন্দু রায়।ওহ আপনার নামটাও সুন্দর!!এই প্রথম কোন মেয়ের এতো কাছাকাছি আমি।ভিতরে ভিতরে হালকা কাঁপছি।আবার কিছুক্ষনের নিরবতা,আমিই প্রশ্ন করলাম,তো কিসে পড়েন ?
-অর্নাস প্রথম বর্ষ !
-কোন বিষয়ে?
-ইংরেজি!
-ওহ দারুন তো।
-তো আপনি ??
আমি নেভেল ইঞ্জিনিয়ারিং এ এবার দ্বিতীয় বর্ষ!
ওয়াও আপনরার বিষয়টাও কিন্তু দারুন।এভাবেই টুকরো কথার মধ্যেই রিক্সা আমার ক্যাম্পাসের সামনে চলে এসেছে,আমাকে নামতে হবে।কিন্তু এক অদ্ভুত মায়ায় আমাকে টানছে মেয়েটার দিকে।বুঝে উঠতে পারছিনা কি করবো,এই কি শেষ দেখা আমাদের!!না আমাকে কিছু একটা করতে হবে,এতো ভালো তো আগে কখনো লাগেনি।এসব ভাবতে ভাবতে রিক্সা থেকে নেমেই বলে বসলাম ,আপনার মোবাইল নম্বরটা কি দেওয়া যাবে??আমার কথাতে অরু কিছু সময় চুপ থেকে বললো হুম যেতে পারে,যদি না আপনি ডিস্টার্ব না করেন!আমিও হা সূচক মাথা নারালাম,তারপর দুজনের নম্বর আদান প্রদান হলো।আমি ওর নম্বরটা অরু দিয়েই সেইভ করলাম।তারপর ওকে বিদায় জানিয়ে ক্যাম্পাসের দিকে পা বাড়ালাম।
এরপর কেটে গেছে অনেকটা সময় প্রায় ছয় মাস,আমি এর ভেতর একবার ও অরুকে ফোন করিনি,অরুও আমাকে কখনো কল করেনি।আমার একটা বদ অভ্যাস ছিলো,ফোনের পুরাতন নম্বর ডিলিট করা,সেটা আজও করি কিন্তু কেন জানিনা,ওর নম্বরটা ডিলিট করতে পারিনি।
সেদিন ছিলো দেবি আগমনের বার্তা মহালয়ার দিন। রাতে খাওয়া শেষ করে শোবার প্রস্তুতি নিচ্ছি এমন সময় মোবাইলে একটা মেসেজ এলো শুভ মহালয়া!!আমি মেসেজটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি।আমি ভাবতেই পারিনি এমনটা হবে। দীর্ঘ ছয় মাস পার হয়ে গেছে,এরপরেও সে অরু আমাকে মনে রাখবে।এতোটা আশা করিনি আমি।আমিও একটা মেসেজ করলাম।কিন্তু আর কোন রিপলে এলো না। সেদিন রাতে ঘুমেরা আমাকে ফাঁকি দিলো।শুধু ভাবছি এই প্রথম কোন মেয়ে আমাকে মেসেজ করলো।
দেখতে দেখতে পুজা এসে গেল অষ্টমীর দিন সকালে সাহস করে অরুকে কল দিলাম প্রথমবার কল হতেই রিসিভ করলো।ওপাশ থেকে এক মিষ্টি সুরেলা কষ্ঠ ভেসে এলো, বাবা!!আপনিতো মশাই বিরাট মানুষ,কল করতে মানা করেছি বলে,ছয় মাসেও কল দিলেন না!আমি মেসেজ না দিলে হয়ত এ জীবনে আর কথাই হতো না। এবার আমি সত্যি লজ্জায় পরে গেলাম।
না আসলে কোন মেয়ের সাথে এভাবে কখনো কথা বলিনি তো তাই।এরপর অনেকটা সময় ধরে কথা হলো অরুর সাথে,বলে রাখি এই কথার ভিতরেই আমরা আপনি থেকে তুমি তে নেমে এসেছি,আর এটাও জানতে পারলাম আমার বাসা থেকে ওর বাসা ১০ মিনিটের রাস্তা রিক্সাতে,ও যদি রিক্সায় যাতাযাত করে তাহলে আমার বাসার সামনে দিয়েই যেতে হয়।
আমি অরুকে অষ্টমী পুজার পর বিকালে দেখা করার কথা বললাম,কিন্তু ওর বাবা বের হতে দিবেনা বলে ও দেখা করতে পারবেনা বললো। কিন্তু ও বললো ও গান শেখে আর ওর গানের ক্লাস প্রতি শুক্রবার,তখন দেখা করা যেতে পারে।আমরা ওই দিনই দেখা করবো,এই কথা দিয়ে সেদিনের মতো ফোন রাখলাম।
পরদিন বাসস্ট্যান্ডে গিয়ে দাড়ালাম!প্রতিদিন এখান থেকেই বাসে উঠে কলেজ যাই।কিন্তু আজ বাসের দেখা নাই,যা দু একটা আসছে ভীড়ে ভর্তি। আমার থেকে একটু দুরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এতোক্ষন খেয়াল করিনি।
মোটামুটি মিষ্টি দেখতে মেয়েটা হলুদ রং এর একটা কামিজ পরে আছে একটু রোগা দেখতে,আমি আর বিশেষ নজর দিলাম না কারণ সেটা ভালো দেখায় না।মেয়েটাও বোধহয় বাসের জন্য ওয়েট করছে আর বার বার ঘড়ি দেখছে।এবার একটা বাস আসতেই আমি দৌড়ে উঠতে গেলাম সাথে মেয়েটাও দৌড়ে উঠতে গেল,যদিও এই বাসটাতেও প্রচুর ভীড়।কিন্তু মেয়েটা ঠিক জায়গা পাচ্ছিলো না উঠার ততোক্ষণে আমি উঠে দাড়িয়েছি বাসের দরজাতে!
এবার একটা সুরেলা কষ্ঠ ভেসে এলো আমার উদ্দেশ্যে।ভাইয়া আমাকে একটু উঠতে দিন না প্লিজ!!মেয়েটার দিকে তাকিয়ে কি মনে হলো,এ অনুরোধ রাখতে আমি বাধ্য। অগত আমি বাস থেকে নিচে নেমে মেয়েটাকে উঠার সুযোগ দিলাম,কিন্তু মেয়েটা উঠার একবার চেষ্টা করতেই কিসে যেন হোচট খেয়ে পরে গেল,আর তার সাথে বাসটাও ছেড়ে দিলো।আমি দৌড়ে মেয়েটার কাছে গিয়ে বললাম,এই আপনার লাগেনি তো? ততোক্ষণে ও নিজেই উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো না না,তেমন কিছু না।আমি দেখলাম তেমন মেজর কিছু হয়নি,জাষ্ট পরে গেছে।এবার মেয়েটা আমার উদ্দেশ্য বললো ধন্যবাদ!
-কি জন্য?
-এই যে আপনি নেমে আমাকে উঠতে দিলেন!
-কিন্তু আপনি তো উঠতেই পারলেন না বরং পরে গেলেন। আসলে এই বাস ওয়ালা গুলাও যা হয়েছে।
এবার ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম তো কোথায় যাবেন আপনি?মেয়েটা জবাব দিলো কলেজ যাচ্ছিলাম,আজ একটা ইমপর্টেন্ট ক্লাস ছিলো।সেটা আমার ও ছিলো বাট একটা ক্লাস মিস হয়ে গেল ঘড়ি দেখে বুঝলাম।আমি আবার মেয়েটিকে বললাম কোন কলেজে পড়েন?
মেয়েটি বললো মহিলা কলেজ!!ওহ তারমানে তো আমার কলেজ পাস করে আপনাকে যেতে হবে!!আমি KUET (Khulna University & Engineering Technology)এ যাবো!!তো এখন যা বাস আসবে হয়ত ভীড়ই হবে,তাছাড়া লেট হয়ে যাবে,আমি রিক্সা করে চলে যাবো আপনি চাইলে আমার সাথে যেতে পারেন!!কথাটা বলে আমি উত্তরের আশায় মেয়েটার দিকে তাকিয়ে আছি।কি যেন ভাবলো মেয়েটা,হয়ত ভাবছে আমার সাথে যাওয়া ঠিক হবে কিনা!? তারপর বললো ওকে চলেন।
আমিও রিক্সা ডেকে নিলাম।দুজনে মাঝে একটু ফাঁকা রেখে বসার চেষ্টা করলাম।এখনো পর্যন্ত আমাদের সেভাবে পরিচয় হয়নি,আমিই জিজ্ঞাসা করলাম আপনার নামটা কিন্তু জানা হলো না মিষ্টি হেসে বললো অরুনিমা,,!অরুনিমা সাহা সবাই অরু বলেই ডাকে!!ওহ নাইস নেইম!আমি শুভেন্দু রায়।ওহ আপনার নামটাও সুন্দর!!এই প্রথম কোন মেয়ের এতো কাছাকাছি আমি।ভিতরে ভিতরে হালকা কাঁপছি।আবার কিছুক্ষনের নিরবতা,আমিই প্রশ্ন করলাম,তো কিসে পড়েন ?
-অর্নাস প্রথম বর্ষ !
-কোন বিষয়ে?
-ইংরেজি!
-ওহ দারুন তো।
-তো আপনি ??
আমি নেভেল ইঞ্জিনিয়ারিং এ এবার দ্বিতীয় বর্ষ!
ওয়াও আপনরার বিষয়টাও কিন্তু দারুন।এভাবেই টুকরো কথার মধ্যেই রিক্সা আমার ক্যাম্পাসের সামনে চলে এসেছে,আমাকে নামতে হবে।কিন্তু এক অদ্ভুত মায়ায় আমাকে টানছে মেয়েটার দিকে।বুঝে উঠতে পারছিনা কি করবো,এই কি শেষ দেখা আমাদের!!না আমাকে কিছু একটা করতে হবে,এতো ভালো তো আগে কখনো লাগেনি।এসব ভাবতে ভাবতে রিক্সা থেকে নেমেই বলে বসলাম ,আপনার মোবাইল নম্বরটা কি দেওয়া যাবে??আমার কথাতে অরু কিছু সময় চুপ থেকে বললো হুম যেতে পারে,যদি না আপনি ডিস্টার্ব না করেন!আমিও হা সূচক মাথা নারালাম,তারপর দুজনের নম্বর আদান প্রদান হলো।আমি ওর নম্বরটা অরু দিয়েই সেইভ করলাম।তারপর ওকে বিদায় জানিয়ে ক্যাম্পাসের দিকে পা বাড়ালাম।
এরপর কেটে গেছে অনেকটা সময় প্রায় ছয় মাস,আমি এর ভেতর একবার ও অরুকে ফোন করিনি,অরুও আমাকে কখনো কল করেনি।আমার একটা বদ অভ্যাস ছিলো,ফোনের পুরাতন নম্বর ডিলিট করা,সেটা আজও করি কিন্তু কেন জানিনা,ওর নম্বরটা ডিলিট করতে পারিনি।
সেদিন ছিলো দেবি আগমনের বার্তা মহালয়ার দিন। রাতে খাওয়া শেষ করে শোবার প্রস্তুতি নিচ্ছি এমন সময় মোবাইলে একটা মেসেজ এলো শুভ মহালয়া!!আমি মেসেজটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি।আমি ভাবতেই পারিনি এমনটা হবে। দীর্ঘ ছয় মাস পার হয়ে গেছে,এরপরেও সে অরু আমাকে মনে রাখবে।এতোটা আশা করিনি আমি।আমিও একটা মেসেজ করলাম।কিন্তু আর কোন রিপলে এলো না। সেদিন রাতে ঘুমেরা আমাকে ফাঁকি দিলো।শুধু ভাবছি এই প্রথম কোন মেয়ে আমাকে মেসেজ করলো।
দেখতে দেখতে পুজা এসে গেল অষ্টমীর দিন সকালে সাহস করে অরুকে কল দিলাম প্রথমবার কল হতেই রিসিভ করলো।ওপাশ থেকে এক মিষ্টি সুরেলা কষ্ঠ ভেসে এলো, বাবা!!আপনিতো মশাই বিরাট মানুষ,কল করতে মানা করেছি বলে,ছয় মাসেও কল দিলেন না!আমি মেসেজ না দিলে হয়ত এ জীবনে আর কথাই হতো না। এবার আমি সত্যি লজ্জায় পরে গেলাম।
না আসলে কোন মেয়ের সাথে এভাবে কখনো কথা বলিনি তো তাই।এরপর অনেকটা সময় ধরে কথা হলো অরুর সাথে,বলে রাখি এই কথার ভিতরেই আমরা আপনি থেকে তুমি তে নেমে এসেছি,আর এটাও জানতে পারলাম আমার বাসা থেকে ওর বাসা ১০ মিনিটের রাস্তা রিক্সাতে,ও যদি রিক্সায় যাতাযাত করে তাহলে আমার বাসার সামনে দিয়েই যেতে হয়।
আমি অরুকে অষ্টমী পুজার পর বিকালে দেখা করার কথা বললাম,কিন্তু ওর বাবা বের হতে দিবেনা বলে ও দেখা করতে পারবেনা বললো। কিন্তু ও বললো ও গান শেখে আর ওর গানের ক্লাস প্রতি শুক্রবার,তখন দেখা করা যেতে পারে।আমরা ওই দিনই দেখা করবো,এই কথা দিয়ে সেদিনের মতো ফোন রাখলাম।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!