05-09-2020, 09:53 AM
[[৪]]
তখন আমি KUET এ পড়ি প্রথম বর্ষের ছাএ।এমনিতে বরাবর আমি পড়াশোনায় ভালো।সব সময় ক্লাসে ফার্স্ট হতাম,আমাদের পরিবারটা ছিলো উচ্চ মধ্যবিত্ত,মা বাবা ছোট বোন আর আমি এই চার জন।যদিও টাকা পয়সার খুব বেশি সমস্যা নাই।কিন্তু এই বয়সে বাবার কাছ থেকে হাত খরচের টাকা চাইতে একটু লজ্জা করে। তাই একটা টিউশনি ধরলাম।মোটামুটি দিন ভালই কাটছে।আজ পঁচিশ বসন্ত পেরিয়ে গেলো কিন্তু এখনো কোন মেয়ের সান্নিধ্য পেলাম না।আসলে পাইনি বললে ভুল হলে,ভগবানের কৃপায় চেহারা একটা পেয়েছি,আর ভালো মেধা,তাই মেয়ে তুলতে তেমন কোন সমস্যা নাই।কিন্তু বিধি বাম মনটা রয়ে গেছে সেকেলে।তাই চাকচিক্কো মেয়ে আসেপাশে পেয়েও কিছুই করিনি।আসলে পঁচা সামুকে পা কাঁটতে চাইনা।আমার বন্ধুদের সবার প্রেমিকা আছে কিন্তু আমি জানি ওগুলা বেশির ভাগ ওয়ান টাইম প্লেটের মত।
আমি তো এমন চাইনা,আমি যাকে চাই চোখ বুঝলে আমার চোখে ভাসে,সেই মায়াবি ভাসা ভাসা কাজল কালো চোখ,কপালে লাল টিপ,হালকা গোলাপি ঠোঁট,খোপা করে বাঁধা চুল,কিন্তু কেন জানিনা,আমার কল্পনাতে কখনো তার ওই চাঁদ মুখের দর্শন পেলাম না।
আর কতো শুয়ে থাকবি সন্ধ্যা বেলা শুতে নেই!মা ঘরে সন্ধ্যা বাতি দিতে দিতে বললো।এই শুরু হলো মায়ের শাসন!!আরে বাবা কখন শুয়ে থাকলাম এই মাএই তো টিউশন থেকে এলাম।হুম আর ছাফাই গাইতে হবেনা। এখন যা ফ্রেস হয়ে নাস্তা দিচ্ছি খেয়ে পড়তে বস।মায়ের এই জিনিসটা খুব ভালো লাগে,এতো বড়ো হয়ে গেছি অথচ এখনো বলে বলে পড়তে বসায়।মা আমাকে নাস্তা দিয়ে চলে গেল,কারণ মা এখন পুজায় বসবে,বাবার ব্যবসা তাই ফিরতে রাত হয়।
নাস্তা শেষ করে পড়ার টেবিলে বসলাম,আজ কাল পড়তে ভালো লাগেনা কেন জানি,মনটা কেমন অস্থির লাগে।ধুর ভালো লাগছে না।কিছুদিন পরে ফার্স্ট টার্ম পরীক্ষা,বাট পড়তেই মন বসে না।পরদিন কলেজ গিয়ে শুনি পরীক্ষার আর ১৫ দিন মাএ বাকি।আর বন্ধুরা একটা প্লান করেছে পরীক্ষার পর ঘুরতে যাওয়ার,আমার এমনিতে সমস্যা নাই কিন্তু এবারের ব্যাপারটা আলাদা কারণ ওরা এবার দেশের বাইরে যেতে চায়।কিন্তু টাকার ব্যবস্থা হয়ত হয়ে যাবে।একটা মাএ ছেলে কখনো বেশি আবদার করিনি চাইলে না করতে পারবে না।বাট দেশের বাইরে কি যেতে দিবে।আমাকে চিন্তিত দেখে দেবু বললো,কি ব্যাপার এতো কি ভাবছিস।প্রেমে টেমে পরিছিস নাকি??
-আরে না রে ভাই। ভাবছি বাইরে যেতে দেবে কিনা!?
-হুম দেখ বাসায় বলে।আমরা তো সবাই যাচ্ছি।
তো কোথায় যাবি ঠিক করেছিস তোরা,আমি দেবু কে প্রশ্ন করলাম!দেবু উত্তর দেবার আগেই মিঠু বললো নেপাল!! উরে বাপ নেপাল!তো কে কে যাচ্ছে?মিঠু গোটা দশ জনের নাম বললো।তাদের এমনিতে চিনি বাট ওতো ক্লোজ না ওদের সাথে।কলেজে দেবু আর কলেজ ও কলেজের বাইরে,মিঠুই আমার কাছের বন্ধু।কলেজ শেষে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় ফিরলাম।আমি সিটিং বাসেই যাতাযাত করি,এতে খরচটা একটু কমে।
বাসায় এসে মাকে বললাম,মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললো,দেখি তোর বাবাকে বলে,আগে পরীক্ষাটা তো শেষ হোক।যাক বাঁচা গেলো,বাবাকে বলা আমার পক্ষে সম্ভব না,এমনিতে বাবা রাগিনা কিন্তু তবুও কেমন ভয় ভয় করে।মা যখন দায়িত্ব দিয়েছে ঠিক বাবাকে ম্যানেজ করে নিবে।সব চিন্তা দুরে ঠেলে পড়ায় মনোযোগ দিলাম,কিন্তু কেন জানি মন বসাতে পারছিনা।দেখতে দেখতে পরীক্ষা চলে এলো।খাওয়া ঘুম বাদ দিয়ে শুধু পড়া পড়া,যথারীতি পরীক্ষা শেষ হলো।উফ যা ধকল গেল কয়দিন।পরীক্ষা মোটামুটি হয়েছে।রাতে খাবার টেবিলে বাবা জিজ্ঞেস করলো,
-তোমার পরীক্ষা কেমন হলো ?
-হুম মোটামুটি!
-মোটামুটি কেন?তোমাকে তো আর অন্য কাজের কথা বলিনা।শুধু পড়া ছাড়া সেটাতেও মোটা মুটি হলে চলবে!?
আমি কোন কথা না বলে মাথা নিচু করে খেতে থাকি।বাবার প্রশ্নের মুখে যখন আমি দিশেহারা তখন মা দেবীর দুর্গার মত এসে আমায় রক্ষা করলেন!আহ খাবার টেবিলে ছেলেটাকে এভাবে বলছো কেন?খেতে দেবেতো ওকে।সারা দিন তোমার ব্যবসা,মাস গেলে টাকা দিয়েই খালাশ ছেলের ভালো মন্দ চাওয়া পাওয়ার খোঁজ রাখ?
বাবা বললেন তার জন্য তো তুমি আছো!
বাবা মায়ের এই মিষ্টি ঝগড়াটা দারুন উপভোগ করি আমি।বাবা আবার গম্ভীর গলায় বললেন,তা তোমার মা বলছিল কোথায় নাকি যেতে চাচ্ছো তোমরা?আমি মাথা নিচু করেই বললাম হা নেপাল!
বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন,,
-কে কে যাচ্ছো?
-আমি আমার বন্ধুদের নাম বললাম,তার ভিতর বাবা শুধু মিঠুকে চেনে।
-ওহ!কতো দিনের জন্য!
-সেটা ঠিক হয়নি,কিন্তু হয়ত দিন পাঁচেকের জন্য।
আচ্ছা যাবার আগে সব খোঁজ খবর নিয়ে যেয়ো।আর খরচ কেমন আগে ভাগে বলো,তোমার মার কাছ থেকে নিয়ে নিয়ো!!আমার আর খুশি ধরে না,বাবা যে এতো সহজে রাজি হবে ভাবতেই পারিনি।আমি খুশিতে তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে পরলাম।আর রুমে এসে মিঠুকে ফোন করে সব বললাম।ও শুনে খুশি হলো।ঠিক হলো আগামী সপ্তাহে আমরা রওনা দিবো।এক সপ্তাহ পর আমরা সব এক জায়গায় হয়ে প্রাকৃতির অভয় অরণ্য নেপালের উদ্দেশ্য রওনা দিলাম।আমরা যখন কাঠমুন্ডু তে নামলাম তখন বিকাল হয়ে গেছে।আগে থেকেই এজেন্সির মাধ্যমে হোটেল বুক করা ছিলো।আমরা সেখানে ৫ দিন ছিলাম।প্রচুর ঘোরাঘোরি করলাম কয়দিন।নতুন নতুন খাবারের স্বাদ পেলাম।দেশে ফেরার আগের দিন আমরা সবাই বাসার সবার জন্য কেনাকাঁটা করতে বের হলাম।সবাই কেনাকাটায় ব্যস্ত,আমি ও কিনলাম মা বাবা আর কাছের কিছু মানুষের জন্য।হঠাৎ রেশমের কাজ করা একটা নীল রং এর চাদরের উপর চোখ গেল,দেখেই পছন্দ হয়ে গেল,আর এমন টা মনে হচ্ছিলো এটা শুধু বিশেষ কোন মানুষ কেই দেওয়া যেতে পারে।দাম জানতে চাইলে দোকানি আঁটশো রুপি বললো।দামটা বেশি কি কম সেটা জানি না,কারণ এর আগে এসব কিনিনি,কিন্তু এটা মনে হলো এতো সুন্দর চাদর আমাদের দেশে দু হাজারের কাছাকাছি দাম নিশ্চয়ই হবে।তাই কথা না বাড়িয়ে ওই দামেই কিনে নিলাম।যথারীতি পর দিন দেশে ফিরলাম দারুন এক অভিজ্ঞতা হলো।
বাসায় ফিরে সবাই কে সবার গিফট দিলাম।চাদর দেখে মা বললো এটা কার জন্য?দিবো একজনকে।মা আর কথা বাড়ালো না,চলে গেল।কিন্তু এটা আমি কাকে দিবো সেটা নিজেই জানিনা।
আবার শুরু হলো সেই গতানুগতিক জীবন সকালে ভার্সিটি বিকালে টিউশনি।কিছু দিন পর রেজাল্ট দিলো,রেজাল্ট দেখে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা,ফার্স্ট ক্লাস তো দুরে থাক আর একটু হলেই সেকেন্ড ক্লাসটাও মিস হয়ে যেতো।আমার সারা জীবনে এতো খারাপ রেজাল্ট কখনো হয়নি।স্বাভাবিক ভাবে হতাশ হয়ে পড়লাম।মনটা খারাপ হয়ে গেল,কলেজ শেষ না করেই বাসায় ফিরলাম।এসে দেখি মা আমার রুমটা পরিষ্কার করছে।আমি ঢুকতেই বললো,,কিরে এতো তাড়াতাড়ি চলে এলি??
-এমনিতেই ভালো লাগছে না।
-শরীর খারাপ লাগছে নাকি?
-না!তুমি এদিক এসো তো,বলে মায়ের হাত ধরে টেনে বিছানায় বসালাম,তারপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে বললাম,দাও একটু মাথায় হাত বুলিয়ে দাও।
-দেখো পাগলে কান্ড!কি হয়েছে রে বাবা ?বল আমাকে??
-আমার রেজাল্ট ভাল হয়নি মা!
ধুর বোকা ছেলে এ জন্য কেউ এমন করে।একবার খারাপ হয়েছে তো কি হয়েছে।কেউ কি বার বার বিজয়ী হয়।এবার ভালো করে পড়িস সব ঠিক হয়ে যাবে।তা হা রে শুভ চাদরটা কাকে দিবি বলছিলি,তো দিলি না তো?!
-ধুর কাকে দিবো সেটাই বুঝতে পারছিনা কিন্তু বিশেষ কাউকে দিতে ইচ্ছা করছে।
মা মৃদু হেসে বললো বুঝেছি,ছেলে বড় হয়ে গেছে বৌমা খুঁজতে হবে।আমি লজ্জায় মায়ের কোলে মুখ লুকালাম।
তখন আমি KUET এ পড়ি প্রথম বর্ষের ছাএ।এমনিতে বরাবর আমি পড়াশোনায় ভালো।সব সময় ক্লাসে ফার্স্ট হতাম,আমাদের পরিবারটা ছিলো উচ্চ মধ্যবিত্ত,মা বাবা ছোট বোন আর আমি এই চার জন।যদিও টাকা পয়সার খুব বেশি সমস্যা নাই।কিন্তু এই বয়সে বাবার কাছ থেকে হাত খরচের টাকা চাইতে একটু লজ্জা করে। তাই একটা টিউশনি ধরলাম।মোটামুটি দিন ভালই কাটছে।আজ পঁচিশ বসন্ত পেরিয়ে গেলো কিন্তু এখনো কোন মেয়ের সান্নিধ্য পেলাম না।আসলে পাইনি বললে ভুল হলে,ভগবানের কৃপায় চেহারা একটা পেয়েছি,আর ভালো মেধা,তাই মেয়ে তুলতে তেমন কোন সমস্যা নাই।কিন্তু বিধি বাম মনটা রয়ে গেছে সেকেলে।তাই চাকচিক্কো মেয়ে আসেপাশে পেয়েও কিছুই করিনি।আসলে পঁচা সামুকে পা কাঁটতে চাইনা।আমার বন্ধুদের সবার প্রেমিকা আছে কিন্তু আমি জানি ওগুলা বেশির ভাগ ওয়ান টাইম প্লেটের মত।
আমি তো এমন চাইনা,আমি যাকে চাই চোখ বুঝলে আমার চোখে ভাসে,সেই মায়াবি ভাসা ভাসা কাজল কালো চোখ,কপালে লাল টিপ,হালকা গোলাপি ঠোঁট,খোপা করে বাঁধা চুল,কিন্তু কেন জানিনা,আমার কল্পনাতে কখনো তার ওই চাঁদ মুখের দর্শন পেলাম না।
আর কতো শুয়ে থাকবি সন্ধ্যা বেলা শুতে নেই!মা ঘরে সন্ধ্যা বাতি দিতে দিতে বললো।এই শুরু হলো মায়ের শাসন!!আরে বাবা কখন শুয়ে থাকলাম এই মাএই তো টিউশন থেকে এলাম।হুম আর ছাফাই গাইতে হবেনা। এখন যা ফ্রেস হয়ে নাস্তা দিচ্ছি খেয়ে পড়তে বস।মায়ের এই জিনিসটা খুব ভালো লাগে,এতো বড়ো হয়ে গেছি অথচ এখনো বলে বলে পড়তে বসায়।মা আমাকে নাস্তা দিয়ে চলে গেল,কারণ মা এখন পুজায় বসবে,বাবার ব্যবসা তাই ফিরতে রাত হয়।
নাস্তা শেষ করে পড়ার টেবিলে বসলাম,আজ কাল পড়তে ভালো লাগেনা কেন জানি,মনটা কেমন অস্থির লাগে।ধুর ভালো লাগছে না।কিছুদিন পরে ফার্স্ট টার্ম পরীক্ষা,বাট পড়তেই মন বসে না।পরদিন কলেজ গিয়ে শুনি পরীক্ষার আর ১৫ দিন মাএ বাকি।আর বন্ধুরা একটা প্লান করেছে পরীক্ষার পর ঘুরতে যাওয়ার,আমার এমনিতে সমস্যা নাই কিন্তু এবারের ব্যাপারটা আলাদা কারণ ওরা এবার দেশের বাইরে যেতে চায়।কিন্তু টাকার ব্যবস্থা হয়ত হয়ে যাবে।একটা মাএ ছেলে কখনো বেশি আবদার করিনি চাইলে না করতে পারবে না।বাট দেশের বাইরে কি যেতে দিবে।আমাকে চিন্তিত দেখে দেবু বললো,কি ব্যাপার এতো কি ভাবছিস।প্রেমে টেমে পরিছিস নাকি??
-আরে না রে ভাই। ভাবছি বাইরে যেতে দেবে কিনা!?
-হুম দেখ বাসায় বলে।আমরা তো সবাই যাচ্ছি।
তো কোথায় যাবি ঠিক করেছিস তোরা,আমি দেবু কে প্রশ্ন করলাম!দেবু উত্তর দেবার আগেই মিঠু বললো নেপাল!! উরে বাপ নেপাল!তো কে কে যাচ্ছে?মিঠু গোটা দশ জনের নাম বললো।তাদের এমনিতে চিনি বাট ওতো ক্লোজ না ওদের সাথে।কলেজে দেবু আর কলেজ ও কলেজের বাইরে,মিঠুই আমার কাছের বন্ধু।কলেজ শেষে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় ফিরলাম।আমি সিটিং বাসেই যাতাযাত করি,এতে খরচটা একটু কমে।
বাসায় এসে মাকে বললাম,মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললো,দেখি তোর বাবাকে বলে,আগে পরীক্ষাটা তো শেষ হোক।যাক বাঁচা গেলো,বাবাকে বলা আমার পক্ষে সম্ভব না,এমনিতে বাবা রাগিনা কিন্তু তবুও কেমন ভয় ভয় করে।মা যখন দায়িত্ব দিয়েছে ঠিক বাবাকে ম্যানেজ করে নিবে।সব চিন্তা দুরে ঠেলে পড়ায় মনোযোগ দিলাম,কিন্তু কেন জানি মন বসাতে পারছিনা।দেখতে দেখতে পরীক্ষা চলে এলো।খাওয়া ঘুম বাদ দিয়ে শুধু পড়া পড়া,যথারীতি পরীক্ষা শেষ হলো।উফ যা ধকল গেল কয়দিন।পরীক্ষা মোটামুটি হয়েছে।রাতে খাবার টেবিলে বাবা জিজ্ঞেস করলো,
-তোমার পরীক্ষা কেমন হলো ?
-হুম মোটামুটি!
-মোটামুটি কেন?তোমাকে তো আর অন্য কাজের কথা বলিনা।শুধু পড়া ছাড়া সেটাতেও মোটা মুটি হলে চলবে!?
আমি কোন কথা না বলে মাথা নিচু করে খেতে থাকি।বাবার প্রশ্নের মুখে যখন আমি দিশেহারা তখন মা দেবীর দুর্গার মত এসে আমায় রক্ষা করলেন!আহ খাবার টেবিলে ছেলেটাকে এভাবে বলছো কেন?খেতে দেবেতো ওকে।সারা দিন তোমার ব্যবসা,মাস গেলে টাকা দিয়েই খালাশ ছেলের ভালো মন্দ চাওয়া পাওয়ার খোঁজ রাখ?
বাবা বললেন তার জন্য তো তুমি আছো!
বাবা মায়ের এই মিষ্টি ঝগড়াটা দারুন উপভোগ করি আমি।বাবা আবার গম্ভীর গলায় বললেন,তা তোমার মা বলছিল কোথায় নাকি যেতে চাচ্ছো তোমরা?আমি মাথা নিচু করেই বললাম হা নেপাল!
বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন,,
-কে কে যাচ্ছো?
-আমি আমার বন্ধুদের নাম বললাম,তার ভিতর বাবা শুধু মিঠুকে চেনে।
-ওহ!কতো দিনের জন্য!
-সেটা ঠিক হয়নি,কিন্তু হয়ত দিন পাঁচেকের জন্য।
আচ্ছা যাবার আগে সব খোঁজ খবর নিয়ে যেয়ো।আর খরচ কেমন আগে ভাগে বলো,তোমার মার কাছ থেকে নিয়ে নিয়ো!!আমার আর খুশি ধরে না,বাবা যে এতো সহজে রাজি হবে ভাবতেই পারিনি।আমি খুশিতে তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে পরলাম।আর রুমে এসে মিঠুকে ফোন করে সব বললাম।ও শুনে খুশি হলো।ঠিক হলো আগামী সপ্তাহে আমরা রওনা দিবো।এক সপ্তাহ পর আমরা সব এক জায়গায় হয়ে প্রাকৃতির অভয় অরণ্য নেপালের উদ্দেশ্য রওনা দিলাম।আমরা যখন কাঠমুন্ডু তে নামলাম তখন বিকাল হয়ে গেছে।আগে থেকেই এজেন্সির মাধ্যমে হোটেল বুক করা ছিলো।আমরা সেখানে ৫ দিন ছিলাম।প্রচুর ঘোরাঘোরি করলাম কয়দিন।নতুন নতুন খাবারের স্বাদ পেলাম।দেশে ফেরার আগের দিন আমরা সবাই বাসার সবার জন্য কেনাকাঁটা করতে বের হলাম।সবাই কেনাকাটায় ব্যস্ত,আমি ও কিনলাম মা বাবা আর কাছের কিছু মানুষের জন্য।হঠাৎ রেশমের কাজ করা একটা নীল রং এর চাদরের উপর চোখ গেল,দেখেই পছন্দ হয়ে গেল,আর এমন টা মনে হচ্ছিলো এটা শুধু বিশেষ কোন মানুষ কেই দেওয়া যেতে পারে।দাম জানতে চাইলে দোকানি আঁটশো রুপি বললো।দামটা বেশি কি কম সেটা জানি না,কারণ এর আগে এসব কিনিনি,কিন্তু এটা মনে হলো এতো সুন্দর চাদর আমাদের দেশে দু হাজারের কাছাকাছি দাম নিশ্চয়ই হবে।তাই কথা না বাড়িয়ে ওই দামেই কিনে নিলাম।যথারীতি পর দিন দেশে ফিরলাম দারুন এক অভিজ্ঞতা হলো।
বাসায় ফিরে সবাই কে সবার গিফট দিলাম।চাদর দেখে মা বললো এটা কার জন্য?দিবো একজনকে।মা আর কথা বাড়ালো না,চলে গেল।কিন্তু এটা আমি কাকে দিবো সেটা নিজেই জানিনা।
আবার শুরু হলো সেই গতানুগতিক জীবন সকালে ভার্সিটি বিকালে টিউশনি।কিছু দিন পর রেজাল্ট দিলো,রেজাল্ট দেখে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত অবস্থা,ফার্স্ট ক্লাস তো দুরে থাক আর একটু হলেই সেকেন্ড ক্লাসটাও মিস হয়ে যেতো।আমার সারা জীবনে এতো খারাপ রেজাল্ট কখনো হয়নি।স্বাভাবিক ভাবে হতাশ হয়ে পড়লাম।মনটা খারাপ হয়ে গেল,কলেজ শেষ না করেই বাসায় ফিরলাম।এসে দেখি মা আমার রুমটা পরিষ্কার করছে।আমি ঢুকতেই বললো,,কিরে এতো তাড়াতাড়ি চলে এলি??
-এমনিতেই ভালো লাগছে না।
-শরীর খারাপ লাগছে নাকি?
-না!তুমি এদিক এসো তো,বলে মায়ের হাত ধরে টেনে বিছানায় বসালাম,তারপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে বললাম,দাও একটু মাথায় হাত বুলিয়ে দাও।
-দেখো পাগলে কান্ড!কি হয়েছে রে বাবা ?বল আমাকে??
-আমার রেজাল্ট ভাল হয়নি মা!
ধুর বোকা ছেলে এ জন্য কেউ এমন করে।একবার খারাপ হয়েছে তো কি হয়েছে।কেউ কি বার বার বিজয়ী হয়।এবার ভালো করে পড়িস সব ঠিক হয়ে যাবে।তা হা রে শুভ চাদরটা কাকে দিবি বলছিলি,তো দিলি না তো?!
-ধুর কাকে দিবো সেটাই বুঝতে পারছিনা কিন্তু বিশেষ কাউকে দিতে ইচ্ছা করছে।
মা মৃদু হেসে বললো বুঝেছি,ছেলে বড় হয়ে গেছে বৌমা খুঁজতে হবে।আমি লজ্জায় মায়ের কোলে মুখ লুকালাম।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!