
[[২]]
আসুন আমরা পরিচয় পর্বটা সেরে নেই আমি শুভেন্দু রায় ,ডাকনাম শুভ,বর্তমানে আমি লন্ডনের একটা জাহাজ প্রস্তুত কারক কোম্পানিতে চীফ আর্কিটেক্ট হিসেবে কর্মরত। একটু আগে যার সাথে কথা বলছিলাম,ওর নাম সারা গোমেজ,বয়স এই ২৮ কি ৩০ হবে। আমার সেক্রেটারি, আমি এই কোম্পানিতে আট বছর যাবত আছি,আর সারা পাঁচ বছর,গত চার বছর যাবত আমি আর সারা একই ফ্লাটে থাকি,এজন্য আবার আমাদের সম্পর্কটা অন্য রকম ভাববেন না।
আসলে ওর আপন বলতে ওর একটা প্রতিবন্ধী ছোট ভাই ছাড়া কেউ নেই,ভাইটা একটা প্রতিবন্ধী মিশনে থাকে,মাঝে মাঝে সারা যেয়ে দেখা করে আসে, "সারা বা ওর ভাইয়ের বিষয়ে এর বেশি এখানে আলোচনার প্রয়োজনীয়তা নেই।" আগে আমি একাই থাকতাম,সারার একা থাকা আর খরচ আরো কিছু ব্যক্তিগত ব্যাপারে একা থাকাটা একটু সমস্যা হচ্ছিলো,অফিসে সব সময় আমার পাশাপাশি থাকাতে ওর সম্পর্কে কিছু ধারণা ছিলো।কিন্তু আমার কিছু করার ছিলো না। সারা নিজেই একদিন ওর সমস্যার কথা বললো,আর আমার বাসায় থাকতে চাইলো,আর অফিসের মত বাসার কাজেও সাহায্য করার ইচ্ছে পোশণ করলো।আসলে শহরীয় ভাষায় যাকে বলে লিভ টু গেদার। আমি একটু আমতা আমতা করেছিলাম,কারণ আমাদের বাংলাতে এসব ভাবাও পাপ,কিন্তু এ দেশে সেটা জল ভাত।ফাইনালী সারা আমার বাসায় থাকা শুরু করলো,আমার লাভ হলো অফিসের পর কথা বলার একটা সঙ্গী আর রান্নার কষ্টটা দুর হলো। ওটা সারাই করে দুজনের টা এক সাথে।
প্রথম প্রথম আমি একা ব্যাচেলর ভেবে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছিলো। কিন্তু বার বার আমার সাড়া না পেয়ে ও বুঝে গেছিলো। আমাকে শরীরের মৌহ জালে ও জড়াতে পারবেনা। তারপর দেখতে দেখতে ওর সাথে এই চার বছর।
ওর সাথে আমার কথোপকথোন ভাঙ্গা ভাঙ্গা বাংলা আর ইংরেজির মিশ্রনে।এই চার বছরে আমাদের দেশের প্রতি ওর সুপ্ত প্রেম আর জানার আগ্রহে আমার কাছ থেকে কিছু বাংলা ভাষাও রপ্ত করেছে। কিন্তু গল্পে সমস্ত কথা বার্তা বাংলাতেই উপস্থাপন করা হবে।
-স্যার খাবার রেডি!!
-হ্যাঁ আসি!আচ্ছা তোমাকে না বলেছি বাসায় স্যার স্যার না করতে এই শব্দটার উপর ঘৃণা ধরে গেছে!
-কি করবো স্যার অভ্যাস হয়ে গেছে।
-ওকে তুমিও বসে যাও।
খাওয়া শেষে সারা বললো স্যার আর কিছু লাগবে? কেন কোথাও যাবা ?
-না হালকা একটু নিবো!
-ওহ !!ওকে নো প্রব্লেম।
মানে ও একটু ড্রিংক করবে। আমি বাধা দেই না। সবারই একটা নিজস্ব লাইফ আছে। আমি ওসব খাই না। জাষ্ট সিগারেট ছাড়া।আমিও রুমে এসে জানালার ধারে আরামদায়ক চেয়ারটা টেনে নিয়ে সিগারেট জ্বালিয়ে বসলাম। জীবনটাও সিগারেটের মত জ্বলতে জ্বলতে একদিন পুড়ে ছাই হয়ে যাবে।
সিগারেট টানতে টানতে কতো কথা মনে পরে, ছেলেবেলা, দেশের কথা, মা বাবা কথা। কতো দিন ওদের দেখিনি।না এবার একবার দেশে যেতে হবে। এই বিদেশ আর ভালো লাগেনা।
আর সর্বপরি মনে পরছে,তার কথা যে আমাকে ফাঁকি দিয়েছে। আমার বুকের পাজর, আমার ভালবাসা
আসুন আমরা পরিচয় পর্বটা সেরে নেই আমি শুভেন্দু রায় ,ডাকনাম শুভ,বর্তমানে আমি লন্ডনের একটা জাহাজ প্রস্তুত কারক কোম্পানিতে চীফ আর্কিটেক্ট হিসেবে কর্মরত। একটু আগে যার সাথে কথা বলছিলাম,ওর নাম সারা গোমেজ,বয়স এই ২৮ কি ৩০ হবে। আমার সেক্রেটারি, আমি এই কোম্পানিতে আট বছর যাবত আছি,আর সারা পাঁচ বছর,গত চার বছর যাবত আমি আর সারা একই ফ্লাটে থাকি,এজন্য আবার আমাদের সম্পর্কটা অন্য রকম ভাববেন না।
আসলে ওর আপন বলতে ওর একটা প্রতিবন্ধী ছোট ভাই ছাড়া কেউ নেই,ভাইটা একটা প্রতিবন্ধী মিশনে থাকে,মাঝে মাঝে সারা যেয়ে দেখা করে আসে, "সারা বা ওর ভাইয়ের বিষয়ে এর বেশি এখানে আলোচনার প্রয়োজনীয়তা নেই।" আগে আমি একাই থাকতাম,সারার একা থাকা আর খরচ আরো কিছু ব্যক্তিগত ব্যাপারে একা থাকাটা একটু সমস্যা হচ্ছিলো,অফিসে সব সময় আমার পাশাপাশি থাকাতে ওর সম্পর্কে কিছু ধারণা ছিলো।কিন্তু আমার কিছু করার ছিলো না। সারা নিজেই একদিন ওর সমস্যার কথা বললো,আর আমার বাসায় থাকতে চাইলো,আর অফিসের মত বাসার কাজেও সাহায্য করার ইচ্ছে পোশণ করলো।আসলে শহরীয় ভাষায় যাকে বলে লিভ টু গেদার। আমি একটু আমতা আমতা করেছিলাম,কারণ আমাদের বাংলাতে এসব ভাবাও পাপ,কিন্তু এ দেশে সেটা জল ভাত।ফাইনালী সারা আমার বাসায় থাকা শুরু করলো,আমার লাভ হলো অফিসের পর কথা বলার একটা সঙ্গী আর রান্নার কষ্টটা দুর হলো। ওটা সারাই করে দুজনের টা এক সাথে।
প্রথম প্রথম আমি একা ব্যাচেলর ভেবে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছিলো। কিন্তু বার বার আমার সাড়া না পেয়ে ও বুঝে গেছিলো। আমাকে শরীরের মৌহ জালে ও জড়াতে পারবেনা। তারপর দেখতে দেখতে ওর সাথে এই চার বছর।
ওর সাথে আমার কথোপকথোন ভাঙ্গা ভাঙ্গা বাংলা আর ইংরেজির মিশ্রনে।এই চার বছরে আমাদের দেশের প্রতি ওর সুপ্ত প্রেম আর জানার আগ্রহে আমার কাছ থেকে কিছু বাংলা ভাষাও রপ্ত করেছে। কিন্তু গল্পে সমস্ত কথা বার্তা বাংলাতেই উপস্থাপন করা হবে।
-স্যার খাবার রেডি!!
-হ্যাঁ আসি!আচ্ছা তোমাকে না বলেছি বাসায় স্যার স্যার না করতে এই শব্দটার উপর ঘৃণা ধরে গেছে!
-কি করবো স্যার অভ্যাস হয়ে গেছে।
-ওকে তুমিও বসে যাও।
খাওয়া শেষে সারা বললো স্যার আর কিছু লাগবে? কেন কোথাও যাবা ?
-না হালকা একটু নিবো!
-ওহ !!ওকে নো প্রব্লেম।
মানে ও একটু ড্রিংক করবে। আমি বাধা দেই না। সবারই একটা নিজস্ব লাইফ আছে। আমি ওসব খাই না। জাষ্ট সিগারেট ছাড়া।আমিও রুমে এসে জানালার ধারে আরামদায়ক চেয়ারটা টেনে নিয়ে সিগারেট জ্বালিয়ে বসলাম। জীবনটাও সিগারেটের মত জ্বলতে জ্বলতে একদিন পুড়ে ছাই হয়ে যাবে।
সিগারেট টানতে টানতে কতো কথা মনে পরে, ছেলেবেলা, দেশের কথা, মা বাবা কথা। কতো দিন ওদের দেখিনি।না এবার একবার দেশে যেতে হবে। এই বিদেশ আর ভালো লাগেনা।
আর সর্বপরি মনে পরছে,তার কথা যে আমাকে ফাঁকি দিয়েছে। আমার বুকের পাজর, আমার ভালবাসা
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!
