03-09-2020, 09:07 PM
আমরা যারা এই ধরনের সাইট নিয়মিত ভিজিট করি বিশেষত সাইটের গল্প সেকশনে হরদম ঘুরে বেড়াই তাদের কাছে গল্পটি বেশ ব্যতিক্রমধর্মী একটি গল্প বলেই মনে হবে। তবে একেবারে রস কষহীন উঁচুমানের সাহিত্যের কপচানী এতে ছিলো না। ছিলো না অহেতুক জীবনবোধ নিয়ে বাগাড়াম্বর সর্বস্ব বিরস সাহিত্যের লম্বা বক্তৃতা। এটা ছিলো সম্পূর্ণ রসাত্নক একটি গল্পাংশ। বিশাল বড় গল্পের একটা অংশ বলেই আমার কাছে মনে হওয়াতে এটাকে হল্পাংশ বলেই অভিহিত করলাম। আর রসের ব্যাপারটা ছিলো সম্পূর্ণ ব্যতিক্রমী একটা বোধ। এর রসের সাথে অন্য কিছুর বিশেষ করে যৌন রসাত্নক কোনো কিছুর তুলনা চলে না। এই রসের আস্বাদন নিতে নিতে কখন যে নিজের অজান্তেই গল্পের ভিতর নিজেকে ঢুকিয়ে নিয়েছিলাম এটা ঠিক মনেই পড়ছে না। গল্প শেষে যখন দেখলাম, রস আর নেই তখনই বুঝলাম- গল্পটা একেবারে খাসা ছিলো।
এরকম সুন্দর একটি গল্প আমাদের উপহার দেয়ার জন্য নীলপরীকে অনেক অনেক ধন্যবাদ।
এরকম সুন্দর একটি গল্প আমাদের উপহার দেয়ার জন্য নীলপরীকে অনেক অনেক ধন্যবাদ।