03-09-2020, 07:25 PM
(03-09-2020, 04:15 PM)যোনিগন্ধা Wrote: জুপিটার ১০, "শুরুর থেকে পড়তে ভালো লাগছিল", মানে এখন আর ভালো লাগছে না?
আপনি কমেন্ট করে আপনার অনুভূতি জানিয়েছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ।
এটা একটা গল্প মাত্র। কেউ এটাকে গল্প কথিকার নিজের কথা ভাবলে কথিকার উপর অবিচার করা হয়। চারপাশে আপনি যা দেখছেন, আমিও তাই দেখছি। চারপাশে প্রতিনিয়ত দেখা এই ঘটনাগুলো নিয়ে গল্প বলার চেষ্টা করছি।
ইরোটিসিজমের নানা মাত্রা হয়। গোটা গল্পে একই মাত্রার ইরোটিক উপাদান থাকলে তা বিরক্তিকর মনে হয়। প্রচলিত ইরোটিকা গুলোর বেশির ভাগই এই দোষে দুষ্ট।
আমার এই উপন্যাসের বিভিন্ন অংশে বিভিন্ন মাত্রায় ইরোটিক উপাদান ছড়িয়ে দিতে চেয়েছি। কতটা সফল হয়েছি, তা নিয়ে নিজেই সংশয়ে আছি। এই কারনেই প্রতি পোষ্টের পরে পাঠকদের তাদের অনুভূতি কমেন্ট করে জানাতে অনুরোধ করি।
সঙ্গে থাকুন। পরের পর্বের কাজ চলছে।
সবাইকে ভালোবাসা। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
শুরুর দিকে গল্পে একটা সনির্বন্ধতা লক্ষ্য করেছিলাম। যেটা আমাকে গল্পটার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করিয়ে রাখতো,যদিও এটা আমার ব্যক্তিগত অভিমত , তাও বলছি শেষের দুটো পর্বে আমি সেইরকম তীব্রতা লক্ষ্য করিনি। ভাবছি এক একটা পর্বের মধ্যেই কি গল্প গুলো শেষ হয়ে গেল।।হয়ত আপনি পরে এগুলোকে একটা সুত্রে বাঁধবেন। আর সেটা দেখার অপেক্ষায় আছি।
আপনার গল্প একটা তথ্য পরিবহন করে। আর এটা আমি কখনই মনে করিনা যে গল্পের কোনো চরিত্রের চিন্তাধারা গল্পের লেখক অথবা লেখিকার নিজস্ব চিন্তাধারা হতে পারে। লেখক/লেখিকা উদ্দেশ্য কোন ঘটনা কে পরিপূর্ণ ভাবে তুলে ধরার। পাঠক গল্প পড়ে নিশ্চিত করবেন ওনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখে নিজের অভিমত প্রকাশ করবেন।
বাল্মিকি - রামায়ন লিখেছেন।কিন্তু আমরা পড়ে আমরা নিশ্চিত করবো যে আমরা কার পক্ষ নেবো,রাম না রাবনের।
যাইহোক আপনার গল্প লেখার অথবা প্রতিনিয়ত দেখা এই ঘটনাগুলোকে লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার দক্ষতা অতুলনীয়।
আর যেহেতু এটা ইরোটিক সেকশন সেহেতু আপনাকে গল্পের ফাঁকে ফাঁকে গভীর যৌনতা দেখাতেই হবে।
আপনি আপনার মতো করে লিখতে থাকুন,নিজের উপর বিশ্বাস রাখুন ,সফলতা অবশ্যই আসবে।
সঙ্গে থাকবো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।
শুভ কামনা
আপনিও ভালো থাকবেন। এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ।