01-09-2020, 11:34 PM
ওয়াও, দারুন, অসাধারন, ফাটাফাটি। মনে হচ্ছিলো যেন মারভেল এর এভেঞ্জার সিনেমার শেষ পর্বের একশন দৃশ্যটি দেখছি। এই আয়রন ম্যান মারে, তো এই হাল্ক মারে, তো এই থর মারে , তো এই ক্যাপ্টেন অ্যামেরিকা মারে। আর থানোস একাই সবার আক্রমন প্রতিহত করে নিজের বলে বলিয়ান। ডলিকে ও থানোস এর মতোই লাগছিলো। ভিলেন হয়ে ও সবার মনে জায়গা করে নেয়া, সবার সম্মান আদায় করে নেয়া এক অন্য রকম হিরো। চালিয়ে যাও ভাই। তবে আর অনেক ছোট বড় হিরো ছিলো সিনেমাতে, ওদের কথা ভুলে যেয়ো না যেন। ওদেরকে ও ছোট ছোট রোলে জায়গা দিয়ে দিয়ো কোনায় কোনায় ফাকে ফাকে।